চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তিন অঙ্ক ছুঁয়েছেন দীনেশ চান্দিমালও। এই দুজনের ১৯৩ রানের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে ধীরে ধীরে চাপে পড়ছে বাংলাদেশ। একটা সময় বাংলাদেশের বিপক্ষে কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেরা এভাবে উইকেটে মাটি কামড়ে পড়ে থাকতেন। শ্রীলঙ্কার চতুর্থ দিনের ব্যাটিংয়ে ঢাকা টেস্টে যেন সাঙ্গা-মাহেলার স্মৃতি ফিরিয়ে এনেছেন ম্যাথুস-চান্দিমাল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৪৫৯ রান। বাংলাদেশের চেয়ে এগিয়ে ৯৪ রানে।। ম্যাথুস ১২৩ রান ও চান্দিমাল ১২০ রানে উইকেটে আছেন। আজকের দিনে এখন পর্যন্ত উইকেট পাননি বাংলাদেশি বোলাররা। শ্রীলঙ্কার লিড প্রায় ১০০ ছুঁইছুঁই। হাতে আছে আরও ৫ উইকেট।
ম্যাথুসের সেঞ্চুরির পর অবশ্য একটি সুযোগ এসেছিল বাংলাদেশের। সুযোগটা শেষ পর্যন্ত কাজে লাগেনি। ১৪৪তম ওভারে মোসাদ্দেক হোসেনের বলে এলবিডব্লুর আবেদন হলে আউট দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে জিতে যায় শ্রীলঙ্কা। টিভি রিপ্লেতে দেখা যায়, সুইপ করা ম্যাথুসের ব্যাটে লেগেছে বল।
এর আগে ৫ উইকেটে ২৮২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে তৃতীয় দিন প্রায় তিন ঘণ্টা বল মাঠে না গড়ানোয় আজ ৩০ মিনিট আগে শুরু হয়েছে দিনের খেলা। শুরু থেকেই বেশ সতর্কভাবে ব্যাটিং করেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার চান্দিমাল ও ম্যাথুস। তাঁদের ওপর কোনো চাপ তৈরি করতে পারেননি বাংলাদেশের বোলাররা। বিচ্ছিন্ন কিছু আবেদন হলেও ভালো সুযোগ তৈরি করতে পারেননি সাকিব-তাইজুলরা।
পানি পানের বিরতির পর বল হাতে নেন অধিনায়ক মুমিনুল হক। ওভারের চতুর্থ বলে কিছুটা সম্ভাবনা জেগেছিল, কিন্তু পরে চান্দিমাল রিভিউ নিলে দেখা যায় ব্যাটে স্পর্শ করেনি বল।
চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তিন অঙ্ক ছুঁয়েছেন দীনেশ চান্দিমালও। এই দুজনের ১৯৩ রানের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে ধীরে ধীরে চাপে পড়ছে বাংলাদেশ। একটা সময় বাংলাদেশের বিপক্ষে কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেরা এভাবে উইকেটে মাটি কামড়ে পড়ে থাকতেন। শ্রীলঙ্কার চতুর্থ দিনের ব্যাটিংয়ে ঢাকা টেস্টে যেন সাঙ্গা-মাহেলার স্মৃতি ফিরিয়ে এনেছেন ম্যাথুস-চান্দিমাল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৪৫৯ রান। বাংলাদেশের চেয়ে এগিয়ে ৯৪ রানে।। ম্যাথুস ১২৩ রান ও চান্দিমাল ১২০ রানে উইকেটে আছেন। আজকের দিনে এখন পর্যন্ত উইকেট পাননি বাংলাদেশি বোলাররা। শ্রীলঙ্কার লিড প্রায় ১০০ ছুঁইছুঁই। হাতে আছে আরও ৫ উইকেট।
ম্যাথুসের সেঞ্চুরির পর অবশ্য একটি সুযোগ এসেছিল বাংলাদেশের। সুযোগটা শেষ পর্যন্ত কাজে লাগেনি। ১৪৪তম ওভারে মোসাদ্দেক হোসেনের বলে এলবিডব্লুর আবেদন হলে আউট দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে জিতে যায় শ্রীলঙ্কা। টিভি রিপ্লেতে দেখা যায়, সুইপ করা ম্যাথুসের ব্যাটে লেগেছে বল।
এর আগে ৫ উইকেটে ২৮২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে তৃতীয় দিন প্রায় তিন ঘণ্টা বল মাঠে না গড়ানোয় আজ ৩০ মিনিট আগে শুরু হয়েছে দিনের খেলা। শুরু থেকেই বেশ সতর্কভাবে ব্যাটিং করেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার চান্দিমাল ও ম্যাথুস। তাঁদের ওপর কোনো চাপ তৈরি করতে পারেননি বাংলাদেশের বোলাররা। বিচ্ছিন্ন কিছু আবেদন হলেও ভালো সুযোগ তৈরি করতে পারেননি সাকিব-তাইজুলরা।
পানি পানের বিরতির পর বল হাতে নেন অধিনায়ক মুমিনুল হক। ওভারের চতুর্থ বলে কিছুটা সম্ভাবনা জেগেছিল, কিন্তু পরে চান্দিমাল রিভিউ নিলে দেখা যায় ব্যাটে স্পর্শ করেনি বল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫