অনলাইন ডেস্ক
অ্যান্টিগা টেস্টে ইনিংসে ৬ উইকেট, ম্যাচে ৮ উইকেট শিকারের পর ১৬ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৫১ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। অবশ্য এতে তাঁকে খুব একটা খুশি মনে হলো না। এ নিয়ে ফোনে কোনো মন্তব্যও করতে চাইলেন না। যদি কখনো টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে আসতে পারেন, তখন বলবেন—আপাতত তাসকিনের মনোভাব এমনই।
অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪.১ ওভার বোলিং করে ৬৪ রান খরচ করে নিয়েছেন ৬ উইকেট। বাংলাদেশের এই পেসার তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন এই টেস্টে। কিন্তু তাঁর সব চেষ্টা বৃথা গেছে ব্যাটারদের ব্যর্থতায়। টেস্টটা বাংলাদেশ হেরেছে ২০১ রানে। ম্যাচ শেষে পরশু হারের ব্যাখ্যায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আমরা ভালো বোলিং করেছি। তাসকিন ৬ উইকেট নিয়েছে। সত্যি বলতে, এই ম্যাচে ভালো ব্যাটিং করতে পারিনি। কিছু ভুল আমরা করেছি।’
ব্যাটিং ব্যর্থতায় সবার আগে কাঠগড়ায় উঠবেন টপ অর্ডারের ব্যাটাররা। অ্যান্টিগা টেস্টেও ডাহা ফেল ওপেনাররা। টপ অর্ডার ব্যাটারদের সমস্যা নিয়ে কাল মিরপুরে নাজমুল আবেদীন ফাহিম সাংবাদিকদের বলেছেন, ‘যখন আন্তর্জাতিক ম্যাচ খেলি আমরা, সেটা যে দলের বিপক্ষেই হোক না কেন, সেখানে দেখি টপ অর্ডারের ব্যাটাররা অনেক চিন্তিত থাকে। তারা সিদ্ধান্তহীনতায় ভোগে। কীভাবে তারা বিশেষ একটি আক্রমণের বিপক্ষে এগোবে, সে ব্যাপারে দ্বিধায় ভোগে। এত দ্বিধাদ্বন্দ্বে থেকে খেলাটা অনেক কঠিন। ঘরোয়া ক্রিকেটে একটা প্যাটার্ন ডেভেলপ (ধরন তৈরি) করা খুব দরকার।’
একটি টেস্ট ম্যাচ হেরে দলে অবশ্য পরিবর্তন আনার পক্ষে নন ফাহিম। অ্যান্টিগায় হারলেও কিছু ইতিবাচক দিক ছিল বাংলাদেশের। ২০১৮ ও ২০২২ সফরে অ্যান্টিগায় অসহায় আত্মসমর্পণ করলেও এবার অন্তত তা হয়নি। বিশেষ করে প্রতিপক্ষের ১৯ উইকেট নেওয়াটা বোলারদের বড় প্রাপ্তি। কাল অ্যান্টিগা সময় বেলা ১টায় জ্যামাইকার উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ দল। স্যাবাইনা পার্কে সিরিজের শেষ টেস্ট শুরু শনিবার। ক্রিস গেইলের জ্যামাইকায় খোদ মিরাজের ৫ উইকেট নেওয়ার স্মৃতি আছে। সেই স্মৃতি থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক চাইবেন দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে।
অ্যান্টিগা টেস্টে ইনিংসে ৬ উইকেট, ম্যাচে ৮ উইকেট শিকারের পর ১৬ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৫১ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। অবশ্য এতে তাঁকে খুব একটা খুশি মনে হলো না। এ নিয়ে ফোনে কোনো মন্তব্যও করতে চাইলেন না। যদি কখনো টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে আসতে পারেন, তখন বলবেন—আপাতত তাসকিনের মনোভাব এমনই।
অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪.১ ওভার বোলিং করে ৬৪ রান খরচ করে নিয়েছেন ৬ উইকেট। বাংলাদেশের এই পেসার তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন এই টেস্টে। কিন্তু তাঁর সব চেষ্টা বৃথা গেছে ব্যাটারদের ব্যর্থতায়। টেস্টটা বাংলাদেশ হেরেছে ২০১ রানে। ম্যাচ শেষে পরশু হারের ব্যাখ্যায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আমরা ভালো বোলিং করেছি। তাসকিন ৬ উইকেট নিয়েছে। সত্যি বলতে, এই ম্যাচে ভালো ব্যাটিং করতে পারিনি। কিছু ভুল আমরা করেছি।’
ব্যাটিং ব্যর্থতায় সবার আগে কাঠগড়ায় উঠবেন টপ অর্ডারের ব্যাটাররা। অ্যান্টিগা টেস্টেও ডাহা ফেল ওপেনাররা। টপ অর্ডার ব্যাটারদের সমস্যা নিয়ে কাল মিরপুরে নাজমুল আবেদীন ফাহিম সাংবাদিকদের বলেছেন, ‘যখন আন্তর্জাতিক ম্যাচ খেলি আমরা, সেটা যে দলের বিপক্ষেই হোক না কেন, সেখানে দেখি টপ অর্ডারের ব্যাটাররা অনেক চিন্তিত থাকে। তারা সিদ্ধান্তহীনতায় ভোগে। কীভাবে তারা বিশেষ একটি আক্রমণের বিপক্ষে এগোবে, সে ব্যাপারে দ্বিধায় ভোগে। এত দ্বিধাদ্বন্দ্বে থেকে খেলাটা অনেক কঠিন। ঘরোয়া ক্রিকেটে একটা প্যাটার্ন ডেভেলপ (ধরন তৈরি) করা খুব দরকার।’
একটি টেস্ট ম্যাচ হেরে দলে অবশ্য পরিবর্তন আনার পক্ষে নন ফাহিম। অ্যান্টিগায় হারলেও কিছু ইতিবাচক দিক ছিল বাংলাদেশের। ২০১৮ ও ২০২২ সফরে অ্যান্টিগায় অসহায় আত্মসমর্পণ করলেও এবার অন্তত তা হয়নি। বিশেষ করে প্রতিপক্ষের ১৯ উইকেট নেওয়াটা বোলারদের বড় প্রাপ্তি। কাল অ্যান্টিগা সময় বেলা ১টায় জ্যামাইকার উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ দল। স্যাবাইনা পার্কে সিরিজের শেষ টেস্ট শুরু শনিবার। ক্রিস গেইলের জ্যামাইকায় খোদ মিরাজের ৫ উইকেট নেওয়ার স্মৃতি আছে। সেই স্মৃতি থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক চাইবেন দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫