অনেক দিন ধরেই গুঞ্জন চলছে মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির পরিবর্তন হতে যাচ্ছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কমিটির মেয়াদ রয়েছে। তাই সময় ঘনিয়ে আসায় নির্বাচক প্যানেল নিয়ে আলোচনা জোরেশোরে চলছে।
আব্দুর রাজ্জাক বাদে দীর্ঘদিন ধরেই নির্বাচক প্যানেলে আছেন প্রধান নির্বাচক নান্নু ও হাবিবুল বাশার সুমন। ২০১১ সাল থেকে নির্বাচক প্যানেলে আছেন দুজনে। আর ২০১৬ সাল থেকে প্রধান নির্বাচকের ভূমিকায় আছেন সাবেক অধিনায়ক নান্নু। অন্যদিকে ২০২১ সালে নির্বাচক প্যানেল জায়গা পেয়েছেন সাবেক বাঁহাতি স্পিনার রাজ্জাক। দীর্ঘদিন ধরে থাকায় এবার তাই পরিবর্তনের কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন।
বিজয় দিবস উপলক্ষে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত প্রদর্শনী ম্যাচের পুরস্কার দিতে এসে এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি পাপন। তিনি বলেছেন, ‘পরিবর্তন হওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। অনেক দিন হয়েছে। সব সময়ই পরিবর্তন হওয়াটা ভালো। তবে কাউকে দায় দিয়ে বাদ দেওয়া, মিথ্যা অপবাদে বাদ দেওয়া, এটা খুব খারাপ ঘটনা সৃষ্টি করবে।’
নির্বাচক হতে সাবেক ক্রিকেটার হতে হবে কি না—এমন প্রশ্ন করা হলে, পাপনের জবাব, ‘এই রকম আসলে কিছু নেই।’ আর মোহাম্মদ আশরাফুলের নির্বাচক হওয়ার আগ্রহের বিষয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমাদের একটা কমিটি আছে, ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব করবে। ওনারা দেখবে কারা কারা আগ্রহী আর ওদের পছন্দ কী। সেটা নিয়ে বোর্ডে আলোচনা হবে। সেখান থেকে আমরা নির্বাচন করব। আসলে কে কে হবে, কে আসবে—এই মুহূর্তে এটা বলা খুব কঠিন। তবে কারও যদি ইচ্ছা থাকে, তাহলে সে প্রকাশ করতে পারে। কোনো সমস্যা নেই।’
জাতীয় নির্বাচনের পরেই নির্বাচক প্যানেলের পরিবর্তন আসবে বলে জানিয়েছেন পাপন। কারণ, এই সময়টায় নিজ এলাকায় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন বিসিবি সভাপতি। তিনি বলেছেন, ‘আমি তো ৮ তারিখের আগে ঢাকায় ফেরত আসতে পারছি না। আমি (কিশোরগঞ্জ) চলে যাচ্ছি। একবারে নির্বাচন শেষ করে, ফলাফল ঘোষণা হওয়ার পরই আসতে হবে। এরপরেই আমরা বোর্ড সভা দিয়ে সিদ্ধান্ত নিয়ে নেব, যত দ্রুত সম্ভব। পারলে দুই-তিন দিনের মধ্যে নিয়ে নেব, বিপিএলের মধ্যেই।’
অনেক দিন ধরেই গুঞ্জন চলছে মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির পরিবর্তন হতে যাচ্ছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কমিটির মেয়াদ রয়েছে। তাই সময় ঘনিয়ে আসায় নির্বাচক প্যানেল নিয়ে আলোচনা জোরেশোরে চলছে।
আব্দুর রাজ্জাক বাদে দীর্ঘদিন ধরেই নির্বাচক প্যানেলে আছেন প্রধান নির্বাচক নান্নু ও হাবিবুল বাশার সুমন। ২০১১ সাল থেকে নির্বাচক প্যানেলে আছেন দুজনে। আর ২০১৬ সাল থেকে প্রধান নির্বাচকের ভূমিকায় আছেন সাবেক অধিনায়ক নান্নু। অন্যদিকে ২০২১ সালে নির্বাচক প্যানেল জায়গা পেয়েছেন সাবেক বাঁহাতি স্পিনার রাজ্জাক। দীর্ঘদিন ধরে থাকায় এবার তাই পরিবর্তনের কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন।
বিজয় দিবস উপলক্ষে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত প্রদর্শনী ম্যাচের পুরস্কার দিতে এসে এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি পাপন। তিনি বলেছেন, ‘পরিবর্তন হওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। অনেক দিন হয়েছে। সব সময়ই পরিবর্তন হওয়াটা ভালো। তবে কাউকে দায় দিয়ে বাদ দেওয়া, মিথ্যা অপবাদে বাদ দেওয়া, এটা খুব খারাপ ঘটনা সৃষ্টি করবে।’
নির্বাচক হতে সাবেক ক্রিকেটার হতে হবে কি না—এমন প্রশ্ন করা হলে, পাপনের জবাব, ‘এই রকম আসলে কিছু নেই।’ আর মোহাম্মদ আশরাফুলের নির্বাচক হওয়ার আগ্রহের বিষয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমাদের একটা কমিটি আছে, ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব করবে। ওনারা দেখবে কারা কারা আগ্রহী আর ওদের পছন্দ কী। সেটা নিয়ে বোর্ডে আলোচনা হবে। সেখান থেকে আমরা নির্বাচন করব। আসলে কে কে হবে, কে আসবে—এই মুহূর্তে এটা বলা খুব কঠিন। তবে কারও যদি ইচ্ছা থাকে, তাহলে সে প্রকাশ করতে পারে। কোনো সমস্যা নেই।’
জাতীয় নির্বাচনের পরেই নির্বাচক প্যানেলের পরিবর্তন আসবে বলে জানিয়েছেন পাপন। কারণ, এই সময়টায় নিজ এলাকায় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন বিসিবি সভাপতি। তিনি বলেছেন, ‘আমি তো ৮ তারিখের আগে ঢাকায় ফেরত আসতে পারছি না। আমি (কিশোরগঞ্জ) চলে যাচ্ছি। একবারে নির্বাচন শেষ করে, ফলাফল ঘোষণা হওয়ার পরই আসতে হবে। এরপরেই আমরা বোর্ড সভা দিয়ে সিদ্ধান্ত নিয়ে নেব, যত দ্রুত সম্ভব। পারলে দুই-তিন দিনের মধ্যে নিয়ে নেব, বিপিএলের মধ্যেই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে