নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিব আল হাসানের চাওয়া অনুযায়ীই যেন সবকিছু এগোচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার যে ইচ্ছে প্রকাশ করেছেন বাংলাদেশি অলরাউন্ডার, সেটিও পূরণ হওয়ার পথে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথাতেই সেটা বোঝা গেছে। এরই মধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কদিন ধরে সাকিববিরোধী দেয়াললিখন দেখা গেছে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দুপুরে বিসিবিতে আসেন আসিফ মাহমুদ। পরে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বেলা ১টার দিকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে সাকিববিরোধী দেয়াললিখন নিয়ে প্রশ্ন করা হয়েছে আসিফ মাহমুদকে। সাকিববিরোধীদের এই আচরণকে তাঁদের আবেগের বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা, ‘যে দেয়াললিখনের কথা বলছেন বা আমি যেটা সামাজিক মাধ্যমে দেখেছি, এটা তো আসলে আবেগের ব্যাপার। তাদেরও ওই অধিকার আছে। গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক অধিকার আছে যেকোনো ধরনের আন্দোলন বা যেকোনো কিছু করার।’
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাকিব ছিলেন দেশের বাইরে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া তো দূরে থাক, উল্টো বিতর্কিত কাণ্ড করেছিলেন। কানাডায় প্রবাসী এক ভক্তের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন তিনি। বাংলাদেশে যখন উত্তপ্ত পরিস্থিতি, একের পর এক মানুষ মারা যাচ্ছিল, তখন সাকিবের স্ত্রী টরন্টোতে ঘোরাঘুরির ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। এসব কারণেই সাকিবের বিরুদ্ধে জনমানুষের ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে।
মিরপুরে ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকে ইতি টানার ঘোষণা দিলেও সাকিবের নিরাপত্তা–সংক্রান্ত ব্যাপার নিয়ে একেক সময় একেক কথাবার্তা শোনা যায়। ৩৭ বছর বয়সী তারকার দেশে ফেরার প্রশ্ন উঠলে আসিফ মাহমুদ আজ কথা বলেছেন তাঁর (সাকিব) রাজনৈতিক ক্যারিয়ারের বিষয়েও। ছিলেন ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলেন সাকিব।
সাকিব কদিন আগে ফেসবুকে বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকতে না পারা নিয়ে দুঃখ প্রকাশ করেন। এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় আসিফ মাহমুদকে। উত্তরে সাংবাদিকদের যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, দেশে ফিরতে বাংলাদেশের তারকা অলরাউন্ডার আইনি কোনো সমস্যায় পড়বেন না। আসিফ মাহমুদ আজও আইন মন্ত্রণালয়ের কথা উল্লেখ করেছেন।
সাকিব আল হাসানের চাওয়া অনুযায়ীই যেন সবকিছু এগোচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার যে ইচ্ছে প্রকাশ করেছেন বাংলাদেশি অলরাউন্ডার, সেটিও পূরণ হওয়ার পথে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথাতেই সেটা বোঝা গেছে। এরই মধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কদিন ধরে সাকিববিরোধী দেয়াললিখন দেখা গেছে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দুপুরে বিসিবিতে আসেন আসিফ মাহমুদ। পরে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বেলা ১টার দিকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে সাকিববিরোধী দেয়াললিখন নিয়ে প্রশ্ন করা হয়েছে আসিফ মাহমুদকে। সাকিববিরোধীদের এই আচরণকে তাঁদের আবেগের বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা, ‘যে দেয়াললিখনের কথা বলছেন বা আমি যেটা সামাজিক মাধ্যমে দেখেছি, এটা তো আসলে আবেগের ব্যাপার। তাদেরও ওই অধিকার আছে। গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক অধিকার আছে যেকোনো ধরনের আন্দোলন বা যেকোনো কিছু করার।’
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাকিব ছিলেন দেশের বাইরে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া তো দূরে থাক, উল্টো বিতর্কিত কাণ্ড করেছিলেন। কানাডায় প্রবাসী এক ভক্তের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন তিনি। বাংলাদেশে যখন উত্তপ্ত পরিস্থিতি, একের পর এক মানুষ মারা যাচ্ছিল, তখন সাকিবের স্ত্রী টরন্টোতে ঘোরাঘুরির ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। এসব কারণেই সাকিবের বিরুদ্ধে জনমানুষের ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে।
মিরপুরে ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকে ইতি টানার ঘোষণা দিলেও সাকিবের নিরাপত্তা–সংক্রান্ত ব্যাপার নিয়ে একেক সময় একেক কথাবার্তা শোনা যায়। ৩৭ বছর বয়সী তারকার দেশে ফেরার প্রশ্ন উঠলে আসিফ মাহমুদ আজ কথা বলেছেন তাঁর (সাকিব) রাজনৈতিক ক্যারিয়ারের বিষয়েও। ছিলেন ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলেন সাকিব।
সাকিব কদিন আগে ফেসবুকে বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকতে না পারা নিয়ে দুঃখ প্রকাশ করেন। এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় আসিফ মাহমুদকে। উত্তরে সাংবাদিকদের যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, দেশে ফিরতে বাংলাদেশের তারকা অলরাউন্ডার আইনি কোনো সমস্যায় পড়বেন না। আসিফ মাহমুদ আজও আইন মন্ত্রণালয়ের কথা উল্লেখ করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫