ব্রিসবেনে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে শেষ বল পর্যন্ত ছিল উত্তেজনা। বাংলাদেশ না জিম্বাবুয়ে—কে জিতবে, তা-ই যেন বুঝে ওঠা যাচ্ছিল না। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ৩ রানের জয় পায় বাংলাদেশ। এই ম্যাচে সবাই খুব নার্ভাস ছিলেন এমনটাই জানিয়েছেন তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ের জিততে শেষ বলে দরকার ছিল ৫ রান। এই বল নিয়েই হয় যত নাটকীয়তা।মোসাদ্দেক হোসেন সৈকতের বলে স্টাম্পিং হয়েছিলেন ব্লেসিং মুজারাবানি। তবে টিভি রিপ্লেতে দেখা যায়, স্টাম্পের আগে থেকে বল ধরেছিলেন নুরুল হাসান সোহান। এটাকে নো-বল ডাকেন আম্পায়াররা। শেষ বলটা তাই হয়ে যায় ফ্রি-হিট। আর ফ্রি-হিট বলটা মোসাদ্দেক ডট দিলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করলেন তাসকিন। বাংলাদেশের এই পেসার বলেন, ‘আমরা সবাই নার্ভাস ছিলাম। এটা খুবই দারুণ ম্যাচ ছিল। আমাদের জন্য সহজ ছিল না।’
এবারের বিশ্বকাপে দুটি ম্যাচ জেতে বাংলাদেশ। আর দুটি ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তাসকিন। ব্রিসবেনে আজ ৪ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। একটা ওভার মেডেনও দিয়েছিলেন। নিজের প্রক্রিয়ায় ফোকাস রাখার ফলাফল পাচ্ছেন বলে জানিয়েছেন তাসকিন।
তাসকিনের সঙ্গে আরেক পেসার মোস্তাফিজুর রহমানও আজ নিয়েছেন ২ উইকেট। তাসকিন মনে করেন, একঝাঁক দুর্দান্ত ফাস্ট বোলার বাংলাদেশের আছেন। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এবং সাপোর্টিং স্টাফকেও ধন্যবাদ জানালেন তাসকিন। বাংলাদেশের এই পেসার বলেন, ‘নিজের প্রক্রিয়ায় ফোকাস রাখছিলাম এবং এটাই তার ফলাফল। সবকিছু ভালোভাবেই হচ্ছে। আমাদের একঝাঁক দারুণ ফাস্ট বোলার আছে এবং উন্নতি করছে। অ্যালান ডোনাল্ড এবং অন্যান্য সাপোর্টিং স্টাফও সাহায্য করছেন। আশা করি, সামনে আমরা আরও উন্নতি করব।’
ব্রিসবেনে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে শেষ বল পর্যন্ত ছিল উত্তেজনা। বাংলাদেশ না জিম্বাবুয়ে—কে জিতবে, তা-ই যেন বুঝে ওঠা যাচ্ছিল না। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ৩ রানের জয় পায় বাংলাদেশ। এই ম্যাচে সবাই খুব নার্ভাস ছিলেন এমনটাই জানিয়েছেন তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ের জিততে শেষ বলে দরকার ছিল ৫ রান। এই বল নিয়েই হয় যত নাটকীয়তা।মোসাদ্দেক হোসেন সৈকতের বলে স্টাম্পিং হয়েছিলেন ব্লেসিং মুজারাবানি। তবে টিভি রিপ্লেতে দেখা যায়, স্টাম্পের আগে থেকে বল ধরেছিলেন নুরুল হাসান সোহান। এটাকে নো-বল ডাকেন আম্পায়াররা। শেষ বলটা তাই হয়ে যায় ফ্রি-হিট। আর ফ্রি-হিট বলটা মোসাদ্দেক ডট দিলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করলেন তাসকিন। বাংলাদেশের এই পেসার বলেন, ‘আমরা সবাই নার্ভাস ছিলাম। এটা খুবই দারুণ ম্যাচ ছিল। আমাদের জন্য সহজ ছিল না।’
এবারের বিশ্বকাপে দুটি ম্যাচ জেতে বাংলাদেশ। আর দুটি ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তাসকিন। ব্রিসবেনে আজ ৪ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। একটা ওভার মেডেনও দিয়েছিলেন। নিজের প্রক্রিয়ায় ফোকাস রাখার ফলাফল পাচ্ছেন বলে জানিয়েছেন তাসকিন।
তাসকিনের সঙ্গে আরেক পেসার মোস্তাফিজুর রহমানও আজ নিয়েছেন ২ উইকেট। তাসকিন মনে করেন, একঝাঁক দুর্দান্ত ফাস্ট বোলার বাংলাদেশের আছেন। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এবং সাপোর্টিং স্টাফকেও ধন্যবাদ জানালেন তাসকিন। বাংলাদেশের এই পেসার বলেন, ‘নিজের প্রক্রিয়ায় ফোকাস রাখছিলাম এবং এটাই তার ফলাফল। সবকিছু ভালোভাবেই হচ্ছে। আমাদের একঝাঁক দারুণ ফাস্ট বোলার আছে এবং উন্নতি করছে। অ্যালান ডোনাল্ড এবং অন্যান্য সাপোর্টিং স্টাফও সাহায্য করছেন। আশা করি, সামনে আমরা আরও উন্নতি করব।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫