ধবলধোলাই এড়ানোর লক্ষ্য তো আজ ছিলই বাংলাদেশের। একই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ার উপলক্ষও ছিল বাংলাদেশের। নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সীমিত ওভারের ক্রিকেটে ব্ল্যাকক্যাপসদের তাঁদের মাঠে প্রথমবার হারিয়েছে বাংলাদেশ।
টস জিতে আজ ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল নিউজিল্যান্ড। ৭.২ ওভারে স্বাগতিকদের স্কোর হয়েছে ২ উইকেটে ২২ রান। সেখান থেকে তৃতীয় উইকেটে টম লাথাম-উইল ইয়ংয়ের ৫৫ বলে ৩৬ রানের জুটিতে ঘুরে দাঁড়াচ্ছিল ব্ল্যাকক্যাপসরা। নিউজিল্যান্ড অধিনায়ক লাথামকে বোল্ড করে স্বাগতিকদের ইনিংসে ভাঙন ধরানোর কাজ শুরু করেন শরীফুল ইসলাম। ৪০ রানে শেষ ৮ উইকেট হারানো নিউজিল্যান্ড ৩১.৪ ওভারে ৯৮ রানে অলআউট হয়ে যায়। শরীফুল, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার প্রত্যেকেই ৩টি করে উইকেট নিয়েছেন। ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। রান তাড়া করতে নেমে ২০৯ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ।
৯ উইকেটের জয়ে বাংলাদেশ এড়িয়েছে ধবলধোলাই। একই সঙ্গে মাউন্ট মঙ্গানুইয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে জয় পেয়েছে বাংলাদেশ। এটা ১৬ বছরের ইতিহাসে তাদের বিপক্ষে তাদের মাঠে প্রথম ওয়ানডে জয় বাংলাদেশের। দুর্দান্ত জয় পাওয়া বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক লাথাম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ আজ আমাদের বিধ্বস্ত করে দিয়েছে। এমন উইকেটে বোলাররা অনেক সুবিধা পায়। বড় জুটির দরকার ছিল। তবে আজ আমাদের শুরু থেকেই চেপে ধরেছিল তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি।’
ওয়ানডে সিরিজে লাথাম অধিনায়কত্ব করেছেন নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনের অনুপস্থিতিতে। একই সঙ্গে ছিলেন না টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ের মতো তারকারাও। উইল ও’রুর্কি, জশ ক্লার্কসন, আদিত্য অশোক—তিন ক্রিকেটারকে এই সিরিজে ওয়ানডে সংস্করণে অভিষেক করিয়েছে নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন ও’রুর্কি, যার মধ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শেষ ওভারেই নেন ৩ উইকেট। ক্লার্কসন ও অশোক ৩ ও ২ উইকেট নিয়েছেন। তিন অভিষিক্ত ক্রিকেটার সম্পর্কে লাথাম বলেন, ‘সিরিজে তিন ক্রিকেটারের অভিষেক হয়েছে। উইল ও’রুর্কি, জশ ক্লার্কসন, আদিত্য অশোক—তিনজনের জন্য সিরিজটা দারুণ ছিল।’
ধবলধোলাই এড়ানোর লক্ষ্য তো আজ ছিলই বাংলাদেশের। একই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ার উপলক্ষও ছিল বাংলাদেশের। নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সীমিত ওভারের ক্রিকেটে ব্ল্যাকক্যাপসদের তাঁদের মাঠে প্রথমবার হারিয়েছে বাংলাদেশ।
টস জিতে আজ ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল নিউজিল্যান্ড। ৭.২ ওভারে স্বাগতিকদের স্কোর হয়েছে ২ উইকেটে ২২ রান। সেখান থেকে তৃতীয় উইকেটে টম লাথাম-উইল ইয়ংয়ের ৫৫ বলে ৩৬ রানের জুটিতে ঘুরে দাঁড়াচ্ছিল ব্ল্যাকক্যাপসরা। নিউজিল্যান্ড অধিনায়ক লাথামকে বোল্ড করে স্বাগতিকদের ইনিংসে ভাঙন ধরানোর কাজ শুরু করেন শরীফুল ইসলাম। ৪০ রানে শেষ ৮ উইকেট হারানো নিউজিল্যান্ড ৩১.৪ ওভারে ৯৮ রানে অলআউট হয়ে যায়। শরীফুল, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার প্রত্যেকেই ৩টি করে উইকেট নিয়েছেন। ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। রান তাড়া করতে নেমে ২০৯ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ।
৯ উইকেটের জয়ে বাংলাদেশ এড়িয়েছে ধবলধোলাই। একই সঙ্গে মাউন্ট মঙ্গানুইয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে জয় পেয়েছে বাংলাদেশ। এটা ১৬ বছরের ইতিহাসে তাদের বিপক্ষে তাদের মাঠে প্রথম ওয়ানডে জয় বাংলাদেশের। দুর্দান্ত জয় পাওয়া বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক লাথাম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ আজ আমাদের বিধ্বস্ত করে দিয়েছে। এমন উইকেটে বোলাররা অনেক সুবিধা পায়। বড় জুটির দরকার ছিল। তবে আজ আমাদের শুরু থেকেই চেপে ধরেছিল তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি।’
ওয়ানডে সিরিজে লাথাম অধিনায়কত্ব করেছেন নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনের অনুপস্থিতিতে। একই সঙ্গে ছিলেন না টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ের মতো তারকারাও। উইল ও’রুর্কি, জশ ক্লার্কসন, আদিত্য অশোক—তিন ক্রিকেটারকে এই সিরিজে ওয়ানডে সংস্করণে অভিষেক করিয়েছে নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন ও’রুর্কি, যার মধ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শেষ ওভারেই নেন ৩ উইকেট। ক্লার্কসন ও অশোক ৩ ও ২ উইকেট নিয়েছেন। তিন অভিষিক্ত ক্রিকেটার সম্পর্কে লাথাম বলেন, ‘সিরিজে তিন ক্রিকেটারের অভিষেক হয়েছে। উইল ও’রুর্কি, জশ ক্লার্কসন, আদিত্য অশোক—তিনজনের জন্য সিরিজটা দারুণ ছিল।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫