নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজনীতি, ব্যবসা, খেলা, পরিবার—বাংলাদেশে সবই একসঙ্গে সামলাতে হয় সাকিব আল হাসানকে। এত ব্যস্ততায় সামাজিক মাধ্যমে খুব বেশি সময় দেওয়ার সুযোগ হয় না এই অলরাউন্ডারের। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে চলা আলোচনা-সমালোচনা সেভাবে দেখা হয় না তাঁর। তবে সাকিব জানিয়েছেন, আমেরিকায় থাকলে এসব আলোচনা চোখে পড়ে তাঁর। কারণ, সেখানে থাকলে ফেসবুকেই বেশি সময় কাটানো হয় সাকিবের।
যুক্তরাষ্ট্র থেকে দ্রুতই দেশে ফেরার কথা সাকিবের। দেশে ফিরে ডিপিএলের সুপার লিগ খেলতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দেওয়ার কথা তাঁর। তবে আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচে বাংলাদেশ দল পাবে না তাঁকে। এ ব্যাপারে চলছে ব্যাপক আলোচনা। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে সাকিব আজ বললেন, ‘আমেরিকায় থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পাই না। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায়, মানুষ কত রকম চিন্তা করতে পারে। যা হয়েছে বিসিবি আর আমার আলোচনার মধ্যেই হয়েছে। কারণ, আমাদের অন্যান্য খেলোয়াড়েরও দেখা জরুরি। বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কী অবস্থায় থাকতে হবে, সেই প্রস্তুতিটা নিতে পারি।’
সাকিব জানিয়েছেন, অবশ্যই তিনি জিম্বাবুয়ে সিরিজ খেলবেন। তাঁকে নিয়ে চলা এসব আলোচনাকে বললেন অবান্তর, ‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা দ্বিধা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না, ডিপিএল খেলব...। আসলে কোচ, অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন দুটো ম্যাচ খেললেই হবে। তারপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছেন—দুটো না, তিনটা ম্যাচ খেলো। তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি, সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে দেশে এত দ্বিধা দেখতে পাচ্ছি। খুবই অবান্তর আলোচনা।’
আরও পড়ুন:
রাজনীতি, ব্যবসা, খেলা, পরিবার—বাংলাদেশে সবই একসঙ্গে সামলাতে হয় সাকিব আল হাসানকে। এত ব্যস্ততায় সামাজিক মাধ্যমে খুব বেশি সময় দেওয়ার সুযোগ হয় না এই অলরাউন্ডারের। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে চলা আলোচনা-সমালোচনা সেভাবে দেখা হয় না তাঁর। তবে সাকিব জানিয়েছেন, আমেরিকায় থাকলে এসব আলোচনা চোখে পড়ে তাঁর। কারণ, সেখানে থাকলে ফেসবুকেই বেশি সময় কাটানো হয় সাকিবের।
যুক্তরাষ্ট্র থেকে দ্রুতই দেশে ফেরার কথা সাকিবের। দেশে ফিরে ডিপিএলের সুপার লিগ খেলতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দেওয়ার কথা তাঁর। তবে আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচে বাংলাদেশ দল পাবে না তাঁকে। এ ব্যাপারে চলছে ব্যাপক আলোচনা। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে সাকিব আজ বললেন, ‘আমেরিকায় থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পাই না। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায়, মানুষ কত রকম চিন্তা করতে পারে। যা হয়েছে বিসিবি আর আমার আলোচনার মধ্যেই হয়েছে। কারণ, আমাদের অন্যান্য খেলোয়াড়েরও দেখা জরুরি। বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কী অবস্থায় থাকতে হবে, সেই প্রস্তুতিটা নিতে পারি।’
সাকিব জানিয়েছেন, অবশ্যই তিনি জিম্বাবুয়ে সিরিজ খেলবেন। তাঁকে নিয়ে চলা এসব আলোচনাকে বললেন অবান্তর, ‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা দ্বিধা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না, ডিপিএল খেলব...। আসলে কোচ, অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন দুটো ম্যাচ খেললেই হবে। তারপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছেন—দুটো না, তিনটা ম্যাচ খেলো। তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি, সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে দেশে এত দ্বিধা দেখতে পাচ্ছি। খুবই অবান্তর আলোচনা।’
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫