নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নেমেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে সোয়া দুই ঘণ্টা পর শুরু হয়েছে ম্যাচ। সে কারণে ম্যাচের দৈর্ঘ্যও ৯ ওভার কমানো হয়েছে।
এ ম্যাচ দিয়ে নতুন ঘটনার সাক্ষী হচ্ছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অভিষেক পর প্রথমবার তাঁদের ছাড়া ওয়ানডে সিরিজ খেলছে লাল-সবুজের দল।
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একই ম্যাচে ওয়ানডে অভিষেক হয়েছিল সাকিব-মুশফিকের। এরপর থেকে দুজনের কেউ না কেউ ৫০ ওভারের সিরিজে ছিলেন। ছুটিতে থাকায় এবারই প্রথম তাঁদের ছাড়া খেলতে হচ্ছে সতীর্থদের।
সাকিব-মুশফিকের একসঙ্গে না থাকার সময়টা আরও দীর্ঘ হতে পারত। সাকিব উইন্ডিজ সফরের সব সংস্করণের দলে ছিলেন। তবে সফরের মাঝপথে জানা যায়, ওয়ানডে সিরিজে থাকছেন না তারকা অলরাউন্ডার। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের আওতাভুক্ত না হওয়ায় তাঁর ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে সাকিব পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন।
মুশফিক অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পরই ছুটি নিয়েছেন। সৌদি আরবে হজ পালন করতে যাওয়ায় আপাতত ক্রিকেট থেকে দূরে আছেন তিনি।
এবারের উইন্ডিজ সফরে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে ২-০ ব্যবধানে। তবে পছন্দের সংস্করণ ওয়ানডে দিয়ে হারের বৃত্ত থেকে বেরোতে চায় তামিম ইকবালের দল। সাকিব-মুশফিকের মতো দুই অভিজ্ঞতার ভাণ্ডারকে ছাড়া পারে কি না, এখন সেটিই দেখার বিষয়।
বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে টস জিতে বোলিং বেছে নিয়েছেন তামিম। অধিনায়ক সিদ্ধান্ত এখন পর্যন্ত সঠিক প্রমাণ করেছেন সতীর্থ বোলাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৩০ রান। নিজের প্রথম বলেই শাই হোপকে বোল্ড করেছেন মোস্তাফিজুর রহমান।
গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নেমেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে সোয়া দুই ঘণ্টা পর শুরু হয়েছে ম্যাচ। সে কারণে ম্যাচের দৈর্ঘ্যও ৯ ওভার কমানো হয়েছে।
এ ম্যাচ দিয়ে নতুন ঘটনার সাক্ষী হচ্ছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অভিষেক পর প্রথমবার তাঁদের ছাড়া ওয়ানডে সিরিজ খেলছে লাল-সবুজের দল।
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একই ম্যাচে ওয়ানডে অভিষেক হয়েছিল সাকিব-মুশফিকের। এরপর থেকে দুজনের কেউ না কেউ ৫০ ওভারের সিরিজে ছিলেন। ছুটিতে থাকায় এবারই প্রথম তাঁদের ছাড়া খেলতে হচ্ছে সতীর্থদের।
সাকিব-মুশফিকের একসঙ্গে না থাকার সময়টা আরও দীর্ঘ হতে পারত। সাকিব উইন্ডিজ সফরের সব সংস্করণের দলে ছিলেন। তবে সফরের মাঝপথে জানা যায়, ওয়ানডে সিরিজে থাকছেন না তারকা অলরাউন্ডার। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের আওতাভুক্ত না হওয়ায় তাঁর ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে সাকিব পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন।
মুশফিক অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পরই ছুটি নিয়েছেন। সৌদি আরবে হজ পালন করতে যাওয়ায় আপাতত ক্রিকেট থেকে দূরে আছেন তিনি।
এবারের উইন্ডিজ সফরে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে ২-০ ব্যবধানে। তবে পছন্দের সংস্করণ ওয়ানডে দিয়ে হারের বৃত্ত থেকে বেরোতে চায় তামিম ইকবালের দল। সাকিব-মুশফিকের মতো দুই অভিজ্ঞতার ভাণ্ডারকে ছাড়া পারে কি না, এখন সেটিই দেখার বিষয়।
বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে টস জিতে বোলিং বেছে নিয়েছেন তামিম। অধিনায়ক সিদ্ধান্ত এখন পর্যন্ত সঠিক প্রমাণ করেছেন সতীর্থ বোলাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৩০ রান। নিজের প্রথম বলেই শাই হোপকে বোল্ড করেছেন মোস্তাফিজুর রহমান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫