নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দলের ব্যাটিং বিপর্যয় দেখে তামিম ইকবালের মতো ওপেনারকে নিচের দিকে খেলানো গেলে ভালো হতো বলে মত দিয়েছিলেন জেমি সিডন্স। তামিমকে ব্যাটিং অর্ডারের চার নম্বরে খেলানো গেলে দারুণ কিছু হতো বলেই মনে করেন বাংলাদেশ দলের এই ব্যাটিং পরামর্শক। তবে দেশে তামিমের মতো ওপেনার না থাকায় সেটা সম্ভব নয় বলেও জানিয়েছিলেন তিনি।
সিডন্সের সেই মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন তামিম। আজ দুই বছরের জন্য রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তামিমকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘যে ব্যক্তি এই প্রশ্নটা করেছে, তাঁর মাথায় কি আছে...আমার কোনো ধারণা নেই। কিন্তু প্রশ্নটা ছিল খুবই স্টুপিড...। আমি নিজের কাছে চারে ব্যাটিং করার কোনো কারণই খুঁজে পাই না। ১৭ বছর ধরে আমি ওপেনিংয়ে ভালোই করছি।’
প্রায় দেড় দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে তামিম ৩৭০টি ম্যাচ খেলে ব্যাটিং করেছেন ৪২৯ ইনিংসে। যেখানে ৪২৮ ইনিংসেই তামিম ছিলেন ওপেনার। দীর্ঘ ক্যারিয়ারে একটিমাত্র ইনিংসে পাঁচ নম্বরে নামতে হয়েছে তামিমকে। ২০১৭ সালে পচেফস্ট্রুম টেস্টে ৪৯ মিনিট ফিল্ডিংয়ের বাইরে থাকার সময় দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করায় তামিমকে বাধ্য হয়ে দেরিতে নামতে হয়। এ ছাড়া তামিম মানেই ওপেনার, বাংলাদেশ ক্রিকেটে এর ব্যত্যয় এখন পর্যন্ত ঘটেনি।
অথচ কাল মিরপুরে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন শেষে সিডন্স বলছিলেন, ‘একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে আমার ধারণা। আমার মতে, চার নম্বরে সে খুবই ভালো করবে।’
তবে তামিমের চারে ব্যাটিং করা মানে ইনিংসের উদ্বোধনে শূন্যতা তৈরি হওয়া। সেই চ্যালেঞ্জ নিয়েও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে, ‘তার আগে তো আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে! ঘরোয়া ক্রিকেটে বা ‘এ’ দলে কিংবা টাইগার্সে পারফর্ম করেনি, এমন কাউকে স্রেফ ওপরে ঠেলে দিতে পারি না। এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য। তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে।’
দলের ব্যাটিং বিপর্যয় দেখে তামিম ইকবালের মতো ওপেনারকে নিচের দিকে খেলানো গেলে ভালো হতো বলে মত দিয়েছিলেন জেমি সিডন্স। তামিমকে ব্যাটিং অর্ডারের চার নম্বরে খেলানো গেলে দারুণ কিছু হতো বলেই মনে করেন বাংলাদেশ দলের এই ব্যাটিং পরামর্শক। তবে দেশে তামিমের মতো ওপেনার না থাকায় সেটা সম্ভব নয় বলেও জানিয়েছিলেন তিনি।
সিডন্সের সেই মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন তামিম। আজ দুই বছরের জন্য রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তামিমকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘যে ব্যক্তি এই প্রশ্নটা করেছে, তাঁর মাথায় কি আছে...আমার কোনো ধারণা নেই। কিন্তু প্রশ্নটা ছিল খুবই স্টুপিড...। আমি নিজের কাছে চারে ব্যাটিং করার কোনো কারণই খুঁজে পাই না। ১৭ বছর ধরে আমি ওপেনিংয়ে ভালোই করছি।’
প্রায় দেড় দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে তামিম ৩৭০টি ম্যাচ খেলে ব্যাটিং করেছেন ৪২৯ ইনিংসে। যেখানে ৪২৮ ইনিংসেই তামিম ছিলেন ওপেনার। দীর্ঘ ক্যারিয়ারে একটিমাত্র ইনিংসে পাঁচ নম্বরে নামতে হয়েছে তামিমকে। ২০১৭ সালে পচেফস্ট্রুম টেস্টে ৪৯ মিনিট ফিল্ডিংয়ের বাইরে থাকার সময় দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করায় তামিমকে বাধ্য হয়ে দেরিতে নামতে হয়। এ ছাড়া তামিম মানেই ওপেনার, বাংলাদেশ ক্রিকেটে এর ব্যত্যয় এখন পর্যন্ত ঘটেনি।
অথচ কাল মিরপুরে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন শেষে সিডন্স বলছিলেন, ‘একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে আমার ধারণা। আমার মতে, চার নম্বরে সে খুবই ভালো করবে।’
তবে তামিমের চারে ব্যাটিং করা মানে ইনিংসের উদ্বোধনে শূন্যতা তৈরি হওয়া। সেই চ্যালেঞ্জ নিয়েও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে, ‘তার আগে তো আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে! ঘরোয়া ক্রিকেটে বা ‘এ’ দলে কিংবা টাইগার্সে পারফর্ম করেনি, এমন কাউকে স্রেফ ওপরে ঠেলে দিতে পারি না। এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য। তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫