নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একঝাঁক তরুণ ক্রিকেটারের সঙ্গে অভিজ্ঞ সাদমান ইসলাম। সাদমান ছাড়া এই দলে কারও বয়স ২৫ পেরোয়নি। তাঁরাই বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ। লম্বা সময়ের প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হয়েছে প্রায় দেড় মাসের অনুশীলন ক্যাম্প দিয়ে। বিসিবির পরিচর্যায় দেশের প্রস্তুতি শেষে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল গতকাল গেছে অস্ট্রেলিয়া সফরে।
১৫ সদস্যের লাল বলের দলের ক্রিকেটাররা এবারই প্রথম অস্ট্রেলিয়া গেলেন। অচেনা কন্ডিশনে মানিয়ে নেওয়া, পাকিস্তান-অস্ট্রেলিয়ার আগামী প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতাও অর্জন হবে তাঁদের। এই সফর তাই বেশ গুরুত্ব পাচ্ছে ৪ দিনের সিরিজের অধিনায়ক মাহমুদুল হাসান জয়ের কাছে।
আইসিসি ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় ২০২৭ সালে অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশ দলের। সেই সিরিজের ভালো প্রস্তুতি হবে বললেন জয়। গতকাল রওনা দেওয়ার আগে বললেন, ‘এটা আমাদের কাছে অনেক বড় একটা সুযোগ, অস্ট্রেলিয়া যাচ্ছি। এই দলটার কারও অস্ট্রেলিয়া সফর করা হয়নি। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। ২০২৭ সালেও এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের টেস্ট সিরিজ আছে, ওটা লক্ষ্য রেখে খুব ভালো একটা প্রস্তুতি হবে এই সফরে।’
ডারউইন আগামী ১৯ জুলাই এইচপি ও পাকিস্তান ‘এ’ দলের ৪ দিনের প্রথম ম্যাচ এবং ২৬ জুলাই শুরু হবে দ্বিতীয় ম্যাচ। এ সিরিজে হারজিত নিয়ে কোচরা চিন্তা না করলেও খেলোয়াড়দের মধ্যে কাজ করছে জয়ের ক্ষুধা। জয় বললেন, ‘ব্যক্তিগত লক্ষ্য একজন অধিনায়ক হিসেবে দলের যে কম্বিনেশন আছে, সিরিজ জেতার লক্ষ্যই থাকবে আমাদের। ছোটবেলা থেকে একসঙ্গে আছি, অনূর্ধ্ব-১৯ এর কয়েকজন আছে, জাতীয় দলের কয়েকজন আছে, ওই হিসেব করলে আমাদের সমন্বয় খুব ভালো হবে।’
একঝাঁক তরুণ ক্রিকেটারের সঙ্গে অভিজ্ঞ সাদমান ইসলাম। সাদমান ছাড়া এই দলে কারও বয়স ২৫ পেরোয়নি। তাঁরাই বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ। লম্বা সময়ের প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হয়েছে প্রায় দেড় মাসের অনুশীলন ক্যাম্প দিয়ে। বিসিবির পরিচর্যায় দেশের প্রস্তুতি শেষে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল গতকাল গেছে অস্ট্রেলিয়া সফরে।
১৫ সদস্যের লাল বলের দলের ক্রিকেটাররা এবারই প্রথম অস্ট্রেলিয়া গেলেন। অচেনা কন্ডিশনে মানিয়ে নেওয়া, পাকিস্তান-অস্ট্রেলিয়ার আগামী প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতাও অর্জন হবে তাঁদের। এই সফর তাই বেশ গুরুত্ব পাচ্ছে ৪ দিনের সিরিজের অধিনায়ক মাহমুদুল হাসান জয়ের কাছে।
আইসিসি ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় ২০২৭ সালে অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশ দলের। সেই সিরিজের ভালো প্রস্তুতি হবে বললেন জয়। গতকাল রওনা দেওয়ার আগে বললেন, ‘এটা আমাদের কাছে অনেক বড় একটা সুযোগ, অস্ট্রেলিয়া যাচ্ছি। এই দলটার কারও অস্ট্রেলিয়া সফর করা হয়নি। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। ২০২৭ সালেও এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের টেস্ট সিরিজ আছে, ওটা লক্ষ্য রেখে খুব ভালো একটা প্রস্তুতি হবে এই সফরে।’
ডারউইন আগামী ১৯ জুলাই এইচপি ও পাকিস্তান ‘এ’ দলের ৪ দিনের প্রথম ম্যাচ এবং ২৬ জুলাই শুরু হবে দ্বিতীয় ম্যাচ। এ সিরিজে হারজিত নিয়ে কোচরা চিন্তা না করলেও খেলোয়াড়দের মধ্যে কাজ করছে জয়ের ক্ষুধা। জয় বললেন, ‘ব্যক্তিগত লক্ষ্য একজন অধিনায়ক হিসেবে দলের যে কম্বিনেশন আছে, সিরিজ জেতার লক্ষ্যই থাকবে আমাদের। ছোটবেলা থেকে একসঙ্গে আছি, অনূর্ধ্ব-১৯ এর কয়েকজন আছে, জাতীয় দলের কয়েকজন আছে, ওই হিসেব করলে আমাদের সমন্বয় খুব ভালো হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫