ক্রীড়া ডেস্ক
চট্টগ্রামে আশিকুর রহমান শিবলির সেঞ্চুরির পরও স্কোরটা বেশ সমৃদ্ধ হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। গতকাল প্রথম দিন শেষে স্বাগতিকেরা ৪ উইকেটে করেছিল ২৩৩ রান। আজ দ্বিতীয় দিন ৭৫ রান যোগ করতেই সব উইকেট হারায় তারা। অর্থাৎ প্রথম ইনিংসে বাংলাদেশ থেমেছে ৩০৮ রানে।
ব্যাটিংয়ে নেমে দারুণ জবাব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলও। দিন শেষে ৩ উইকেটে ১৪৯ রান তুলেছে প্রোটিয়ারা। অধিনায়ক জর্জ মার্থিনাস ভ্যান হের্ডেন ৪৬ ও অনকগোমোদিৎসে রিচার্ড সেলেটসওয়ানে ৩২ রানে অপরাজিত আছেন। সফরকারীরা এখনো পিছিয়ে ১৫৯ রানে।
মুহাম্মদ মানাক ও এনটানদোয়েনকোসি জিমিলে জুমা ওপেনিং জুটিতে ভালো শুরু এনে দেন দক্ষিণ আফ্রিকাকে। দুজন মিলে যোগ করেন ৬৭ রান। ঘূর্ণিতে রাকিবুল এনে দেন বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু। ফেরান মানাককে (৩৫)। মজার ব্যাপার, এই ৬৭ রানে থিতু থাকা অবস্থায় নিজেদের ৩টি উইকেটই হারায় তারা।
২০ তম ওভারে মানককে ফেরান রাকিবুল, ২১ তম ওভারে আরেক ওপেনার জুমা ও তিন নম্বরে নামা কনর বয়েড এস্টারহুয়েজেনকে (০) ফেরান রিপন মণ্ডল।
তার আগে বাংলাদেশ প্রথম ইনিংসে থামে ৩০৮ রানে। দিনের শুরুতেই ২ রান যোগ করে অধিনায়ক শাহাদাত হোসেন দিপু ফেরেন ৪৪ রানে। আরেক অপরাজিত ব্যাটার প্রিতম কুমার (৩১) দ্বিতীয় দিন রানই যোগ করতে পারেননি। শেষ ব্যাটার রিপনের ২৬, শফিকুলের ইসলামের ১৩ ও রাকিবুলের ১৬ রানের সৌজন্যে তিন শ পেরোয় বাংলাদেশ। প্রোটিয়া পেসার তিয়ান মাইকেল ভ্যান ভিউরেন শিকার করেছেন ৩ উইকেট।
চট্টগ্রামে আশিকুর রহমান শিবলির সেঞ্চুরির পরও স্কোরটা বেশ সমৃদ্ধ হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। গতকাল প্রথম দিন শেষে স্বাগতিকেরা ৪ উইকেটে করেছিল ২৩৩ রান। আজ দ্বিতীয় দিন ৭৫ রান যোগ করতেই সব উইকেট হারায় তারা। অর্থাৎ প্রথম ইনিংসে বাংলাদেশ থেমেছে ৩০৮ রানে।
ব্যাটিংয়ে নেমে দারুণ জবাব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলও। দিন শেষে ৩ উইকেটে ১৪৯ রান তুলেছে প্রোটিয়ারা। অধিনায়ক জর্জ মার্থিনাস ভ্যান হের্ডেন ৪৬ ও অনকগোমোদিৎসে রিচার্ড সেলেটসওয়ানে ৩২ রানে অপরাজিত আছেন। সফরকারীরা এখনো পিছিয়ে ১৫৯ রানে।
মুহাম্মদ মানাক ও এনটানদোয়েনকোসি জিমিলে জুমা ওপেনিং জুটিতে ভালো শুরু এনে দেন দক্ষিণ আফ্রিকাকে। দুজন মিলে যোগ করেন ৬৭ রান। ঘূর্ণিতে রাকিবুল এনে দেন বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু। ফেরান মানাককে (৩৫)। মজার ব্যাপার, এই ৬৭ রানে থিতু থাকা অবস্থায় নিজেদের ৩টি উইকেটই হারায় তারা।
২০ তম ওভারে মানককে ফেরান রাকিবুল, ২১ তম ওভারে আরেক ওপেনার জুমা ও তিন নম্বরে নামা কনর বয়েড এস্টারহুয়েজেনকে (০) ফেরান রিপন মণ্ডল।
তার আগে বাংলাদেশ প্রথম ইনিংসে থামে ৩০৮ রানে। দিনের শুরুতেই ২ রান যোগ করে অধিনায়ক শাহাদাত হোসেন দিপু ফেরেন ৪৪ রানে। আরেক অপরাজিত ব্যাটার প্রিতম কুমার (৩১) দ্বিতীয় দিন রানই যোগ করতে পারেননি। শেষ ব্যাটার রিপনের ২৬, শফিকুলের ইসলামের ১৩ ও রাকিবুলের ১৬ রানের সৌজন্যে তিন শ পেরোয় বাংলাদেশ। প্রোটিয়া পেসার তিয়ান মাইকেল ভ্যান ভিউরেন শিকার করেছেন ৩ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে