নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে শিরোপা নিয়ে ঘুমানোর ছবি নাজমুল হোসেন শান্ত পোস্ট করেন সামাজিক মাধ্যমে। ‘শুভ সকাল’ ক্যাপশনে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে সমালোচনার মুখে পড়েন শান্ত। বাংলাদেশের অধিনায়ক গতকাল দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ ব্যাপারেও।
পাকিস্তানের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই বলেই যে বাংলাদেশ অধিনায়ক শান্তর উচ্ছ্বাস বেশি। ইমিগ্রেশন শেষ করে গত রাতে ঢাকা বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের পকেট গেট দিয়ে বের হয়ে শিরোপা নিয়ে উদযাপন শুরু করেন। হাসিমুখে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিয়েছেন শান্ত।যখন এল ট্রফি নিয়ে ঘুমানোর প্রসঙ্গ, সংবাদমাধ্যমকে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এমন জয়টা আসলেই বিশেষ। তাই একবার মনে হলো রাতে শোয়ার সময় ট্রফিটা নিয়েই ঘুমাই। কাউকে দেখে না ঠিক। তবে এমন ভাব হয়তো লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিল। এই আরকি।’
টেস্টে ১৪৪ ম্যাচ খেলে বাংলাদেশ এখন পর্যন্ত জিতেছে ২১ ম্যাচ। যার মধ্যে দেশে জিতেছে ১৩টি। বিদেশে ৮ জয়ের দুটিই এসেছে এবার পাকিস্তানের বিপক্ষে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের পাকিস্তান পাত্তাই পায়নি বাংলাদেশের সামনে। দুটো ম্যাচেই হেসেখেলে জিতে দেশে ফিরে শান্ত সংবাদমাধ্যমকে বলেন,‘এই সিরিজটা আমাদের জন্য ভালো হয়েছে। আমরা যাওয়ার আগে দারুণ প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। মনস্তাত্ত্বিক বলেন, স্কিল—ক্রিকেটারদের সবকিছু ভালো একটা পজিশনে ছিল। আমরা পাকিস্তানে তিনদিন আগে গিয়েছিলাম নির্ধারিত তারিখের। এটা আমাদের অনেক উপকার করেছে।’
বড় কোনো টুর্নামেন্ট জয়ের পর খেলোয়াড়দের ট্রফি নিয়ে ঘুমিয়ে থাকার ছবি বেশ পরিচিত ঘটনা। ২০২২ বিশ্বকাপ জিতে ঘুমিয়েছিলেন লিওনেল মেসি।২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ট্রফি নিয়ে ঘুমান রোহিত শর্মা। এ বছরই যুব সাফ জেতার পরও মিরাজুল ইসলাম এভাবে ঘুমিয়েছেন। তবে মেসি-মিরাজুলদের দেখানো পথ অনুসরণ করেই যে সমালোচনায় পড়লেন শান্ত। কারণ তাঁর নেতৃত্বে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ ৪৫.৮৩ শতাংশ সাফল্যের হার নিয়ে চারে অবস্থান করছে। তবে তাঁর ব্যাট রয়েছে ঘুমিয়ে।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে শিরোপা নিয়ে ঘুমানোর ছবি নাজমুল হোসেন শান্ত পোস্ট করেন সামাজিক মাধ্যমে। ‘শুভ সকাল’ ক্যাপশনে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে সমালোচনার মুখে পড়েন শান্ত। বাংলাদেশের অধিনায়ক গতকাল দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ ব্যাপারেও।
পাকিস্তানের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই বলেই যে বাংলাদেশ অধিনায়ক শান্তর উচ্ছ্বাস বেশি। ইমিগ্রেশন শেষ করে গত রাতে ঢাকা বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের পকেট গেট দিয়ে বের হয়ে শিরোপা নিয়ে উদযাপন শুরু করেন। হাসিমুখে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিয়েছেন শান্ত।যখন এল ট্রফি নিয়ে ঘুমানোর প্রসঙ্গ, সংবাদমাধ্যমকে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এমন জয়টা আসলেই বিশেষ। তাই একবার মনে হলো রাতে শোয়ার সময় ট্রফিটা নিয়েই ঘুমাই। কাউকে দেখে না ঠিক। তবে এমন ভাব হয়তো লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিল। এই আরকি।’
টেস্টে ১৪৪ ম্যাচ খেলে বাংলাদেশ এখন পর্যন্ত জিতেছে ২১ ম্যাচ। যার মধ্যে দেশে জিতেছে ১৩টি। বিদেশে ৮ জয়ের দুটিই এসেছে এবার পাকিস্তানের বিপক্ষে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের পাকিস্তান পাত্তাই পায়নি বাংলাদেশের সামনে। দুটো ম্যাচেই হেসেখেলে জিতে দেশে ফিরে শান্ত সংবাদমাধ্যমকে বলেন,‘এই সিরিজটা আমাদের জন্য ভালো হয়েছে। আমরা যাওয়ার আগে দারুণ প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। মনস্তাত্ত্বিক বলেন, স্কিল—ক্রিকেটারদের সবকিছু ভালো একটা পজিশনে ছিল। আমরা পাকিস্তানে তিনদিন আগে গিয়েছিলাম নির্ধারিত তারিখের। এটা আমাদের অনেক উপকার করেছে।’
বড় কোনো টুর্নামেন্ট জয়ের পর খেলোয়াড়দের ট্রফি নিয়ে ঘুমিয়ে থাকার ছবি বেশ পরিচিত ঘটনা। ২০২২ বিশ্বকাপ জিতে ঘুমিয়েছিলেন লিওনেল মেসি।২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ট্রফি নিয়ে ঘুমান রোহিত শর্মা। এ বছরই যুব সাফ জেতার পরও মিরাজুল ইসলাম এভাবে ঘুমিয়েছেন। তবে মেসি-মিরাজুলদের দেখানো পথ অনুসরণ করেই যে সমালোচনায় পড়লেন শান্ত। কারণ তাঁর নেতৃত্বে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ ৪৫.৮৩ শতাংশ সাফল্যের হার নিয়ে চারে অবস্থান করছে। তবে তাঁর ব্যাট রয়েছে ঘুমিয়ে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে