নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আঙুলের চোটে আগেই আফগানিস্তান টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তাই আফগানদের বিপক্ষে লিটন দাসই অধিনায়কত্ব করবেন—এ তথ্য অবশ্য নতুন কিছু নয়। বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক হিসেবে টস করতে যাচ্ছেন তিনি। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও অধিনায়কত্ব করেছিলেন লিটন। তবে টেস্টে লিটনের নেতৃত্ব কেমন হবে?
বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহ মনে করেন, দলের জন্য যা দরকার সেটাই করবেন লিটন। কোচের প্রত্যাশা যে ইতিবাচক কিছুরই নির্দেশ করছে, তা আর বলার অপেক্ষা রাখে না। কাল থেকে মিরপুরে শুরু হচ্ছে আফগানিস্তান ও বাংলাদেশের একমাত্র টেস্ট। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আজ হাথুরু বলেছেন, ‘যা করার তা-ই করতে হবে। ব্যাটিংয়ের ব্যাপার আলাদা। যখন তুমি ব্যাটার, তখন তুমি সেরা ব্যাটার। আর অধিনায়ক হলো বাকি ১০ ক্রিকেটারের নেতা।’
গত কয়েক বছর ধরে ব্যাটিংয়েও দারুণ অবদান রাখছেন লিটন। ২০২২ সালে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। শিষ্যকে নিয়ে হাথুরুর গলায় ছিল প্রশংসার সুর, ‘সে (লিটন) বাংলাদেশ ক্রিকেটের দারুণ এক সম্ভাবনা। অনেক তরুণ বয়স থেকে সে আছে, এখন আমরা এর সুফল পাচ্ছি। ২০১৭ সালে নিউজিল্যান্ডে গেলাম, তখন দুজন অতিরিক্ত খেলোয়াড় ছিল—ইবাদত হোসেন ও নাজমুল হোসেন শান্ত। এখন ওরা নেতৃত্বের পর্যায়ে আছে। এভাবেই খেলোয়াড় গড়ে তুলতে হয়।’
কয়েক ম্যাচ খেলিয়ে খারাপ করলেই বাদ দেওয়ার পক্ষে নন হাথুরু, ‘দুই-তিন ম্যাচ খেলিয়ে বাদ দিলেই হবে না। ট্যালেন্ট খুঁজে পেতে হলে ওদের সঙ্গে কাজ করতে হবে।’
বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো করলেও টেস্টে এখনো সেভাবে আলো ছড়াতে পারেনি। তবে হাথুরু সেখানেও পরিবর্তনের ইতিবাচক ইঙ্গিত দিলেন, ‘টেস্টই ক্রিকেটের সবচেয়ে উঁচু স্তর। অন্য ফরম্যাট যতই জনপ্রিয় হয়ে উঠুক। একজন ক্রিকেটারের স্কিল পরীক্ষিত হয় টেস্ট ক্রিকেটে। একই সঙ্গে মানসিক দক্ষতাও। তাই টেস্টের চেয়ে ভালো ফরম্যাট কোনো ক্রিকেটারের কাছেই নেই।’
আঙুলের চোটে আগেই আফগানিস্তান টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তাই আফগানদের বিপক্ষে লিটন দাসই অধিনায়কত্ব করবেন—এ তথ্য অবশ্য নতুন কিছু নয়। বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক হিসেবে টস করতে যাচ্ছেন তিনি। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও অধিনায়কত্ব করেছিলেন লিটন। তবে টেস্টে লিটনের নেতৃত্ব কেমন হবে?
বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহ মনে করেন, দলের জন্য যা দরকার সেটাই করবেন লিটন। কোচের প্রত্যাশা যে ইতিবাচক কিছুরই নির্দেশ করছে, তা আর বলার অপেক্ষা রাখে না। কাল থেকে মিরপুরে শুরু হচ্ছে আফগানিস্তান ও বাংলাদেশের একমাত্র টেস্ট। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আজ হাথুরু বলেছেন, ‘যা করার তা-ই করতে হবে। ব্যাটিংয়ের ব্যাপার আলাদা। যখন তুমি ব্যাটার, তখন তুমি সেরা ব্যাটার। আর অধিনায়ক হলো বাকি ১০ ক্রিকেটারের নেতা।’
গত কয়েক বছর ধরে ব্যাটিংয়েও দারুণ অবদান রাখছেন লিটন। ২০২২ সালে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। শিষ্যকে নিয়ে হাথুরুর গলায় ছিল প্রশংসার সুর, ‘সে (লিটন) বাংলাদেশ ক্রিকেটের দারুণ এক সম্ভাবনা। অনেক তরুণ বয়স থেকে সে আছে, এখন আমরা এর সুফল পাচ্ছি। ২০১৭ সালে নিউজিল্যান্ডে গেলাম, তখন দুজন অতিরিক্ত খেলোয়াড় ছিল—ইবাদত হোসেন ও নাজমুল হোসেন শান্ত। এখন ওরা নেতৃত্বের পর্যায়ে আছে। এভাবেই খেলোয়াড় গড়ে তুলতে হয়।’
কয়েক ম্যাচ খেলিয়ে খারাপ করলেই বাদ দেওয়ার পক্ষে নন হাথুরু, ‘দুই-তিন ম্যাচ খেলিয়ে বাদ দিলেই হবে না। ট্যালেন্ট খুঁজে পেতে হলে ওদের সঙ্গে কাজ করতে হবে।’
বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো করলেও টেস্টে এখনো সেভাবে আলো ছড়াতে পারেনি। তবে হাথুরু সেখানেও পরিবর্তনের ইতিবাচক ইঙ্গিত দিলেন, ‘টেস্টই ক্রিকেটের সবচেয়ে উঁচু স্তর। অন্য ফরম্যাট যতই জনপ্রিয় হয়ে উঠুক। একজন ক্রিকেটারের স্কিল পরীক্ষিত হয় টেস্ট ক্রিকেটে। একই সঙ্গে মানসিক দক্ষতাও। তাই টেস্টের চেয়ে ভালো ফরম্যাট কোনো ক্রিকেটারের কাছেই নেই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫