নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত ২০ বছরের মধ্যে সবচেয়ে ব্যর্থ এক বিশ্বকাপ কাটিয়েছে বাংলাদেশ দল। সেমিফাইনালের আশা নিয়ে বিশ্বকাপ খেলতে গেলেও মাত্র দুটি ম্যাচ জিতে দেশে ফিরেছে তারা। মাঠের খেলায় ভালো পারফরম্যান্স করতে পারেনি সাকিব আল হাসানের দল, কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ বেশি আলোচনায় ছিল বাগ্যুদ্ধে।
বিশ্বকাপ দলে তামিম ইকবালের সুযোগ না পাওয়া পর ভিডিও বার্তায় অভিযোগের তীর, অধিনায়ক সাকিব আল হাসানের পাল্টা বিস্ফোরক সাক্ষাৎকার, বিশ্বকাপ চলাকালীনও ছিল অনেক ইস্যু। ফলে বাংলাদেশ দলের খেলায় এর নেতিবাচক প্রভাবও পড়েছে। তাই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানের মতে, এই বিশ্বকাপে বাংলাদেশ দল খেলায় নয়, জিতেছে কথার লড়াইয়ে।
পারফরম্যান্সের দিক থেকে এটি বাংলাদেশ দলের সবচেয়ে বাজে বিশ্বকাপ বললেন আকরাম, ‘কোনো দিন না (এমন বিতর্কের পর বিশ্বকাপ ভালো হওয়া)। কারণ মনে হয় না বাংলাদেশ এত বাজে খেলেছে এর আগে। ৯৯তে ছয়টা ম্যাচের দুটিতে জিতেছি। প্রত্যাশা বেশি ছিল। আমরা পরিকল্পনাও করেছিলাম অনেক ভালোভাবে। চার বছর আগে থেকেই শুরু করেছিলাম যেহেতু ভারতে খেলা হবে। পরিবেশ আমাদের মতো হবে।’
বিশ্বকাপ খেলতে গিয়ে চ্যাম্পিয়ন হতে না পারলেও কথার লড়াইয়ে কী ঠিকই জিতেছে? এমন প্রশ্নে আজ মিরপুরে আকরাম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা সত্যি কথা বলতে কী অনেকে কথায় জিততে চায়। এ জন্য দেশের পারফরম্যান্স ওরকম ভালো হয় না। খেলোয়াড়দের উচিত মাঠে গিয়ে পারফর্ম করা। সে জিনিসটা আমরা করতে পারিনি। মাঠের বাইরে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। এটা সবার বোঝা উচিত ছিল।’
আকরামের মতে, বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন সাকিব-তামিমরা। কর্তৃত্ব বা নিজেদের মতো করে দল সাজাবে এটা কোনো ভাবেই উচিত নয়। বিসিবির এই পরিচালক বলেন, ‘এই দেশ কারও ব্যক্তিগত না, সবার। যদি বাংলাদেশ ভালো করে, সবার ভালো লাগবে। কেউ যদি নিজেরা নিজেদের মতো করতে চায়, তাহলে তো এটা হবে না। এটা হওয়া উচিতও না। সব সময় আমি দেখেছি যখন একটা বড় টুর্নামেন্ট হয় তখন খেলা ছাড়া খেলার বাইরের জিনিসগুলো নিয়ে অনেক বেশি কথাবার্তা বলি। এ জন্য সবাই চাপে পড়ে যায়।’
গত ২০ বছরের মধ্যে সবচেয়ে ব্যর্থ এক বিশ্বকাপ কাটিয়েছে বাংলাদেশ দল। সেমিফাইনালের আশা নিয়ে বিশ্বকাপ খেলতে গেলেও মাত্র দুটি ম্যাচ জিতে দেশে ফিরেছে তারা। মাঠের খেলায় ভালো পারফরম্যান্স করতে পারেনি সাকিব আল হাসানের দল, কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ বেশি আলোচনায় ছিল বাগ্যুদ্ধে।
বিশ্বকাপ দলে তামিম ইকবালের সুযোগ না পাওয়া পর ভিডিও বার্তায় অভিযোগের তীর, অধিনায়ক সাকিব আল হাসানের পাল্টা বিস্ফোরক সাক্ষাৎকার, বিশ্বকাপ চলাকালীনও ছিল অনেক ইস্যু। ফলে বাংলাদেশ দলের খেলায় এর নেতিবাচক প্রভাবও পড়েছে। তাই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানের মতে, এই বিশ্বকাপে বাংলাদেশ দল খেলায় নয়, জিতেছে কথার লড়াইয়ে।
পারফরম্যান্সের দিক থেকে এটি বাংলাদেশ দলের সবচেয়ে বাজে বিশ্বকাপ বললেন আকরাম, ‘কোনো দিন না (এমন বিতর্কের পর বিশ্বকাপ ভালো হওয়া)। কারণ মনে হয় না বাংলাদেশ এত বাজে খেলেছে এর আগে। ৯৯তে ছয়টা ম্যাচের দুটিতে জিতেছি। প্রত্যাশা বেশি ছিল। আমরা পরিকল্পনাও করেছিলাম অনেক ভালোভাবে। চার বছর আগে থেকেই শুরু করেছিলাম যেহেতু ভারতে খেলা হবে। পরিবেশ আমাদের মতো হবে।’
বিশ্বকাপ খেলতে গিয়ে চ্যাম্পিয়ন হতে না পারলেও কথার লড়াইয়ে কী ঠিকই জিতেছে? এমন প্রশ্নে আজ মিরপুরে আকরাম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা সত্যি কথা বলতে কী অনেকে কথায় জিততে চায়। এ জন্য দেশের পারফরম্যান্স ওরকম ভালো হয় না। খেলোয়াড়দের উচিত মাঠে গিয়ে পারফর্ম করা। সে জিনিসটা আমরা করতে পারিনি। মাঠের বাইরে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। এটা সবার বোঝা উচিত ছিল।’
আকরামের মতে, বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন সাকিব-তামিমরা। কর্তৃত্ব বা নিজেদের মতো করে দল সাজাবে এটা কোনো ভাবেই উচিত নয়। বিসিবির এই পরিচালক বলেন, ‘এই দেশ কারও ব্যক্তিগত না, সবার। যদি বাংলাদেশ ভালো করে, সবার ভালো লাগবে। কেউ যদি নিজেরা নিজেদের মতো করতে চায়, তাহলে তো এটা হবে না। এটা হওয়া উচিতও না। সব সময় আমি দেখেছি যখন একটা বড় টুর্নামেন্ট হয় তখন খেলা ছাড়া খেলার বাইরের জিনিসগুলো নিয়ে অনেক বেশি কথাবার্তা বলি। এ জন্য সবাই চাপে পড়ে যায়।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে