উপমহাদেশের পিচ যে এজাজ প্যাটেলের ভালোই চেনা, তা বোঝা গিয়েছিল ২০২১ সালেই। দুই বছর আগে মুম্বাইতেই টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান প্যাটেল। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে এবার তিনি যেন তাঁর পারফরম্যান্সের পুনরাবৃত্তি দেখাচ্ছেন। মিরপুরের ঘূর্ণি উইকেটে বাংলাদেশকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন নিউজিল্যান্ডের এই বাঁহাতি স্পিনার।
মিরপুরে গত বুধবার শুরু হওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ২ উইকেট নিয়েছেন প্যাটেল। মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক—বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন প্যাটেল। নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার। প্যাটেল মূলত নিজের ভেলকি দেখিয়েছেন দ্বিতীয় ইনিংসে। নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনারের বলে দ্বিতীয় ইনিংসেও আউট হয়েছেন জয় ও মুমিনুল, যার মধ্যে মুমিনুলকে ফিরিয়েছেন আজ টেস্টের চতুর্থ দিনে। ইনিংসের ২৫তম ওভারে বোলিংয়ে এসে মিরাজ, সোহানের দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে প্যাটেল মূলত বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন। এরপর জাকির হাসান, শরীফুল ইসলামের উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৬ উইকেট পেয়েছেন প্যাটেল। নিউজিল্যান্ডের দ্বিতীয় স্পিনার হিসেবে বাংলাদেশের বিপক্ষে ইনিংসে ৬ বা তার বেশি উইকেট পেয়েছেন প্যাটেল। ২০০৪-এর অক্টোবরে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, রাজিন সালেহ, মানজুরুল ইসলাম রানা, মোহাম্মদ আশরাফুল, তারেক আজিজ-বাংলাদেশের এই ৬ ব্যাটারকে ফিরিয়েছেন ভেট্টোরি।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে নিউজিল্যান্ডের সেরা বোলিং করেন ক্রিস কেয়ার্নস। ২০০১ সালে হ্যামিল্টনে ৫৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন কেয়ার্নস।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে নিউজিল্যান্ডের সেরা পাঁচ বোলিং:
ক্রিস কেয়ার্নস: ৫৩ রানে ৭ উইকেট; ভেন্যু: হ্যামিল্টন; ২০০১
ড্যানিয়েল ভেট্টরি: ২৮ রানে ৬ উইকেট; ভেন্যু: ঢাকা; ২০০৪
এজাজ প্যাটেল: ৫৭ রানে ৬ উইকেট; ভেন্যু: মিরপুর; ২০২৩
ড্যানিয়েল ভেট্টরি: ৭০ রানে ৬ উইকেট; ভেন্যু: চট্টগ্রাম; ২০০৪
ড্যানিয়েল ভেট্টরি: ১০০ রানে ৬ উইকেট; ভেন্যু: চট্টগ্রাম; ২০০৪
উপমহাদেশের পিচ যে এজাজ প্যাটেলের ভালোই চেনা, তা বোঝা গিয়েছিল ২০২১ সালেই। দুই বছর আগে মুম্বাইতেই টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান প্যাটেল। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে এবার তিনি যেন তাঁর পারফরম্যান্সের পুনরাবৃত্তি দেখাচ্ছেন। মিরপুরের ঘূর্ণি উইকেটে বাংলাদেশকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন নিউজিল্যান্ডের এই বাঁহাতি স্পিনার।
মিরপুরে গত বুধবার শুরু হওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ২ উইকেট নিয়েছেন প্যাটেল। মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক—বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন প্যাটেল। নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার। প্যাটেল মূলত নিজের ভেলকি দেখিয়েছেন দ্বিতীয় ইনিংসে। নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনারের বলে দ্বিতীয় ইনিংসেও আউট হয়েছেন জয় ও মুমিনুল, যার মধ্যে মুমিনুলকে ফিরিয়েছেন আজ টেস্টের চতুর্থ দিনে। ইনিংসের ২৫তম ওভারে বোলিংয়ে এসে মিরাজ, সোহানের দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে প্যাটেল মূলত বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন। এরপর জাকির হাসান, শরীফুল ইসলামের উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৬ উইকেট পেয়েছেন প্যাটেল। নিউজিল্যান্ডের দ্বিতীয় স্পিনার হিসেবে বাংলাদেশের বিপক্ষে ইনিংসে ৬ বা তার বেশি উইকেট পেয়েছেন প্যাটেল। ২০০৪-এর অক্টোবরে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, রাজিন সালেহ, মানজুরুল ইসলাম রানা, মোহাম্মদ আশরাফুল, তারেক আজিজ-বাংলাদেশের এই ৬ ব্যাটারকে ফিরিয়েছেন ভেট্টোরি।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে নিউজিল্যান্ডের সেরা বোলিং করেন ক্রিস কেয়ার্নস। ২০০১ সালে হ্যামিল্টনে ৫৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন কেয়ার্নস।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে নিউজিল্যান্ডের সেরা পাঁচ বোলিং:
ক্রিস কেয়ার্নস: ৫৩ রানে ৭ উইকেট; ভেন্যু: হ্যামিল্টন; ২০০১
ড্যানিয়েল ভেট্টরি: ২৮ রানে ৬ উইকেট; ভেন্যু: ঢাকা; ২০০৪
এজাজ প্যাটেল: ৫৭ রানে ৬ উইকেট; ভেন্যু: মিরপুর; ২০২৩
ড্যানিয়েল ভেট্টরি: ৭০ রানে ৬ উইকেট; ভেন্যু: চট্টগ্রাম; ২০০৪
ড্যানিয়েল ভেট্টরি: ১০০ রানে ৬ উইকেট; ভেন্যু: চট্টগ্রাম; ২০০৪
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫