অনলাইন ডেস্ক
তামিম ইকবালের নেতৃত্বে রোমাঞ্চকর এক জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু করেছিল ফরচুন বরিশাল। ঠিক তার পরের ম্যাচে খড়কুটোর মতো উড়ে গেল বরিশাল। মিরপুরে গত রাতে তামিমদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স।
রাজশাহী, রংপুর-দুই দলের বিপক্ষেই একই টপ অর্ডার খেলিয়েছে বরিশাল। তামিমের সঙ্গে নাজমুল হোসেন শান্ত করেছেন ওপেনিং। তিন নম্বরে খেলেছেন তাওহীদ হৃদয়। তবে ধারাবাহিক পারফরম্যান্স দেখা যাচ্ছে না টুর্নামেন্টে। শান্ত ২ ম্যাচ মিলিয়ে করেছেন ৯ রান। তামিম, হৃদয়েরও এক অঙ্কের ঘরে আউট হওয়ার ঘটনা রয়েছে। রংপুরের বিপক্ষে গত রাতে হারের পর সংবাদ সম্মেলনে টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। বরিশাল কোচ বলেন, ‘অবশ্যই এটা (টপ অর্ডার) চিন্তার ব্যাপার)। আমাদের দলে যে ভালো ক্রিকেটাররা খেলছে, এটা আপনারা জানেন। এখানে রান আসছে না। আগের ম্যাচেও হয়নি, আজও (গতকাল) হয়নি।’
মিরপুরে আজ কোনো ম্যাচ নেই বরিশালের। তবে মিরপুর পর্ব শেষে দুদিনের বিরতি দিয়ে সোমবার শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। সেদিন দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলতে নামবেন তামিম, মুশফিকুর রহিম, শান্তরা। মাঝে যে বিশ্রামের সময় পাচ্ছে বরিশাল, সেখানে টপ অর্ডারের সমস্যার সমাধান করা যাবে বলে মনে করেন বাবুল। সংবাদ সম্মেলনে গত রাতে বলেন, ‘কাজ করার সুযোগ এখানে রয়েছে। হাতে সময়ও আছে। ৩ দিন সময় যেহেতু আছে, অবশ্যই কাজ করব। রান যারা পাচ্ছে না, তারা অবশ্যই এটা নিয়ে চিন্তা করবে।’
আক্রমণাত্মক শুরু করলেও ইনিংসটা বড় করতে পারেননি তামিম। ১৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ২৮ রান করেন বরিশাল অধিনায়ক। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে তাঁকে বোল্ড করেন নাহিদ রানা। ৪৩ রানে ৩ উইকেট হারানো বরিশালের এরপর শেষের দিকে ধস নেমেছে। ৫০ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১২৪ রানে গুটিয়ে যায় তামিমদের ইনিংস। স্কোরবোর্ডে রান কম হওয়ার ব্যাখ্যায় বাবুল বলেন, ‘প্রথম ৬ ওভারের সুবিধাটা তামিম শুরু থেকে নিচ্ছিল। দুর্ভাগ্যজনকভাবে সে (তামিম) আউট হয়েছে। আমাদের টানা তিন উইকেট গিয়েছে। নিচের দিকেও পড়েছে। যে রানটা দরকার ছিল, সেটা আমরা করতে পারিনি।’
১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর গতকাল ৩০ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে। বিশাল এই জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাইফ হাসান। রংপুরের এই ব্যাটার ৪৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেটে অ্যালেক্স হেলসের সঙ্গে ৮১ বলে ১১৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রাখেন সাইফ। ৩ ম্যাচের ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রংপুর।
তামিম ইকবালের নেতৃত্বে রোমাঞ্চকর এক জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু করেছিল ফরচুন বরিশাল। ঠিক তার পরের ম্যাচে খড়কুটোর মতো উড়ে গেল বরিশাল। মিরপুরে গত রাতে তামিমদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স।
রাজশাহী, রংপুর-দুই দলের বিপক্ষেই একই টপ অর্ডার খেলিয়েছে বরিশাল। তামিমের সঙ্গে নাজমুল হোসেন শান্ত করেছেন ওপেনিং। তিন নম্বরে খেলেছেন তাওহীদ হৃদয়। তবে ধারাবাহিক পারফরম্যান্স দেখা যাচ্ছে না টুর্নামেন্টে। শান্ত ২ ম্যাচ মিলিয়ে করেছেন ৯ রান। তামিম, হৃদয়েরও এক অঙ্কের ঘরে আউট হওয়ার ঘটনা রয়েছে। রংপুরের বিপক্ষে গত রাতে হারের পর সংবাদ সম্মেলনে টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। বরিশাল কোচ বলেন, ‘অবশ্যই এটা (টপ অর্ডার) চিন্তার ব্যাপার)। আমাদের দলে যে ভালো ক্রিকেটাররা খেলছে, এটা আপনারা জানেন। এখানে রান আসছে না। আগের ম্যাচেও হয়নি, আজও (গতকাল) হয়নি।’
মিরপুরে আজ কোনো ম্যাচ নেই বরিশালের। তবে মিরপুর পর্ব শেষে দুদিনের বিরতি দিয়ে সোমবার শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। সেদিন দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলতে নামবেন তামিম, মুশফিকুর রহিম, শান্তরা। মাঝে যে বিশ্রামের সময় পাচ্ছে বরিশাল, সেখানে টপ অর্ডারের সমস্যার সমাধান করা যাবে বলে মনে করেন বাবুল। সংবাদ সম্মেলনে গত রাতে বলেন, ‘কাজ করার সুযোগ এখানে রয়েছে। হাতে সময়ও আছে। ৩ দিন সময় যেহেতু আছে, অবশ্যই কাজ করব। রান যারা পাচ্ছে না, তারা অবশ্যই এটা নিয়ে চিন্তা করবে।’
আক্রমণাত্মক শুরু করলেও ইনিংসটা বড় করতে পারেননি তামিম। ১৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ২৮ রান করেন বরিশাল অধিনায়ক। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে তাঁকে বোল্ড করেন নাহিদ রানা। ৪৩ রানে ৩ উইকেট হারানো বরিশালের এরপর শেষের দিকে ধস নেমেছে। ৫০ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১২৪ রানে গুটিয়ে যায় তামিমদের ইনিংস। স্কোরবোর্ডে রান কম হওয়ার ব্যাখ্যায় বাবুল বলেন, ‘প্রথম ৬ ওভারের সুবিধাটা তামিম শুরু থেকে নিচ্ছিল। দুর্ভাগ্যজনকভাবে সে (তামিম) আউট হয়েছে। আমাদের টানা তিন উইকেট গিয়েছে। নিচের দিকেও পড়েছে। যে রানটা দরকার ছিল, সেটা আমরা করতে পারিনি।’
১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর গতকাল ৩০ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে। বিশাল এই জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাইফ হাসান। রংপুরের এই ব্যাটার ৪৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেটে অ্যালেক্স হেলসের সঙ্গে ৮১ বলে ১১৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রাখেন সাইফ। ৩ ম্যাচের ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রংপুর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫