ক্রীড়া ডেস্ক
নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে রেকর্ড ভাঙা গড়ার খেলায় নেমেছে বাংলাদেশ। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড গড়ে চলেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ নতুন এক রেকর্ড গড়েছে জ্যোতির দল।
বাছাইপর্বের তিন ম্যাচের তিনটিতে জিতে বিশ্বকাপের মূল পর্বের কাছাকাছি এখন বাংলাদেশ। এলসিসিএ গ্রাউন্ডে আজ জ্যোতিরা খেলছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া বাংলাদেশ ১৬ রানে হারায় প্রথম উইকেট। দ্বিতীয় উইকেটে ১৩৯ বলে ১১৮ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। ক্যারিবীয়দের বিপক্ষে এটা ওয়ানডেতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগে সর্বোচ্চ ৬২ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ করেছিল এ বছরের জানুয়ারিতে সেন্ট কিটসে। সেবারও দ্বিতীয় উইকেটেই জুটি গড়েছিলেন পিংকি ও সুপ্তা।
সুপ্তা-পিংকির রেকর্ড জুটি ভাঙার পরই আজ হোঁচট খাচ্ছে বাংলাদেশ। ২৮তম ওভারের তৃতীয় বলে পিংকিকে ফিরিয়ে জুটি ভাঙেন আলিয়া অ্যালেইনে। ৭৮ বলে ৩ চারে ৪২ রান করেন পিংকি। একই ওভারের পঞ্চম বলে সুপ্তাকে ফিরিয়েছেন অ্যালেইনে। সুপ্তা ৭৯ বলে ১০ চারে ৬৭ রান করেছেন। অ্যালেইনে এরপর ফিরিয়েছেন জ্যোতিকে। বাংলাদেশ অধিনায়ক ১০ বলে করেন ৫ চার। কোনো বাউন্ডারি মারতে পারেননি। অ্যালেইনের তিন উইকেটের মধ্যে পিংকিকে করেছেন কট এন্ড বোল্ড। সুপ্তা, জ্যোতি দুজনেই বোল্ড আউট হয়েছেন।
অ্যালেইনের তোপে ৮ রানে ৩ উইকেট হারিয়ে ৩১.২ ওভারে ৪ উইকেটে ১৪২ রানে পরিণত হয় বাংলাদেশ। এখন রিতু মণি ৭ আর স্বর্ণা আক্তার ৬ রানে ব্যাটিং করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৩৪ ওভারে ৪ উইকেটে করেছে ১৫২ রান। আজকে জিতলেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটবে বাংলাদেশ। হারলেও সুযোগ থাকবে জ্যোতিদের।
ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ ২৭৬ রান বাংলাদেশ করেছে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পরশু স্কটল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৬ রান করে জ্যোতির দল। নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ২৭১ রান বাংলাদেশ করেছে এবারই। ১০ এপ্রিল এলসিসিএ গ্রাউন্ডে জ্যোতিদের প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। থাই মেয়েদের ১৭৮ রানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড বাংলাদেশ গড়ে এই ম্যাচেই।
নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও বাংলাদেশ করেছে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বেই। ১৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়া করে ৪৮.৪ ওভারে ৮ উইকেটে ২৪০ রান করে বাংলাদেশ।
নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে রেকর্ড ভাঙা গড়ার খেলায় নেমেছে বাংলাদেশ। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড গড়ে চলেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ নতুন এক রেকর্ড গড়েছে জ্যোতির দল।
বাছাইপর্বের তিন ম্যাচের তিনটিতে জিতে বিশ্বকাপের মূল পর্বের কাছাকাছি এখন বাংলাদেশ। এলসিসিএ গ্রাউন্ডে আজ জ্যোতিরা খেলছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া বাংলাদেশ ১৬ রানে হারায় প্রথম উইকেট। দ্বিতীয় উইকেটে ১৩৯ বলে ১১৮ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। ক্যারিবীয়দের বিপক্ষে এটা ওয়ানডেতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগে সর্বোচ্চ ৬২ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ করেছিল এ বছরের জানুয়ারিতে সেন্ট কিটসে। সেবারও দ্বিতীয় উইকেটেই জুটি গড়েছিলেন পিংকি ও সুপ্তা।
সুপ্তা-পিংকির রেকর্ড জুটি ভাঙার পরই আজ হোঁচট খাচ্ছে বাংলাদেশ। ২৮তম ওভারের তৃতীয় বলে পিংকিকে ফিরিয়ে জুটি ভাঙেন আলিয়া অ্যালেইনে। ৭৮ বলে ৩ চারে ৪২ রান করেন পিংকি। একই ওভারের পঞ্চম বলে সুপ্তাকে ফিরিয়েছেন অ্যালেইনে। সুপ্তা ৭৯ বলে ১০ চারে ৬৭ রান করেছেন। অ্যালেইনে এরপর ফিরিয়েছেন জ্যোতিকে। বাংলাদেশ অধিনায়ক ১০ বলে করেন ৫ চার। কোনো বাউন্ডারি মারতে পারেননি। অ্যালেইনের তিন উইকেটের মধ্যে পিংকিকে করেছেন কট এন্ড বোল্ড। সুপ্তা, জ্যোতি দুজনেই বোল্ড আউট হয়েছেন।
অ্যালেইনের তোপে ৮ রানে ৩ উইকেট হারিয়ে ৩১.২ ওভারে ৪ উইকেটে ১৪২ রানে পরিণত হয় বাংলাদেশ। এখন রিতু মণি ৭ আর স্বর্ণা আক্তার ৬ রানে ব্যাটিং করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৩৪ ওভারে ৪ উইকেটে করেছে ১৫২ রান। আজকে জিতলেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটবে বাংলাদেশ। হারলেও সুযোগ থাকবে জ্যোতিদের।
ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ ২৭৬ রান বাংলাদেশ করেছে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পরশু স্কটল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৬ রান করে জ্যোতির দল। নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ২৭১ রান বাংলাদেশ করেছে এবারই। ১০ এপ্রিল এলসিসিএ গ্রাউন্ডে জ্যোতিদের প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। থাই মেয়েদের ১৭৮ রানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড বাংলাদেশ গড়ে এই ম্যাচেই।
নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও বাংলাদেশ করেছে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বেই। ১৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়া করে ৪৮.৪ ওভারে ৮ উইকেটে ২৪০ রান করে বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে