সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ক্রিকেট মানেই রুদ্ধশ্বাস লড়াই। সেই লড়াইয়ের আমেজ আজও পেয়েছেন সমর্থকেরা। প্রথম ওয়ানডের ছোট রানের স্কোরেও দুলতে ছিল ম্যাচের ভাগ্যে। শেষে পরতে পরতে রং বদলানো ম্যাচটিতে ১ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। জয়টি এসেছে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং বীরত্বে।
মিরাজের ব্যাটে জয় আসলেও তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। এই পেসারের সঙ্গ ছাড়া যে অবিশ্বাস্য জয়টা আসত না সেটা ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় জানিয়েছেন মিরাজ। অলরাউন্ডারের মতে, মোস্তাফিজুরের আত্মবিশ্বাস ম্যাচ জেতাতে সহায়তা করেছে। সে তাঁকে আশ্বাস দিয়েছে গায়ে বল লাগলেও আউট হবে না।
শেষ উইকেটে মোস্তাফিজের সঙ্গে কি কথা হয়েছে তা নিয়ে মিরাজ বলেছেন, ‘সে আমার খুব ভালো বন্ধু। সে খুব ভালো সমর্থন দিয়েছে। একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, ও খুব আত্মবিশ্বাসী ছিল। একটা কথা আমাকে বারবার বলছিল, আমাকে নিয়ে টেনশন করার কিছু নেই। আমি ঠেকিয়ে দিচ্ছি। আমি আউট হব না, গায়ে বল লাগলেও সমস্যা নাই। কিন্তু আউট হব না। ওর এই বিশ্বাস দেখে আমার খুব ভালো লেগেছে। আমারও আত্মবিশ্বাস বেড়েছে ওর আত্মবিশ্বাস দেখে।’
১৮৭ রানের ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে যখন ভারতের বিপক্ষে আরেকটি পরাজয়ের গল্প লিখেছিল বাংলাদেশ ঠিক তখনই দুজনের ৫১ রানের জুটি দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছে। শেষ উইকেটে রান তাড়া করায় যা বাংলাদেশের রেকর্ড।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ক্রিকেট মানেই রুদ্ধশ্বাস লড়াই। সেই লড়াইয়ের আমেজ আজও পেয়েছেন সমর্থকেরা। প্রথম ওয়ানডের ছোট রানের স্কোরেও দুলতে ছিল ম্যাচের ভাগ্যে। শেষে পরতে পরতে রং বদলানো ম্যাচটিতে ১ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। জয়টি এসেছে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং বীরত্বে।
মিরাজের ব্যাটে জয় আসলেও তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। এই পেসারের সঙ্গ ছাড়া যে অবিশ্বাস্য জয়টা আসত না সেটা ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় জানিয়েছেন মিরাজ। অলরাউন্ডারের মতে, মোস্তাফিজুরের আত্মবিশ্বাস ম্যাচ জেতাতে সহায়তা করেছে। সে তাঁকে আশ্বাস দিয়েছে গায়ে বল লাগলেও আউট হবে না।
শেষ উইকেটে মোস্তাফিজের সঙ্গে কি কথা হয়েছে তা নিয়ে মিরাজ বলেছেন, ‘সে আমার খুব ভালো বন্ধু। সে খুব ভালো সমর্থন দিয়েছে। একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, ও খুব আত্মবিশ্বাসী ছিল। একটা কথা আমাকে বারবার বলছিল, আমাকে নিয়ে টেনশন করার কিছু নেই। আমি ঠেকিয়ে দিচ্ছি। আমি আউট হব না, গায়ে বল লাগলেও সমস্যা নাই। কিন্তু আউট হব না। ওর এই বিশ্বাস দেখে আমার খুব ভালো লেগেছে। আমারও আত্মবিশ্বাস বেড়েছে ওর আত্মবিশ্বাস দেখে।’
১৮৭ রানের ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে যখন ভারতের বিপক্ষে আরেকটি পরাজয়ের গল্প লিখেছিল বাংলাদেশ ঠিক তখনই দুজনের ৫১ রানের জুটি দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছে। শেষ উইকেটে রান তাড়া করায় যা বাংলাদেশের রেকর্ড।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫