নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক ক্রিকেটে জাকের আলী অনিক খেলছেন শুধু টি-টোয়েন্টি সংস্করণেই। ২০২৩ থেকে শুরু করে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ১৭ ম্যাচ। সেই জাকেরের এবার হয়তো ক্রিকেটের রাজকীয় সংস্করণেও অভিষেক হয়ে যেতে পারে।
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে জাকেরের ডাক পাওয়াটা চমকই বলা চলে। কেননা সাদা বলের ক্রিকেটে তিনি পরিচিত মুখ। যেখানে বিসিবি ঘোষিত ১৬ সদস্যের দলে অলরাউন্ডারসহ হিসেবে করলে বাংলাদেশ নিয়েছে ১০ ব্যাটার। ভারত সিরিজের দল নিয়ে আজ মিরপুর শেরেবাংলায় সংবাদ সম্মেলনে কথা বলেছেন বিসিবি নির্বাচক হান্নান সরকার। জাকের কেন টেস্ট দলে সেই ব্যাখ্যায় হান্নান বলেন, ‘জাকের আলী অনিকের যে বিষয়টা আপনারা দেখবেন। আমরা একটা জিনিস মাথায় রেখেছিলাম কন্ডিশন ও প্রতিপক্ষ। সেই জায়গা থেকে পাকিস্তানে আমরা পাঁচ পেসার নিয়ে গিয়েছিলাম। এখানে আমরা পেসারের সংখ্যা কমিয়ে চারে নামিয়েছি। সেখানে ব্যাটারের সংখ্যা বাড়িয়ে একজন মিডল অর্ডার বিশেষজ্ঞ নিয়েছি।’
লিস্ট ‘এ’ ও স্বীকৃত টি-টোয়েন্টিতে জাকের খেলেছেন ৯৩ ও ৮০ ম্যাচ। সেখানে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি খেলেছেন ৪৯ ম্যাচ। ৪১.৪৭ গড়ে করেছেন ২৮৬২ রান। ৪ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৯ ফিফটি। কদিন আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৭২ রানের ইনিংস খেলেছেন জাকের। এই ইনিংসটাই তাঁকে ভারত সিরিজের টেস্ট দলে জায়গা করে নিতে অবদান রেখেছে বলে মনে করেন হান্নান। বিসিবি নির্বাচক বলেন, ‘জাকেরের যে বিষয়টা। তাঁর পুরোনো রেকর্ড যদি দেখেন, এনসিএল, বিসিএলের মতো দীর্ঘ সংস্করণের ক্রিকেটে তাঁর রেকর্ডগুলো দেখলে একটা ধারণা পেয়ে যাবেন। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে সে দারুণ কার্যকরী হতে পারেন। সম্প্রতি পাকিস্তানে ১৭২ রানের একটি ইনিংস খেলেছে। লম্বা সময় ধরে চমৎকার একটি ইনিংস খেলেছে। সবকিছু বিবেচনা করে জাকেরকে এক ধাপ এগিয়ে রেখেছিলাম।’
টেস্টে জাকেরের আরও আগে সুযোগ পাওয়া উচিত ছিল মনে করেন হান্নান। বিসিবি নির্বাচক বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে চোটের কারণে আগে সুযোগ হয়নি। অথবা দলে আসার সুযোগ থাকা সত্ত্বেও সে পারেনি।আমাদের দলের সমন্বয়ের ক্ষেত্রে মনে হয়েছে যে মিডল অর্ডারে একটা অপশন বাড়ানো দরকার। তাই মিডল অর্ডারের অপশনটা বাড়িয়েছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে জাকের আলী অনিক খেলছেন শুধু টি-টোয়েন্টি সংস্করণেই। ২০২৩ থেকে শুরু করে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ১৭ ম্যাচ। সেই জাকেরের এবার হয়তো ক্রিকেটের রাজকীয় সংস্করণেও অভিষেক হয়ে যেতে পারে।
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে জাকেরের ডাক পাওয়াটা চমকই বলা চলে। কেননা সাদা বলের ক্রিকেটে তিনি পরিচিত মুখ। যেখানে বিসিবি ঘোষিত ১৬ সদস্যের দলে অলরাউন্ডারসহ হিসেবে করলে বাংলাদেশ নিয়েছে ১০ ব্যাটার। ভারত সিরিজের দল নিয়ে আজ মিরপুর শেরেবাংলায় সংবাদ সম্মেলনে কথা বলেছেন বিসিবি নির্বাচক হান্নান সরকার। জাকের কেন টেস্ট দলে সেই ব্যাখ্যায় হান্নান বলেন, ‘জাকের আলী অনিকের যে বিষয়টা আপনারা দেখবেন। আমরা একটা জিনিস মাথায় রেখেছিলাম কন্ডিশন ও প্রতিপক্ষ। সেই জায়গা থেকে পাকিস্তানে আমরা পাঁচ পেসার নিয়ে গিয়েছিলাম। এখানে আমরা পেসারের সংখ্যা কমিয়ে চারে নামিয়েছি। সেখানে ব্যাটারের সংখ্যা বাড়িয়ে একজন মিডল অর্ডার বিশেষজ্ঞ নিয়েছি।’
লিস্ট ‘এ’ ও স্বীকৃত টি-টোয়েন্টিতে জাকের খেলেছেন ৯৩ ও ৮০ ম্যাচ। সেখানে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি খেলেছেন ৪৯ ম্যাচ। ৪১.৪৭ গড়ে করেছেন ২৮৬২ রান। ৪ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৯ ফিফটি। কদিন আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৭২ রানের ইনিংস খেলেছেন জাকের। এই ইনিংসটাই তাঁকে ভারত সিরিজের টেস্ট দলে জায়গা করে নিতে অবদান রেখেছে বলে মনে করেন হান্নান। বিসিবি নির্বাচক বলেন, ‘জাকেরের যে বিষয়টা। তাঁর পুরোনো রেকর্ড যদি দেখেন, এনসিএল, বিসিএলের মতো দীর্ঘ সংস্করণের ক্রিকেটে তাঁর রেকর্ডগুলো দেখলে একটা ধারণা পেয়ে যাবেন। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে সে দারুণ কার্যকরী হতে পারেন। সম্প্রতি পাকিস্তানে ১৭২ রানের একটি ইনিংস খেলেছে। লম্বা সময় ধরে চমৎকার একটি ইনিংস খেলেছে। সবকিছু বিবেচনা করে জাকেরকে এক ধাপ এগিয়ে রেখেছিলাম।’
টেস্টে জাকেরের আরও আগে সুযোগ পাওয়া উচিত ছিল মনে করেন হান্নান। বিসিবি নির্বাচক বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে চোটের কারণে আগে সুযোগ হয়নি। অথবা দলে আসার সুযোগ থাকা সত্ত্বেও সে পারেনি।আমাদের দলের সমন্বয়ের ক্ষেত্রে মনে হয়েছে যে মিডল অর্ডারে একটা অপশন বাড়ানো দরকার। তাই মিডল অর্ডারের অপশনটা বাড়িয়েছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫