ক্রীড়া ডেস্ক
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চোখ থাকবে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের। কারণ, লাহোর কালান্দার্স দলে আছেন তিন বাংলাদেশি সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পড়লেন সাকিব-মিরাজরা।
পিএসএলের ফাইনালে আজ মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দুঃসংবাদ মিলল পাকিস্তানের সংবাদমাধ্যমে। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লাহোরে আজ অনেক বৃষ্টি হতে পারে। তাপমাত্রা থাকবে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে লাহোর-কোয়েটা ফাইনালে বারবার বাগড়া দেবে বৃষ্টি। হয়তোবা আজ পুরো দিনটাই ভেসে যেতে পারে।
লাহোরের আবহাওয়া গতকাল থেকেই খারাপ। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী শহরের বিভিন্ন অংশে ধূলিঝড়, ভারী বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় সময় গতকাল বিকেল ৪টায় ঝড় আঘাত হেনেছে লাহোরে। সূর্যাস্তের আগেই ঘন কালো মেঘে আকাশ ছেয়ে যায়। দেয়াল ধসের পাশাপাশি অনেক গাছপালাও রাস্তায় পড়ে গেছে।
বৃষ্টির বাগড়ায় আজ যদি লাহোর-কোয়েটা ফাইনাল মাঠে না গড়াতে পারে, সেক্ষেত্রে থাকছে রিজার্ভ ডে। সেক্ষেত্রে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামীকাল হবে দশম পিএসএলের ফাইনাল। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৮ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ২ লাখ ডলার (২ কোটি ৪৩ লাখ টাকা)। লাহোরের নেতৃত্বে থাকছেন শাহিন শাহ আফ্রিদি ও কোয়েটার অধিনায়ক সৌদ শাকিল।
পিএসএল ফাইনাল শেষে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বুধবার শুরু হবে । সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিনটি টি-টোয়েন্টিই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। লাহোর কালান্দার্স দলে থাকা মিরাজ-রিশাদ আছেন পাকিস্তান সিরিজের দলে। আর লাহোরে এরই মধ্যে বাংলাদেশ দলের ১০ জনের একটি বহর পৌঁছে গেছেন। বহরে থাকা ৪ ক্রিকেটার হলেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চোখ থাকবে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের। কারণ, লাহোর কালান্দার্স দলে আছেন তিন বাংলাদেশি সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পড়লেন সাকিব-মিরাজরা।
পিএসএলের ফাইনালে আজ মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দুঃসংবাদ মিলল পাকিস্তানের সংবাদমাধ্যমে। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লাহোরে আজ অনেক বৃষ্টি হতে পারে। তাপমাত্রা থাকবে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে লাহোর-কোয়েটা ফাইনালে বারবার বাগড়া দেবে বৃষ্টি। হয়তোবা আজ পুরো দিনটাই ভেসে যেতে পারে।
লাহোরের আবহাওয়া গতকাল থেকেই খারাপ। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী শহরের বিভিন্ন অংশে ধূলিঝড়, ভারী বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় সময় গতকাল বিকেল ৪টায় ঝড় আঘাত হেনেছে লাহোরে। সূর্যাস্তের আগেই ঘন কালো মেঘে আকাশ ছেয়ে যায়। দেয়াল ধসের পাশাপাশি অনেক গাছপালাও রাস্তায় পড়ে গেছে।
বৃষ্টির বাগড়ায় আজ যদি লাহোর-কোয়েটা ফাইনাল মাঠে না গড়াতে পারে, সেক্ষেত্রে থাকছে রিজার্ভ ডে। সেক্ষেত্রে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামীকাল হবে দশম পিএসএলের ফাইনাল। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৮ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ২ লাখ ডলার (২ কোটি ৪৩ লাখ টাকা)। লাহোরের নেতৃত্বে থাকছেন শাহিন শাহ আফ্রিদি ও কোয়েটার অধিনায়ক সৌদ শাকিল।
পিএসএল ফাইনাল শেষে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বুধবার শুরু হবে । সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিনটি টি-টোয়েন্টিই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। লাহোর কালান্দার্স দলে থাকা মিরাজ-রিশাদ আছেন পাকিস্তান সিরিজের দলে। আর লাহোরে এরই মধ্যে বাংলাদেশ দলের ১০ জনের একটি বহর পৌঁছে গেছেন। বহরে থাকা ৪ ক্রিকেটার হলেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে