নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম তিন দিনের পর নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টের চতুর্থ দিনও রাজত্ব করল বাংলাদেশ। ১৩০ রানের লিডের পর নিউজিল্যান্ডকে চেপে ধরেছেন বাংলাদেশের পেসাররা। বিশেষ করে বলতে হয় ইবাদত হোসেনের নাম। তাঁর পেস-ঝড়ে এখন জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ। দিন শেষে ১৭ রানের লিড নিতেই নিউজিল্যান্ড হারিয়েছে ৫ উইকেট, যার ৪টিই নিয়েছেন ইবাদত।
নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ থামে ৪৫৮ রানে। পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান।
মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ দিনের শেষ বিকেলে ঝড় তোলেন ইবাদত হোসেন। দ্রুততম সময়ের মধ্যে তিন কিউই ব্যাটারকে ফিরিয়ে স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দেন এই বাংলাদেশি পেসার। প্রথমে দলীয় ১৩৬ রানে ব্যাট করতে থাকা উইল ইয়ংকে (৬৯) দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন ইবাদত। এক বল বিরতি দিয়ে কোনো রান যোগ করার আগেই হেনরি নিকোলসের স্টাম্পও ভেঙে দেন এই পেসার। পরের ওভারে শূন্য রানে ফেরান টম ব্লান্ডেলকেও। এর আগে ডেভন কনওয়েকেও ফেরান ইবাদত।
১৩০ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে প্রথম ধাক্কা খায় নিউজিল্যান্ড। ১৪ রান করা অধিনায়ক টম ল্যাথামকে বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েকেও ডানা মেলতে দেননি ইবাদত হোসেন ৷ ১৩ করে ফেরেন কনওয়ে ৷ তখন নিউজিল্যান্ডের রান ৬৩। রস টেলর ও উইল ইয়ং ধাক্কা সামাল দিলেও পরে ইবাদত ৩ উইকেট নিয়ে ধসিয়ে দেন কিউই মিডল অর্ডার। দিন শেষে ৩৭ রানে অপরাজিত আছেন টেলর।
এর আগে দিনের শুরুটা দারুণভাবে করেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার ইয়াসির আলী ও মেহেদী হাসান মিরাজ। এই দুজন দারুণ এক জুটিতে এগিয়ে নেন দলকে। এ সময় ভাগ্যের কিছুটা সহায়তাও পেয়েছেন তাঁরা। দুইবার রিভিউ নিয়ে বেঁচেছেন মিরাজ। অবশেষে বাংলাদেশের প্রতিরোধ ভাঙে দলীয় ৪৪৫ রানে। ৪৭ রান করা মিরাজকে ফিরিয়ে দেন টিম সাউদি। বেশিক্ষণ টিকতে পারেননি ইয়াসিরও। দলীয় ৪৫০ রানে তাঁকে ফেরান কাইল জেমিসন। ২৬ রান আসে ইয়াসিরের ব্যাট থেকে।
দুই সেট ব্যাটারকে হারিয়ে গেল ইনিংস আর বড় করতে পারেনি বাংলাদেশ। গুটিয়ে যায় ৪৫৮ রানে। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাউদি, ৩ উইকেট নিয়েছেন নেইল ওয়াগনার।
প্রথম তিন দিনের পর নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টের চতুর্থ দিনও রাজত্ব করল বাংলাদেশ। ১৩০ রানের লিডের পর নিউজিল্যান্ডকে চেপে ধরেছেন বাংলাদেশের পেসাররা। বিশেষ করে বলতে হয় ইবাদত হোসেনের নাম। তাঁর পেস-ঝড়ে এখন জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ। দিন শেষে ১৭ রানের লিড নিতেই নিউজিল্যান্ড হারিয়েছে ৫ উইকেট, যার ৪টিই নিয়েছেন ইবাদত।
নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ থামে ৪৫৮ রানে। পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান।
মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ দিনের শেষ বিকেলে ঝড় তোলেন ইবাদত হোসেন। দ্রুততম সময়ের মধ্যে তিন কিউই ব্যাটারকে ফিরিয়ে স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দেন এই বাংলাদেশি পেসার। প্রথমে দলীয় ১৩৬ রানে ব্যাট করতে থাকা উইল ইয়ংকে (৬৯) দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন ইবাদত। এক বল বিরতি দিয়ে কোনো রান যোগ করার আগেই হেনরি নিকোলসের স্টাম্পও ভেঙে দেন এই পেসার। পরের ওভারে শূন্য রানে ফেরান টম ব্লান্ডেলকেও। এর আগে ডেভন কনওয়েকেও ফেরান ইবাদত।
১৩০ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে প্রথম ধাক্কা খায় নিউজিল্যান্ড। ১৪ রান করা অধিনায়ক টম ল্যাথামকে বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েকেও ডানা মেলতে দেননি ইবাদত হোসেন ৷ ১৩ করে ফেরেন কনওয়ে ৷ তখন নিউজিল্যান্ডের রান ৬৩। রস টেলর ও উইল ইয়ং ধাক্কা সামাল দিলেও পরে ইবাদত ৩ উইকেট নিয়ে ধসিয়ে দেন কিউই মিডল অর্ডার। দিন শেষে ৩৭ রানে অপরাজিত আছেন টেলর।
এর আগে দিনের শুরুটা দারুণভাবে করেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার ইয়াসির আলী ও মেহেদী হাসান মিরাজ। এই দুজন দারুণ এক জুটিতে এগিয়ে নেন দলকে। এ সময় ভাগ্যের কিছুটা সহায়তাও পেয়েছেন তাঁরা। দুইবার রিভিউ নিয়ে বেঁচেছেন মিরাজ। অবশেষে বাংলাদেশের প্রতিরোধ ভাঙে দলীয় ৪৪৫ রানে। ৪৭ রান করা মিরাজকে ফিরিয়ে দেন টিম সাউদি। বেশিক্ষণ টিকতে পারেননি ইয়াসিরও। দলীয় ৪৫০ রানে তাঁকে ফেরান কাইল জেমিসন। ২৬ রান আসে ইয়াসিরের ব্যাট থেকে।
দুই সেট ব্যাটারকে হারিয়ে গেল ইনিংস আর বড় করতে পারেনি বাংলাদেশ। গুটিয়ে যায় ৪৫৮ রানে। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাউদি, ৩ উইকেট নিয়েছেন নেইল ওয়াগনার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫