ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে জিতলে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে যেত শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের প্রায় জিতিয়েই দিয়েছিলেন জানিথ লিয়ানাগে। তবে প্রাণপণে লড়েও শেষ পর্যন্ত স্বাগতিকদের জেতাতে পারেননি লিয়ানাগে।
২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার স্কোর একটা পর্যায়ে হয়ে যায় ৩৮.৩ ওভারে ৮ উইকেটে ১৭০ রান। তখন ঢাল হয়ে দাঁড়িয়ে যান লিয়ানাগে। নবম উইকেটে দুষ্মন্ত চামিরার সঙ্গে ৫৩ বলে ৫৮ রানের জুটি গড়তে অবদান রাখেন লিয়ানাগে। হাতে ২ উইকেট নিয়ে শেষ ১৭ বলে শ্রীলঙ্কার যখন ২১ রান দরকার, তখন লিয়ানাগে তালগোল পাকিয়ে ফেলেন। ৪৮তম ওভারের দ্বিতীয় বলে লঙ্কান ব্যাটার মোস্তাফিজুর রহমানের স্লোয়ারে বিভ্রান্ত হয়ে কট এন্ড বোল্ডের শিকার হয়েছেন।
৮৫ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৮ রানের ইনিংস খেলে লিয়ানাগে বিদায় নিলে শ্রীলঙ্কার জয়ের আশা সেখানেই শেষ হয়ে যায়। লঙ্কানরা এরপর ৪৮.৫ ওভারে ২৩২ রানে অলআউট হয়ে যায়। ১৬ রানে ম্যাচ হারের পর দায়টা নিজের কাঁধেই তুলে নিচ্ছেন লিয়ানাগে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লঙ্কান এই ব্যাটার বলেন, ‘এসব পরিস্থিতিতে কী করতে হবে, সেই ব্যাপারে কোচদের সঙ্গে কথা বলেছি বারবার। তারা একটা কথা বলেছেন, যদি বাকি ব্যাটাররা আউট হয়, তাহলে আমি টিকে থেকে বড় শট খেলব। ভেবেছিলাম আমি শেষ পর্যন্ত টিকলে ম্যাচটা জিততে পারতাম।’
লিয়ানাগে যে ৭৮ রান করেছেন, তাতে বাংলাদেশের ফিল্ডারদেরও অবদান রয়েছে। ব্যক্তিগত ২৮ ও ৪২ রানে লিয়ানাগে জীবন পেয়েছেন জাকের আলী অনিক ও রিশাদ হোসেনের ক্যাচ মিসের কারণে। তবে শেষ পর্যন্ত দলকে জেতাতে না পারায় আফসোস করছেন লঙ্কান এই ব্যাটার। সংবাদ সম্মেলনে লিয়ানাগে বলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম মোস্তাফিজের বিপক্ষে তেমন ঝুঁকি না নিয়ে অন্যান্য ওভার থেকে রান বের করতে। তবে সেটা কাজে দেয়নি। দুষ্মন্ত চামিরা আমাকে দারুণভাবে সমর্থন দিয়েছে। আমি টিকলে থাকলে ম্যাচটা নিশ্চিতভাবে জিততে পারতাম। চামিরা দারুণ খেলেছে। ভুলটা আমিই করেছিলাম।’
জয়ের লক্ষ্যে নেমে গতকাল প্রেমাদাসায় বিস্ফোরক শুরু করে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের বিধ্বংসী ব্যাটিংয়ে (২০ বলে ফিফটি) প্রথম ৯ ওভারে ১ উইকেটে ৭৪ রান করে ফেলে লঙ্কানরা। তবে তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারীর ঘূর্ণিজাদুতে চোখে সর্ষেফুল দেখতে থাকে লঙ্কানরা। শ্রীলঙ্কার ১০ উইকেটের মধ্যে এই তিন স্পিনার নিয়েছেন ৭ উইকেট। যার মধ্যে তানভীর নিয়েছেন ৫ উইকেট। বলতে গেলে বাংলাদেশের কাছে গতকাল বেশির ভাগ লঙ্কান ক্রিকেটার উইকেট উপহার দিয়েছেন।
১৬ রানে হারের পর শ্রীলঙ্কার ব্যাটারদের কাঠগড়ায় তুললেন লিয়ানাগে। ২৯ বছর বয়সী লঙ্কান ব্যাটার বলেন, ‘আমরা ছোটখাটো ভুল করেছি। ম্যাচটা সেখানেই হেরেছি। ব্যাটিং বিভাগকে সেই দায়ভার নিতে হবে। আমরা জানি ম্যাচ যত এগোতে থাকে, প্রেমাদাসার উইকেটে স্পিন তত বেশি কার্যকরী হয়। এটাকে কোনো অজুহাত দিতে চাচ্ছি না আমরা।’
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। পাল্লেকেলেতে পরশু তৃতীয় ওয়ানডেতে জিতলেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাঠে ওয়ানতে সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। সবশেষ ২০২৪ সালে বাংলাদেশ নিজেদের মাঠে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে লঙ্কানদের বিপক্ষে।
বাংলাদেশের বিপক্ষে জিতলে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে যেত শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের প্রায় জিতিয়েই দিয়েছিলেন জানিথ লিয়ানাগে। তবে প্রাণপণে লড়েও শেষ পর্যন্ত স্বাগতিকদের জেতাতে পারেননি লিয়ানাগে।
২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার স্কোর একটা পর্যায়ে হয়ে যায় ৩৮.৩ ওভারে ৮ উইকেটে ১৭০ রান। তখন ঢাল হয়ে দাঁড়িয়ে যান লিয়ানাগে। নবম উইকেটে দুষ্মন্ত চামিরার সঙ্গে ৫৩ বলে ৫৮ রানের জুটি গড়তে অবদান রাখেন লিয়ানাগে। হাতে ২ উইকেট নিয়ে শেষ ১৭ বলে শ্রীলঙ্কার যখন ২১ রান দরকার, তখন লিয়ানাগে তালগোল পাকিয়ে ফেলেন। ৪৮তম ওভারের দ্বিতীয় বলে লঙ্কান ব্যাটার মোস্তাফিজুর রহমানের স্লোয়ারে বিভ্রান্ত হয়ে কট এন্ড বোল্ডের শিকার হয়েছেন।
৮৫ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৮ রানের ইনিংস খেলে লিয়ানাগে বিদায় নিলে শ্রীলঙ্কার জয়ের আশা সেখানেই শেষ হয়ে যায়। লঙ্কানরা এরপর ৪৮.৫ ওভারে ২৩২ রানে অলআউট হয়ে যায়। ১৬ রানে ম্যাচ হারের পর দায়টা নিজের কাঁধেই তুলে নিচ্ছেন লিয়ানাগে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লঙ্কান এই ব্যাটার বলেন, ‘এসব পরিস্থিতিতে কী করতে হবে, সেই ব্যাপারে কোচদের সঙ্গে কথা বলেছি বারবার। তারা একটা কথা বলেছেন, যদি বাকি ব্যাটাররা আউট হয়, তাহলে আমি টিকে থেকে বড় শট খেলব। ভেবেছিলাম আমি শেষ পর্যন্ত টিকলে ম্যাচটা জিততে পারতাম।’
লিয়ানাগে যে ৭৮ রান করেছেন, তাতে বাংলাদেশের ফিল্ডারদেরও অবদান রয়েছে। ব্যক্তিগত ২৮ ও ৪২ রানে লিয়ানাগে জীবন পেয়েছেন জাকের আলী অনিক ও রিশাদ হোসেনের ক্যাচ মিসের কারণে। তবে শেষ পর্যন্ত দলকে জেতাতে না পারায় আফসোস করছেন লঙ্কান এই ব্যাটার। সংবাদ সম্মেলনে লিয়ানাগে বলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম মোস্তাফিজের বিপক্ষে তেমন ঝুঁকি না নিয়ে অন্যান্য ওভার থেকে রান বের করতে। তবে সেটা কাজে দেয়নি। দুষ্মন্ত চামিরা আমাকে দারুণভাবে সমর্থন দিয়েছে। আমি টিকলে থাকলে ম্যাচটা নিশ্চিতভাবে জিততে পারতাম। চামিরা দারুণ খেলেছে। ভুলটা আমিই করেছিলাম।’
জয়ের লক্ষ্যে নেমে গতকাল প্রেমাদাসায় বিস্ফোরক শুরু করে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের বিধ্বংসী ব্যাটিংয়ে (২০ বলে ফিফটি) প্রথম ৯ ওভারে ১ উইকেটে ৭৪ রান করে ফেলে লঙ্কানরা। তবে তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারীর ঘূর্ণিজাদুতে চোখে সর্ষেফুল দেখতে থাকে লঙ্কানরা। শ্রীলঙ্কার ১০ উইকেটের মধ্যে এই তিন স্পিনার নিয়েছেন ৭ উইকেট। যার মধ্যে তানভীর নিয়েছেন ৫ উইকেট। বলতে গেলে বাংলাদেশের কাছে গতকাল বেশির ভাগ লঙ্কান ক্রিকেটার উইকেট উপহার দিয়েছেন।
১৬ রানে হারের পর শ্রীলঙ্কার ব্যাটারদের কাঠগড়ায় তুললেন লিয়ানাগে। ২৯ বছর বয়সী লঙ্কান ব্যাটার বলেন, ‘আমরা ছোটখাটো ভুল করেছি। ম্যাচটা সেখানেই হেরেছি। ব্যাটিং বিভাগকে সেই দায়ভার নিতে হবে। আমরা জানি ম্যাচ যত এগোতে থাকে, প্রেমাদাসার উইকেটে স্পিন তত বেশি কার্যকরী হয়। এটাকে কোনো অজুহাত দিতে চাচ্ছি না আমরা।’
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। পাল্লেকেলেতে পরশু তৃতীয় ওয়ানডেতে জিতলেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাঠে ওয়ানতে সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। সবশেষ ২০২৪ সালে বাংলাদেশ নিজেদের মাঠে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে লঙ্কানদের বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে