ঢাকা: ২৩তম ওভারের খেলা চলছিল তখন। ২ উইকেটে ৯৯ রান করা বাংলাদেশ ভালোই এগোচ্ছিল। কিন্তু তখনই পরপর দুই বলে তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দলকে পথ দেখান মুশফিকুর রহিম। ১০৯ রানের জুটিতে ব্যাটিংয়ের হাল ধরেছিলেন এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। কিন্তু শতকের সম্ভাবনা জাগিয়েও ৮৪ রান করে ফিরে গেছেন মুশফিক।
আজ মিরপুরে টস জেতা বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটাও অবশ্য ভালো হয়নি। প্রথম রানটা আসে ইসুরু উদানার ওয়াইড থেকে। ওভারে শেষ বলে চার মেরে রানের খাতা খোলেন তামিম ইকবাল। দুঃসময়ের বৃত্তে থাকা লিটন দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগে অলস এক শটে ধরা পড়েন উইকেটকিপারে হাতে। সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতেও শূন্য রানে ফিরেছিলেন তিনি। এটি ওয়ানডেতে সর্বশেষ সাত ইনিংসে লিটনের তৃতীয় শূন্য। সর্বশেষ ৭ ওয়ানডেতে ৭.৫ গড়ে ৭৬ রান করেছেন এই ওপেনার।
নিউজিল্যান্ড সিরিজে ছুটিতে থাকা সাকিবের ফেরাটাও খুব একটা রঙিন হয়নি। এদিন সাকিব খেলতে নেমেছিলেন পছন্দের তিন নম্বর পজিশনে। দুশমন্থ চামিরাকে কাভার দিয়ে দুর্দান্ত ড্রাইভে চার মেরে শুরুটা ভালোই করেছিলেন সাকিব। চার মেরে শুরু করলেও উইকেটে মোটেই সাবলীল ছিলেন না সাকিব। জড়তা কাটাতে উইকেট থেকে বেরিয়ে মারতে গিয়ে পাথুম নিশাঙ্কার হাতে ধরা পড়েন লং অনে। ৩৪ বলে ১৫ রানে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
একপ্রান্ত উইকেট আগলে রেখেছিলেন অধিনায়ক তামিম। ক্যারিয়ারের ৫১তম ফিফটি তুলে নেয়া তামিম ইনিংস বড় করতে ব্যর্থ হয়ে ফিরেছেন দলের ৯৯ রানে। সর্বশেষ ৬ ওয়ানডেতে তামিমের এটি চতুর্থ ফিফটি। পরের বলেই ধনাঞ্জয়া ডি সিলভার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মোহাম্মদ মিঠুন। বিপদে পড়া দলের হাল ধরেন মুশফিক ও মাহমুদউল্লাহ। ওয়ানডেতে নিজের ৪০তম ফিফটি পেয়েছেন মুশফিক।
ঢাকা: ২৩তম ওভারের খেলা চলছিল তখন। ২ উইকেটে ৯৯ রান করা বাংলাদেশ ভালোই এগোচ্ছিল। কিন্তু তখনই পরপর দুই বলে তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দলকে পথ দেখান মুশফিকুর রহিম। ১০৯ রানের জুটিতে ব্যাটিংয়ের হাল ধরেছিলেন এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। কিন্তু শতকের সম্ভাবনা জাগিয়েও ৮৪ রান করে ফিরে গেছেন মুশফিক।
আজ মিরপুরে টস জেতা বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটাও অবশ্য ভালো হয়নি। প্রথম রানটা আসে ইসুরু উদানার ওয়াইড থেকে। ওভারে শেষ বলে চার মেরে রানের খাতা খোলেন তামিম ইকবাল। দুঃসময়ের বৃত্তে থাকা লিটন দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগে অলস এক শটে ধরা পড়েন উইকেটকিপারে হাতে। সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতেও শূন্য রানে ফিরেছিলেন তিনি। এটি ওয়ানডেতে সর্বশেষ সাত ইনিংসে লিটনের তৃতীয় শূন্য। সর্বশেষ ৭ ওয়ানডেতে ৭.৫ গড়ে ৭৬ রান করেছেন এই ওপেনার।
নিউজিল্যান্ড সিরিজে ছুটিতে থাকা সাকিবের ফেরাটাও খুব একটা রঙিন হয়নি। এদিন সাকিব খেলতে নেমেছিলেন পছন্দের তিন নম্বর পজিশনে। দুশমন্থ চামিরাকে কাভার দিয়ে দুর্দান্ত ড্রাইভে চার মেরে শুরুটা ভালোই করেছিলেন সাকিব। চার মেরে শুরু করলেও উইকেটে মোটেই সাবলীল ছিলেন না সাকিব। জড়তা কাটাতে উইকেট থেকে বেরিয়ে মারতে গিয়ে পাথুম নিশাঙ্কার হাতে ধরা পড়েন লং অনে। ৩৪ বলে ১৫ রানে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
একপ্রান্ত উইকেট আগলে রেখেছিলেন অধিনায়ক তামিম। ক্যারিয়ারের ৫১তম ফিফটি তুলে নেয়া তামিম ইনিংস বড় করতে ব্যর্থ হয়ে ফিরেছেন দলের ৯৯ রানে। সর্বশেষ ৬ ওয়ানডেতে তামিমের এটি চতুর্থ ফিফটি। পরের বলেই ধনাঞ্জয়া ডি সিলভার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মোহাম্মদ মিঠুন। বিপদে পড়া দলের হাল ধরেন মুশফিক ও মাহমুদউল্লাহ। ওয়ানডেতে নিজের ৪০তম ফিফটি পেয়েছেন মুশফিক।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫