অধিনায়কত্ব ছেড়ে খেলোয়াড় হিসেবে থাকার সিদ্ধান্ত গতকাল নিয়েছেন তামিম ইকবাল। দলের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
৬ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন তামিম। পরের দিনই প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। ওয়ানডেতে অধিনায়ক তামিম থাকবেন কি না, সেই আলোচনা চলছিল গত এক মাস। গতকাল বিসিবির সঙ্গে জরুরি বৈঠকে তিনি ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েই দিয়েছেন। স্বার্থপর হতে চাননি দেখে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত তামিম নিয়েছেন, ‘এটা খুবই স্বার্থপর কাজ হতো যদি অধিনায়ক হিসেবে থেকে যেতাম। যারা আমাকে চেনেন, জানেন, নিজের ওপরে দলকে রাখি।’
হাইব্রিড মডেলে ২০২৩ এশিয়া কাপ শুরু হচ্ছে ৩০ আগস্ট। আর এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট। পুরোপুরি সেরে না ওঠায় এশিয়া কাপে খেলছেন না তামিম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় জরুরি সভায় তামিমের চিকিৎসার ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘তামিমের যে চোটের ইস্যু আছে, তাতে সে প্রায় এক বছর ধরেই ভুগছে। চিকিৎসা করিয়েছে। সম্প্রতি যে লন্ডনে ধরা পড়েছে যে তার কোমড়ের এল ফোর এবং এল ফাইভ অংশে ত্রুটি ধরা পড়েছে। সেখান থেকে ব্যাথা হয়। সেখানে ইনজেকশনের একটা অপশন ছিল সেখানে নার্ভটা ব্লক করে দুই দিন তারা দেখেছে ইনজেকশনের প্রভাব কি থাকে। এরপরও কিছু ব্যাথা ছিল। এরপর দ্বিতীয় ইনজেকশন দেওয়ার ফলে আরও দুইদিন অপেক্ষা করতে হয়। এরপর কিছু ব্যাথা কমেছে।এখন যে চিকিৎসা সেটা হল ২৮ জুলাই থেকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এখানে কাল (আজ) পর্যন্ত এক সপ্তাহ পুরোপুরি বিশ্রাম। এরপর ১১ তারিখ পর্যন্ত হালকা রিহ্যাব। দুই সপ্তাহ এখানে চলে যাবে। খেলার মতো না হলেও তাকে নিয়ে আস্তে আস্তে কাজ করা হবে। এই সময়ে আরও দুই সপ্তাহ চলে যাবে তার নেটে আসতে।’
অধিনায়কত্ব ছেড়ে খেলোয়াড় হিসেবে থাকার সিদ্ধান্ত গতকাল নিয়েছেন তামিম ইকবাল। দলের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
৬ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন তামিম। পরের দিনই প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। ওয়ানডেতে অধিনায়ক তামিম থাকবেন কি না, সেই আলোচনা চলছিল গত এক মাস। গতকাল বিসিবির সঙ্গে জরুরি বৈঠকে তিনি ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েই দিয়েছেন। স্বার্থপর হতে চাননি দেখে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত তামিম নিয়েছেন, ‘এটা খুবই স্বার্থপর কাজ হতো যদি অধিনায়ক হিসেবে থেকে যেতাম। যারা আমাকে চেনেন, জানেন, নিজের ওপরে দলকে রাখি।’
হাইব্রিড মডেলে ২০২৩ এশিয়া কাপ শুরু হচ্ছে ৩০ আগস্ট। আর এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট। পুরোপুরি সেরে না ওঠায় এশিয়া কাপে খেলছেন না তামিম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় জরুরি সভায় তামিমের চিকিৎসার ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘তামিমের যে চোটের ইস্যু আছে, তাতে সে প্রায় এক বছর ধরেই ভুগছে। চিকিৎসা করিয়েছে। সম্প্রতি যে লন্ডনে ধরা পড়েছে যে তার কোমড়ের এল ফোর এবং এল ফাইভ অংশে ত্রুটি ধরা পড়েছে। সেখান থেকে ব্যাথা হয়। সেখানে ইনজেকশনের একটা অপশন ছিল সেখানে নার্ভটা ব্লক করে দুই দিন তারা দেখেছে ইনজেকশনের প্রভাব কি থাকে। এরপরও কিছু ব্যাথা ছিল। এরপর দ্বিতীয় ইনজেকশন দেওয়ার ফলে আরও দুইদিন অপেক্ষা করতে হয়। এরপর কিছু ব্যাথা কমেছে।এখন যে চিকিৎসা সেটা হল ২৮ জুলাই থেকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এখানে কাল (আজ) পর্যন্ত এক সপ্তাহ পুরোপুরি বিশ্রাম। এরপর ১১ তারিখ পর্যন্ত হালকা রিহ্যাব। দুই সপ্তাহ এখানে চলে যাবে। খেলার মতো না হলেও তাকে নিয়ে আস্তে আস্তে কাজ করা হবে। এই সময়ে আরও দুই সপ্তাহ চলে যাবে তার নেটে আসতে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫