নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তান সিরিজের পরপরই কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, সেখান থেকে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শ্রীলঙ্কায়, খেলাতেই বুঁদ সাকিব আল হাসান। গ্লোবালে ব্যাটিং-বোলিংয়ে ছিলেন উজ্জ্বল। তবে এলপিএলে বড় ইনিংস না খেলতে পারলেও বোলিংয়ে ঘূর্ণি জাদু দেখাচ্ছেন নিয়মিত।
এলপিএলে বোলিংয়ে ৭ ইনিংসে ৬.১৫ ইকোনমি রেটে ৭ উইকেট, ব্যাটিংয়ে ৬ ইনিংসে ৮৫ রান। আজ প্রেমাদাসা স্টেডিয়ামে গল টাইটানসের ৭ উইকেটে জয়ের দিনে জাফনা কিংসের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এশিয়া কাপের পর উপমহাদেশেই বিশ্বকাপ, যার জন্য এলপিএল ছিল প্রস্তুতির সেরা মঞ্চ, সেটি লুফে নিয়েছেন সাকিব। টেস্ট ও টি-টোয়েন্টির পর দুই দিন আগে ওয়ানডের অধিনায়কত্বও তাঁকে দিয়েছে বিসিবি। তাই শ্রীলঙ্কায় বসে বিশ্বকাপ অধিনায়ক ভাবনাও শুরু করে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
গলের ব্যাটিং ইনিংসের সময় মাঠের পাশে উপস্থাপিকা রিধিমা পাঠককে দেওয়া বক্তব্যে তো সে রকমই ইঙ্গিত মিলল। অধিনায়কত্ব পাওয়া নিয়ে রিধিমা অভিনন্দন জানানোর পর সাকিব বললেন, ‘এটা আসলে আমার জন্য নতুন কিছু নয়। তবে আমাদের দলের জন্য ভালো একটা চ্যালেঞ্জ, এটা দেখানোর যে আমরা গত চার বছরে কতটা ভালো দল হয়ে উঠেছি। বিশ্বকাপে ভালো করার দারুণ একটা সুযোগ আমাদের সামনে।’
ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে সাকিব ছিলেন উজ্জ্বল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি বাংলাদেশ দল। তাই এবার শুধু ব্যক্তিগত নয়, দলগতভাবে ভালো কিছু দেখাতে চান সাকিবরা। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা ভালো একটা দল, এ সংস্করণে ভালো খেলছি। এখন সবাইকে দেখানোর সময় আমরা কতটা ভালো।’
আফগানিস্তান সিরিজের পরপরই কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, সেখান থেকে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শ্রীলঙ্কায়, খেলাতেই বুঁদ সাকিব আল হাসান। গ্লোবালে ব্যাটিং-বোলিংয়ে ছিলেন উজ্জ্বল। তবে এলপিএলে বড় ইনিংস না খেলতে পারলেও বোলিংয়ে ঘূর্ণি জাদু দেখাচ্ছেন নিয়মিত।
এলপিএলে বোলিংয়ে ৭ ইনিংসে ৬.১৫ ইকোনমি রেটে ৭ উইকেট, ব্যাটিংয়ে ৬ ইনিংসে ৮৫ রান। আজ প্রেমাদাসা স্টেডিয়ামে গল টাইটানসের ৭ উইকেটে জয়ের দিনে জাফনা কিংসের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এশিয়া কাপের পর উপমহাদেশেই বিশ্বকাপ, যার জন্য এলপিএল ছিল প্রস্তুতির সেরা মঞ্চ, সেটি লুফে নিয়েছেন সাকিব। টেস্ট ও টি-টোয়েন্টির পর দুই দিন আগে ওয়ানডের অধিনায়কত্বও তাঁকে দিয়েছে বিসিবি। তাই শ্রীলঙ্কায় বসে বিশ্বকাপ অধিনায়ক ভাবনাও শুরু করে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
গলের ব্যাটিং ইনিংসের সময় মাঠের পাশে উপস্থাপিকা রিধিমা পাঠককে দেওয়া বক্তব্যে তো সে রকমই ইঙ্গিত মিলল। অধিনায়কত্ব পাওয়া নিয়ে রিধিমা অভিনন্দন জানানোর পর সাকিব বললেন, ‘এটা আসলে আমার জন্য নতুন কিছু নয়। তবে আমাদের দলের জন্য ভালো একটা চ্যালেঞ্জ, এটা দেখানোর যে আমরা গত চার বছরে কতটা ভালো দল হয়ে উঠেছি। বিশ্বকাপে ভালো করার দারুণ একটা সুযোগ আমাদের সামনে।’
ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে সাকিব ছিলেন উজ্জ্বল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি বাংলাদেশ দল। তাই এবার শুধু ব্যক্তিগত নয়, দলগতভাবে ভালো কিছু দেখাতে চান সাকিবরা। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা ভালো একটা দল, এ সংস্করণে ভালো খেলছি। এখন সবাইকে দেখানোর সময় আমরা কতটা ভালো।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে