নিজস্ব প্রতিবেদক, কানপুর থেকে
ম্যাচের আগের দিন গতকাল দুপুর থেকে সারা দিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে কানপুরে। রাতে হয়েছে ভারী বৃষ্টি। স্টেডিয়ামে আসার পথে জমে আছে থোকায় থোকায় পানি। আষ্টে কাদা তো রয়েছেই, মাঠে ঢুকেই চোখ পড়ল ম্যাচের উইকেটে। ছিল ত্রিপলে ঢাকা। আকাশ এখনো মেঘলা। তবে নেই বৃষ্টি। উইকেটের আবরণ সরিয়ে নেওয়া হয়েছে কানপুরে স্থানীয় সময় ৯টার আগে। মাঠকর্মীরা প্রাণান্তকর চেষ্টা করছেন মাঠ প্রস্তুত করতে। সুপার সপার দিয়ে সেচে ফেলা হচ্ছে ঘাসের কোনায় জমে থাকা পানি। কাজ চলছে জোরেশোরে।
বাংলাদেশ দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে আর ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর, পেস বোলিং কোচ মরনে মরকেল উইকেটে দাঁড়িয়ে ম্যাচের চতুর্থ আম্পায়ার বীরেন্দ্র শর্মার সঙ্গে কথাবার্তা বলেছেন। কিছু সময় হাথুরুসিংহেও কথা বলেন এই ম্যাচ কর্মকর্তার সঙ্গে। ম্যাচ কর্মকর্তা সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচ কর্মকর্তারা মাঠ পরিদর্শন করবেন। তার পরই মাঠে কখন টস হতে পারে, সেই সময় চূড়ান্ত করবেন তাঁরা।
এদিকে কানপুর টেস্টকে কেন্দ্র করে পুরো গ্রিন পার্ক স্টেডিয়ামের ১ কিলোমিটার এলাকাকে ‘ফুলপ্রুফ’ চেকিং জোন হিসেবে ঘোষণা করেছে কানপুর পুলিশ। রাস্তার একাধিক প্রবেশদ্বারে ট্রাফিক ডাইভারশন দিয়ে রাখা হয়েছে। স্টেডিয়ামে আসার সময় দর্শকদের একাধিকবার চেকিং করা হচ্ছে।
ম্যাচের আগের দিন গতকাল দুপুর থেকে সারা দিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে কানপুরে। রাতে হয়েছে ভারী বৃষ্টি। স্টেডিয়ামে আসার পথে জমে আছে থোকায় থোকায় পানি। আষ্টে কাদা তো রয়েছেই, মাঠে ঢুকেই চোখ পড়ল ম্যাচের উইকেটে। ছিল ত্রিপলে ঢাকা। আকাশ এখনো মেঘলা। তবে নেই বৃষ্টি। উইকেটের আবরণ সরিয়ে নেওয়া হয়েছে কানপুরে স্থানীয় সময় ৯টার আগে। মাঠকর্মীরা প্রাণান্তকর চেষ্টা করছেন মাঠ প্রস্তুত করতে। সুপার সপার দিয়ে সেচে ফেলা হচ্ছে ঘাসের কোনায় জমে থাকা পানি। কাজ চলছে জোরেশোরে।
বাংলাদেশ দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে আর ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর, পেস বোলিং কোচ মরনে মরকেল উইকেটে দাঁড়িয়ে ম্যাচের চতুর্থ আম্পায়ার বীরেন্দ্র শর্মার সঙ্গে কথাবার্তা বলেছেন। কিছু সময় হাথুরুসিংহেও কথা বলেন এই ম্যাচ কর্মকর্তার সঙ্গে। ম্যাচ কর্মকর্তা সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচ কর্মকর্তারা মাঠ পরিদর্শন করবেন। তার পরই মাঠে কখন টস হতে পারে, সেই সময় চূড়ান্ত করবেন তাঁরা।
এদিকে কানপুর টেস্টকে কেন্দ্র করে পুরো গ্রিন পার্ক স্টেডিয়ামের ১ কিলোমিটার এলাকাকে ‘ফুলপ্রুফ’ চেকিং জোন হিসেবে ঘোষণা করেছে কানপুর পুলিশ। রাস্তার একাধিক প্রবেশদ্বারে ট্রাফিক ডাইভারশন দিয়ে রাখা হয়েছে। স্টেডিয়ামে আসার সময় দর্শকদের একাধিকবার চেকিং করা হচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫