নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৩ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের। এরপর তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন, তবে ম্যাচ খেলার সুযোগ পাননি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন চারটি টি-টোয়েন্টি ম্যাচ।
এবার টেস্ট দলের জন্য বিবেচনায় এলেন তানভীর ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে তাঁকে রাখা হয়েছে অতিরিক্ত বাঁহাতি স্পিনার হিসেবে। টিম ম্যানেজমেন্ট দলের স্পিন বিভাগে বৈচিত্র্য আনতে তাঁকে অন্তর্ভুক্ত করেছে। চার স্পিনারের বাংলাদেশ বলে দিচ্ছে চট্টগ্রামে কী ধরনের উইকেট অপেক্ষা করছে। যদিও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরশু সিলেট টেস্ট হারের পরও বলেছেন তাঁরা স্পোর্টিং উইকেট চান চট্টগ্রামেও।
চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে জায়গা পাওয়ার আগে তানভীর খেলছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। কিন্তু দলভুক্ত হওয়ার পর গতকাল সকালে তাঁকে দেখা যায়, মিরপুর একাডেমি মাঠে লাল বল হাতে বোলিং অনুশীলনে। যেখানে তাঁকে সহায়তা করছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহাগ গাজী।
টেস্ট দলে জায়গা পাওয়ার প্রতিক্রিয়ায় তানভীর বলেন, ‘টেস্ট দলে সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। যদি ম্যাচ খেলার সুযোগ পাই, আর বোলিং করতে পারি, নিজের সামর্থ্য দেখানোর ভালো একটা সুযোগ থাকবে। আমি চেষ্টা করব, প্রথম স্পেল থেকে ভালো কিছু করতে, যেন দলকে নিয়মিত ব্রেক-থ্রু এনে দিতে পারি। দলের পরিকল্পনা অনুযায়ী বোলিং করব।’
২০২৩ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের। এরপর তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন, তবে ম্যাচ খেলার সুযোগ পাননি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন চারটি টি-টোয়েন্টি ম্যাচ।
এবার টেস্ট দলের জন্য বিবেচনায় এলেন তানভীর ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে তাঁকে রাখা হয়েছে অতিরিক্ত বাঁহাতি স্পিনার হিসেবে। টিম ম্যানেজমেন্ট দলের স্পিন বিভাগে বৈচিত্র্য আনতে তাঁকে অন্তর্ভুক্ত করেছে। চার স্পিনারের বাংলাদেশ বলে দিচ্ছে চট্টগ্রামে কী ধরনের উইকেট অপেক্ষা করছে। যদিও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরশু সিলেট টেস্ট হারের পরও বলেছেন তাঁরা স্পোর্টিং উইকেট চান চট্টগ্রামেও।
চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে জায়গা পাওয়ার আগে তানভীর খেলছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। কিন্তু দলভুক্ত হওয়ার পর গতকাল সকালে তাঁকে দেখা যায়, মিরপুর একাডেমি মাঠে লাল বল হাতে বোলিং অনুশীলনে। যেখানে তাঁকে সহায়তা করছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহাগ গাজী।
টেস্ট দলে জায়গা পাওয়ার প্রতিক্রিয়ায় তানভীর বলেন, ‘টেস্ট দলে সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। যদি ম্যাচ খেলার সুযোগ পাই, আর বোলিং করতে পারি, নিজের সামর্থ্য দেখানোর ভালো একটা সুযোগ থাকবে। আমি চেষ্টা করব, প্রথম স্পেল থেকে ভালো কিছু করতে, যেন দলকে নিয়মিত ব্রেক-থ্রু এনে দিতে পারি। দলের পরিকল্পনা অনুযায়ী বোলিং করব।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫