নিজস্ব প্রতিবেদক
১৯৯৯ সালে বিশ্বকাপ ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশের। তখন থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্রিকেটের যতগুলো বৈশ্বিক আসর বসেছে, সবকটিতেই ছিলেন চট্টগ্রামের প্রতিনিধি।
তবে এবার তামিম ইকবাল নিজেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে নেওয়ায় সেই ধারাবাহিকতায় ছেদ পড়ছে। দেশসেরা ওপেনারের অনুপস্থিতিতে প্রথমবার চট্টগ্রামের খেলায়াড় ছাড়াই বিশ্বকাপ খেলতে নামছে বাংলাদেশ।
তামিম বিশ্বকাপ খেলতে না চাওয়ার পর থেকেই চট্টলাবাসীর মনে হাহাকার। এ নিয়ে সম্প্রতি ‘চাটগাঁইয়া পোয়া নাই, মানিত ন পারির’ শিরোনামে আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
আজ বিকেলে সেই স্লোগানেই বন্দর নগরীর কাজির দেউড়ি এলাকায় তামিমের বাসভবনের সামনে মানববন্ধন করলেন চট্টগ্রামের ক্রিকেট অনুরাগীরা। ‘ঘরের ছেলে’ তামিমকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তাঁরা। ব্যানারে লিখেছেন, ‘তামিমকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ মানি না, মানব না।’
‘ক্রিকেটপ্রেমী চট্টগ্রামবাসী’ নামের একটি সংগঠনের সদস্যদের দাবি, তামিম ষড়যন্ত্রের শিকার। বিসিবির ওপর অভিমান করে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। ২০১৭ সালে টি-টোয়েন্টি থেকে মাশরাফি বিন মুর্তজা এবং গত জুলাইয়ে টেস্ট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের সঙ্গে তামিমের মিল খুঁজে পাচ্ছেন তাঁরা।
তামিমকে দলে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন চট্টগ্রামবাসী। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দিয়েছেন তাঁরা।
সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে এবং ওমর কাইয়ুম ও নিজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জাকির হোসেন, মো. মামুন, মিঠুন বৈষ্ণব, মো. বেলাল, হামিদ, জাসেদ খান জাসু, মো. ফরিদ, লিমন চৌধুরী বাপ্পা, গাজী রিফাত, মহিউদ্দিন আবসার, কামরুজ্জামান, মো. জুয়েল, ওমর ফারুক প্রমুখ।
১৯৯৯ সালে বিশ্বকাপ ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশের। তখন থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্রিকেটের যতগুলো বৈশ্বিক আসর বসেছে, সবকটিতেই ছিলেন চট্টগ্রামের প্রতিনিধি।
তবে এবার তামিম ইকবাল নিজেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে নেওয়ায় সেই ধারাবাহিকতায় ছেদ পড়ছে। দেশসেরা ওপেনারের অনুপস্থিতিতে প্রথমবার চট্টগ্রামের খেলায়াড় ছাড়াই বিশ্বকাপ খেলতে নামছে বাংলাদেশ।
তামিম বিশ্বকাপ খেলতে না চাওয়ার পর থেকেই চট্টলাবাসীর মনে হাহাকার। এ নিয়ে সম্প্রতি ‘চাটগাঁইয়া পোয়া নাই, মানিত ন পারির’ শিরোনামে আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
আজ বিকেলে সেই স্লোগানেই বন্দর নগরীর কাজির দেউড়ি এলাকায় তামিমের বাসভবনের সামনে মানববন্ধন করলেন চট্টগ্রামের ক্রিকেট অনুরাগীরা। ‘ঘরের ছেলে’ তামিমকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তাঁরা। ব্যানারে লিখেছেন, ‘তামিমকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ মানি না, মানব না।’
‘ক্রিকেটপ্রেমী চট্টগ্রামবাসী’ নামের একটি সংগঠনের সদস্যদের দাবি, তামিম ষড়যন্ত্রের শিকার। বিসিবির ওপর অভিমান করে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। ২০১৭ সালে টি-টোয়েন্টি থেকে মাশরাফি বিন মুর্তজা এবং গত জুলাইয়ে টেস্ট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের সঙ্গে তামিমের মিল খুঁজে পাচ্ছেন তাঁরা।
তামিমকে দলে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন চট্টগ্রামবাসী। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দিয়েছেন তাঁরা।
সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে এবং ওমর কাইয়ুম ও নিজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জাকির হোসেন, মো. মামুন, মিঠুন বৈষ্ণব, মো. বেলাল, হামিদ, জাসেদ খান জাসু, মো. ফরিদ, লিমন চৌধুরী বাপ্পা, গাজী রিফাত, মহিউদ্দিন আবসার, কামরুজ্জামান, মো. জুয়েল, ওমর ফারুক প্রমুখ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫