টেস্টে হতশ্রী ব্যাটিং বাংলাদেশের জন্য নতুন কিছু তো নয়। ভেন্যু বদলালেও বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার চিত্রটা দেখা যায় বারবার। ‘হোম অফ ক্রিকেট’ মিরপুর শেরেবাংলায় এবার কোনোরকমে ১০০ পেরোল বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ শুরু হওয়া প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক তখন জানিয়েছেন, এখানে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে। তবে শান্তর সিদ্ধান্ত যেন উল্টো বুমেরাং হয়ে ফিরল বাংলাদেশের দিকে। প্রোটিয়া বোলারদের তোপে ১০৬ রানেই গুটিয়ে গেল শান্তর দল। টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটা বাংলাদেশের পঞ্চম সর্বনিম্ন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টে সর্বনিম্ন রানের ইনিংসটি বাংলাদেশেরই, ৮৭ রান। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে আউট হয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ১০৬ রান এখানকার দ্বিতীয় সর্বনিম্ন। টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে এটাই এই মাঠের সর্বনিম্ন রান।
২৬.১ ওভারে ৬ উইকেটে ৬০ রান নিয়েই লাঞ্চে যায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ মধ্যাহ্নভোজের বিরতির আগ মুহূর্তে আউট হলে তখন আর কাউকে ব্যাটিংয়ে পাঠানো হয়নি। দ্বিতীয় সেশনের খেলা শুরু হলে আট নম্বরে ব্যাটিংয়ে নামেন জাকের আলী অনিক।টেস্টে আজই তাঁর অভিষেক হয়েছে। একপ্রান্ত আগলে খেলতে থাকা মাহমুদুল হাসান জয়ের সঙ্গে জাকেরের জুটিটা দুই অঙ্ক পেরোলেও দীর্ঘায়িত হয়নি। ৩০তম ওভারের শেষ বলে ডেন পিটের হঠাৎ লাফিয়ে ওঠা বল ব্যাকফুটে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন জয়। ৯৭ বলে ২ চার ও ১ ছক্কায় জয় করেন ৩০ রান। তিনিই বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ স্কোরার।
জয় ফিরতে না ফিরতেই জাকেরও ড্রেসিংরুমের পথ ধরেন। কেশব মহারাজের বল ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের ফাঁদে পড়লেন জাকের। টিভি রিপ্লেতে দেখা সযায়, কতটা তড়িৎ গতিতে স্টাম্পিং করেন দক্ষিণ আফ্রিকা উইকেটরক্ষক কাইল ভেরেইন। ২ রান করে ফেরা জাকেরকে মাঠেই হতাশা প্রকাশ করতে দেখা গেছে। জয়, জাকেরকে হারিয়ে ৮ উইকেটে ৭৬ রানে পরিণত হয় বাংলাদেশ। ১০০ রানও তখন অনেক দূরের পথ মনে হচ্ছিল।
সেঞ্চুরির কোটা বাংলাদেশ কোনোরকমে পেরিয়েছে দুই টেলএন্ডার নাঈম হাসান ও তাইজুল ইসলামের ব্যাটিংয়ে। নবম উইকেটে ৪৬ বলে ২৬ রানের জুটি গড়েন নাঈম ও তাইজুল। বাংলাদেশের ইনিংসের এটাই সর্বোচ্চ জুটি। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছেন রাবাদা, মুল্ডার ও মহারাজ। বাকি উইকেটটি নিয়েছেন পিট।
তিন স্পিনার ও এক পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার মিরাজের সঙ্গে থাকছেন নাঈম হাসান ও তাইজুল ইসলাম। একমাত্র স্বীকৃত পেসার হাসান মাহমুদ।
আরও পড়ুন:
টেস্টে হতশ্রী ব্যাটিং বাংলাদেশের জন্য নতুন কিছু তো নয়। ভেন্যু বদলালেও বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার চিত্রটা দেখা যায় বারবার। ‘হোম অফ ক্রিকেট’ মিরপুর শেরেবাংলায় এবার কোনোরকমে ১০০ পেরোল বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ শুরু হওয়া প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক তখন জানিয়েছেন, এখানে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে। তবে শান্তর সিদ্ধান্ত যেন উল্টো বুমেরাং হয়ে ফিরল বাংলাদেশের দিকে। প্রোটিয়া বোলারদের তোপে ১০৬ রানেই গুটিয়ে গেল শান্তর দল। টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটা বাংলাদেশের পঞ্চম সর্বনিম্ন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টে সর্বনিম্ন রানের ইনিংসটি বাংলাদেশেরই, ৮৭ রান। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে আউট হয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ১০৬ রান এখানকার দ্বিতীয় সর্বনিম্ন। টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে এটাই এই মাঠের সর্বনিম্ন রান।
২৬.১ ওভারে ৬ উইকেটে ৬০ রান নিয়েই লাঞ্চে যায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ মধ্যাহ্নভোজের বিরতির আগ মুহূর্তে আউট হলে তখন আর কাউকে ব্যাটিংয়ে পাঠানো হয়নি। দ্বিতীয় সেশনের খেলা শুরু হলে আট নম্বরে ব্যাটিংয়ে নামেন জাকের আলী অনিক।টেস্টে আজই তাঁর অভিষেক হয়েছে। একপ্রান্ত আগলে খেলতে থাকা মাহমুদুল হাসান জয়ের সঙ্গে জাকেরের জুটিটা দুই অঙ্ক পেরোলেও দীর্ঘায়িত হয়নি। ৩০তম ওভারের শেষ বলে ডেন পিটের হঠাৎ লাফিয়ে ওঠা বল ব্যাকফুটে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন জয়। ৯৭ বলে ২ চার ও ১ ছক্কায় জয় করেন ৩০ রান। তিনিই বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ স্কোরার।
জয় ফিরতে না ফিরতেই জাকেরও ড্রেসিংরুমের পথ ধরেন। কেশব মহারাজের বল ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের ফাঁদে পড়লেন জাকের। টিভি রিপ্লেতে দেখা সযায়, কতটা তড়িৎ গতিতে স্টাম্পিং করেন দক্ষিণ আফ্রিকা উইকেটরক্ষক কাইল ভেরেইন। ২ রান করে ফেরা জাকেরকে মাঠেই হতাশা প্রকাশ করতে দেখা গেছে। জয়, জাকেরকে হারিয়ে ৮ উইকেটে ৭৬ রানে পরিণত হয় বাংলাদেশ। ১০০ রানও তখন অনেক দূরের পথ মনে হচ্ছিল।
সেঞ্চুরির কোটা বাংলাদেশ কোনোরকমে পেরিয়েছে দুই টেলএন্ডার নাঈম হাসান ও তাইজুল ইসলামের ব্যাটিংয়ে। নবম উইকেটে ৪৬ বলে ২৬ রানের জুটি গড়েন নাঈম ও তাইজুল। বাংলাদেশের ইনিংসের এটাই সর্বোচ্চ জুটি। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছেন রাবাদা, মুল্ডার ও মহারাজ। বাকি উইকেটটি নিয়েছেন পিট।
তিন স্পিনার ও এক পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার মিরাজের সঙ্গে থাকছেন নাঈম হাসান ও তাইজুল ইসলাম। একমাত্র স্বীকৃত পেসার হাসান মাহমুদ।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে