প্রত্যাবর্তনটা দুর্দান্ত হয়েছে তামিম ইকবালের। বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেই ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিটি চ্যাম্পিয়ন হয়েছে।
শুধু অধিনায়কত্ব করেই নিজের কাজ শেষ করেননি তামিম। দলকে সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৯২ রান নিয়ে প্রথমবারের মতো বিপিএলের সেরা খেলোয়াড় হয়েছেন। মাঠে ফেরাটা দুর্দান্ত হওয়ায় তাই কৌতূহল জেগেছে আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরছেন তিনি।
সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম। এরপর বাংলাদেশের ক্রিকেটে অনেক ঘটনাই ঘটে গেছে। ফেরার বিষয়ে মাঝে তাঁর সঙ্গে বসার কথা ছিল বিসিবির। তবে দুই পক্ষের সেই আলোচনা এখনো হয়নি। তাই বিপিএলের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই প্রশ্ন উঠেছে, নতুন প্রধান নির্বাচকের সঙ্গে তাঁর কথা হয়েছে কি না।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে তামিম বলেছেন, ‘না, আমার সঙ্গে তাঁর (নতুন প্রধান নির্বাচক) কোনো কথাবার্তা হয়নি। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলতে অ্যাভেইলেবল ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত...আমার সঙ্গে বসার কথা ছিল। তবে আমাদের একটা যোগাযোগ আছে। কাল সকালে আমি আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি, ফেরার পর আমরা বসব।’
ফেরার বিষয়ে বৈঠকে নিজের বিষয়গুলো পরিষ্কার করবেন বলে জানিয়েছেন তামিম। তিনি বলেছেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই, আমার ফিরে আসতে অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নেই। কারণ, আমি ক্যারিয়ারের এমন অবস্থায় আছি, হয়তো আর দুই বছর খেলতে পারব। ওই কথাগুলো ওনাদের সঙ্গে বলতে হবে। এখনো যেহেতু ওনাদের সঙ্গে চূড়ান্ত কথা হয়নি, তাই কোনো কিছু এই সংবাদ সম্মেলনে বলা ঠিক হবে না।’
প্রত্যাবর্তনটা দুর্দান্ত হয়েছে তামিম ইকবালের। বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেই ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিটি চ্যাম্পিয়ন হয়েছে।
শুধু অধিনায়কত্ব করেই নিজের কাজ শেষ করেননি তামিম। দলকে সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৯২ রান নিয়ে প্রথমবারের মতো বিপিএলের সেরা খেলোয়াড় হয়েছেন। মাঠে ফেরাটা দুর্দান্ত হওয়ায় তাই কৌতূহল জেগেছে আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরছেন তিনি।
সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম। এরপর বাংলাদেশের ক্রিকেটে অনেক ঘটনাই ঘটে গেছে। ফেরার বিষয়ে মাঝে তাঁর সঙ্গে বসার কথা ছিল বিসিবির। তবে দুই পক্ষের সেই আলোচনা এখনো হয়নি। তাই বিপিএলের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই প্রশ্ন উঠেছে, নতুন প্রধান নির্বাচকের সঙ্গে তাঁর কথা হয়েছে কি না।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে তামিম বলেছেন, ‘না, আমার সঙ্গে তাঁর (নতুন প্রধান নির্বাচক) কোনো কথাবার্তা হয়নি। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলতে অ্যাভেইলেবল ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত...আমার সঙ্গে বসার কথা ছিল। তবে আমাদের একটা যোগাযোগ আছে। কাল সকালে আমি আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি, ফেরার পর আমরা বসব।’
ফেরার বিষয়ে বৈঠকে নিজের বিষয়গুলো পরিষ্কার করবেন বলে জানিয়েছেন তামিম। তিনি বলেছেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই, আমার ফিরে আসতে অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নেই। কারণ, আমি ক্যারিয়ারের এমন অবস্থায় আছি, হয়তো আর দুই বছর খেলতে পারব। ওই কথাগুলো ওনাদের সঙ্গে বলতে হবে। এখনো যেহেতু ওনাদের সঙ্গে চূড়ান্ত কথা হয়নি, তাই কোনো কিছু এই সংবাদ সম্মেলনে বলা ঠিক হবে না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫