নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের সবশেষ দুই ম্যাচই শ্রীলঙ্কার বিপক্ষে। পার্থক্য শুধু সংস্করণ আর ভেন্যুতে। দিল্লিতে গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এবার চট্টগ্রামে টেস্ট খেলেন সাকিব।
সাকিবের ক্যারিয়ারে সবশেষ দুই টেস্টের মাঝে সময়ের ব্যবধান প্রায় ১ বছর। ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেন সাকিব। এত দিন পর এক বছর পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফেরাটা হয়নি সাকিবসুলভ। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে করেন ৫১ রান। যার মধ্যে দ্বিতীয় ইনিংসেই করেন ৩৬ রান। লঙ্কানরা যে ১৭ উইকেট হারিয়েছে, তার মধ্যে সাকিব নিয়েছেন ৪ উইকেট। খরচ করেন ১৪৯ রান। তবে নাজমুল হোসেন শান্ত যেন এসব পরিসংখ্যান দিয়ে সাকিবকে বিচার করতে নারাজ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন শেষে আজ সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘তিনি অনেকদিন খেলার পর মনেই হয়নি যে তার বয়স ৩৭ বছর। প্রায় ১ বছর পরে খেলছেন। যতটুকু মনে পড়ে, প্রথম ইনিংসে ৩৭ ওভার বোলিং করেছেন। ৩টা উইকেটও নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা যেভাবে করলেন। যতটুকু আশা করেছিলাম, সেটার চেয়ে বেশি পেয়েছি তার কাছ থেকে।’
টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ৬৭ তম ম্যাচ খেলেছেন সাকিব। চট্টগ্রাম টেস্টে যে একাদশ নিয়ে বাংলাদেশ খেলে, সেখানে সাকিবের ম্যাচ সংখ্যাই বেশি। তাঁর (সাকিব) মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলে দলের উপকার হয় বলে মনে করেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘টেস্ট ক্রিকেটে এমন অভিজ্ঞ প্লেয়ার থাকলে অবশ্যই অনেক উপকার হয়। মাঠে প্রত্যেক খেলোয়াড়কে ফিডব্যাকও দিয়েছেন। আমাদের অনেক উপকার হয়েছে।’
চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলার আগেই গুঞ্জন চলছিল সাকিবের ফেরার ব্যাপারে। এই ব্যাপারে শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের টেস্ট খেলার ব্যাপারে আমরা আগে থেকেই জানতাম যে তিনি দ্বিতীয় টেস্টে খেলবেন। হ্যাঁ, অবশ্যই আগে থেকে জানতে পারলে ভালো হবে দলের জন্য। আমি আশা করব যে আগে থেকেই জানতে পারব। তখন স্পষ্ট পরিকল্পনা থাকে।’
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের সবশেষ দুই ম্যাচই শ্রীলঙ্কার বিপক্ষে। পার্থক্য শুধু সংস্করণ আর ভেন্যুতে। দিল্লিতে গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এবার চট্টগ্রামে টেস্ট খেলেন সাকিব।
সাকিবের ক্যারিয়ারে সবশেষ দুই টেস্টের মাঝে সময়ের ব্যবধান প্রায় ১ বছর। ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেন সাকিব। এত দিন পর এক বছর পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফেরাটা হয়নি সাকিবসুলভ। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে করেন ৫১ রান। যার মধ্যে দ্বিতীয় ইনিংসেই করেন ৩৬ রান। লঙ্কানরা যে ১৭ উইকেট হারিয়েছে, তার মধ্যে সাকিব নিয়েছেন ৪ উইকেট। খরচ করেন ১৪৯ রান। তবে নাজমুল হোসেন শান্ত যেন এসব পরিসংখ্যান দিয়ে সাকিবকে বিচার করতে নারাজ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন শেষে আজ সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘তিনি অনেকদিন খেলার পর মনেই হয়নি যে তার বয়স ৩৭ বছর। প্রায় ১ বছর পরে খেলছেন। যতটুকু মনে পড়ে, প্রথম ইনিংসে ৩৭ ওভার বোলিং করেছেন। ৩টা উইকেটও নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা যেভাবে করলেন। যতটুকু আশা করেছিলাম, সেটার চেয়ে বেশি পেয়েছি তার কাছ থেকে।’
টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ৬৭ তম ম্যাচ খেলেছেন সাকিব। চট্টগ্রাম টেস্টে যে একাদশ নিয়ে বাংলাদেশ খেলে, সেখানে সাকিবের ম্যাচ সংখ্যাই বেশি। তাঁর (সাকিব) মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলে দলের উপকার হয় বলে মনে করেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘টেস্ট ক্রিকেটে এমন অভিজ্ঞ প্লেয়ার থাকলে অবশ্যই অনেক উপকার হয়। মাঠে প্রত্যেক খেলোয়াড়কে ফিডব্যাকও দিয়েছেন। আমাদের অনেক উপকার হয়েছে।’
চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলার আগেই গুঞ্জন চলছিল সাকিবের ফেরার ব্যাপারে। এই ব্যাপারে শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের টেস্ট খেলার ব্যাপারে আমরা আগে থেকেই জানতাম যে তিনি দ্বিতীয় টেস্টে খেলবেন। হ্যাঁ, অবশ্যই আগে থেকে জানতে পারলে ভালো হবে দলের জন্য। আমি আশা করব যে আগে থেকেই জানতে পারব। তখন স্পষ্ট পরিকল্পনা থাকে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫