নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়েস্ট ইন্ডিজে পোঁছানোর পর একদিনের অনুশীলন। অনুশীলনের আগে ফিটনেস আর ঘুরেফিরেই কাটিয়েছিল বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচটাই তাই ঝালিয়ে নেওয়ার বড় ভরসা ছিল সফরকারীদের। বিশেষ করে ব্যাটারদের। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে আগে ব্যাটিংয়ের কারণও সেটা। গতকাল প্রথম দিন ৬ উইকেট হারিয়ে ২৭৪ রানে শেষ করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৭ উইকেট ৩১০ রানে ইনিংস ঘোষণা করেছে তারা।
একপ্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল চললেও অবিচল ছিলেন তামিম ইকবাল। ১৬২ রানে অপরাজিত থেকেছেন তিনি। আউট হওয়া সাত ব্যাটারের চারজনই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মাহমুদুল হাসান জয় আর মুমিনুল শূন্য রানে ফিরেছেন। লিটন দাস ৪ আর নুরুল হাসান সোহান করেছেন ৭ রান। তামিমের সঙ্গে ৬ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করা মোসাদ্দেক আউট হয়েছেন ১৯ রানে। দুই অঙ্ক ছাড়ান আর ইয়াসির আলী রাব্বি। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে তাঁর রান ১১।
আজ ওয়েস্ট ইন্ডিজ থেকে পাঠানো বিসিবির পাঠানো ভিডিও বার্তায় প্রস্তুতি ম্যাচ থেকে ব্যাটারদের আত্মবিশ্বাসের কথা বলেন মোসাদ্দেক। যে আত্মবিশ্বাসের কথা বলা হচ্ছে, ব্যাটিংয়ে তামিম আর নাজমুল হোসেন শান্ত ছাড়া কারও সেটা হওয়ার কথা না। ব্যাটিং অর্ডার আর টি-টোয়েন্টি খেলা-না খেলার বিতর্ক সঙ্গী করে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছেন তামিম। এ ম্যাচে সবচেয়ে সফল ব্যাটারও তিনিই। প্রথম দিন শেষ করেন ১৪০ রানে অপরাজিত থেকে। তামিমের সঙ্গে দিনের সবচেয়ে বড় ১৪০ রানের জুটির সঙ্গী শান্ত। শান্তর ইনিংস শেষ হয় ৫৪ রানে।
বাংলাদেশের ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ। কোনো উইকেট না হারিয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ২৮ রান। প্রস্তুতি ম্যাচে খেলছেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর অনুপস্থিতে দায়িত্ব পালন করছেন লিটন দাস। দলীয় সূত্রে জানা গেছে, আজ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।
ওয়েস্ট ইন্ডিজে পোঁছানোর পর একদিনের অনুশীলন। অনুশীলনের আগে ফিটনেস আর ঘুরেফিরেই কাটিয়েছিল বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচটাই তাই ঝালিয়ে নেওয়ার বড় ভরসা ছিল সফরকারীদের। বিশেষ করে ব্যাটারদের। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে আগে ব্যাটিংয়ের কারণও সেটা। গতকাল প্রথম দিন ৬ উইকেট হারিয়ে ২৭৪ রানে শেষ করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৭ উইকেট ৩১০ রানে ইনিংস ঘোষণা করেছে তারা।
একপ্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল চললেও অবিচল ছিলেন তামিম ইকবাল। ১৬২ রানে অপরাজিত থেকেছেন তিনি। আউট হওয়া সাত ব্যাটারের চারজনই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মাহমুদুল হাসান জয় আর মুমিনুল শূন্য রানে ফিরেছেন। লিটন দাস ৪ আর নুরুল হাসান সোহান করেছেন ৭ রান। তামিমের সঙ্গে ৬ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করা মোসাদ্দেক আউট হয়েছেন ১৯ রানে। দুই অঙ্ক ছাড়ান আর ইয়াসির আলী রাব্বি। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে তাঁর রান ১১।
আজ ওয়েস্ট ইন্ডিজ থেকে পাঠানো বিসিবির পাঠানো ভিডিও বার্তায় প্রস্তুতি ম্যাচ থেকে ব্যাটারদের আত্মবিশ্বাসের কথা বলেন মোসাদ্দেক। যে আত্মবিশ্বাসের কথা বলা হচ্ছে, ব্যাটিংয়ে তামিম আর নাজমুল হোসেন শান্ত ছাড়া কারও সেটা হওয়ার কথা না। ব্যাটিং অর্ডার আর টি-টোয়েন্টি খেলা-না খেলার বিতর্ক সঙ্গী করে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছেন তামিম। এ ম্যাচে সবচেয়ে সফল ব্যাটারও তিনিই। প্রথম দিন শেষ করেন ১৪০ রানে অপরাজিত থেকে। তামিমের সঙ্গে দিনের সবচেয়ে বড় ১৪০ রানের জুটির সঙ্গী শান্ত। শান্তর ইনিংস শেষ হয় ৫৪ রানে।
বাংলাদেশের ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ। কোনো উইকেট না হারিয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ২৮ রান। প্রস্তুতি ম্যাচে খেলছেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর অনুপস্থিতে দায়িত্ব পালন করছেন লিটন দাস। দলীয় সূত্রে জানা গেছে, আজ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫