নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
বাংলাদেশ অধিনায়ক শান্তর কথারই প্রতিদান সিলেটে দিচ্ছেন নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ঘণ্টায় ১৪০ কিলোমিটারেরও বেশি গতির বোলিংয়ের সঙ্গে বাউন্সার দিচ্ছেন তিনি। আজ দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে জিম্বাবুয়ে যে ৪ উইকেট হারিয়েছে, তিনটিই দিয়েছেন বাংলাদেশের এই গতিতারকা।
প্রথম ইনিংসে ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৭ রান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। দিনের খেলা শুরুর দ্বিতীয় ওভারেই সফরকারীদের উইকেট তুলে নিলেন নাহিদ রানা। ১৭তম ওভারের পঞ্চম বলে রানার বাউন্সারে হতভম্ব হয়ে যান বেন কারেন। এজ হওয়া বল শর্ট লেগে ডাইভ দিয়ে ধরেন মুমিনুল হক। কারেন করেছেন ১৮ রান। ব্রায়ান বেনেটের সঙ্গে ১০৩ বলে ৬৯ রানের উদ্বোধনী জুটি গড়েন কারেন।
জিম্বাবুয়ের আরেক ওপেনার বেনেটকেও ফিরিয়েছেন নাহিদ রানা। ২১তম ওভারের শেষ বলে রানার শর্ট বল আপার কাট করতে যান বেনেট। উইকেটরক্ষক জাকের আলী অনিক সেটা সহজেই তালুবন্দী করেন। ৬৪ বলে ১০ চারে বেনেট করেছেন ৫৭ রান। তিন বল পরেই নিক ওয়েলচকে (২) অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন হাসান মাহমুদ। বেনেট, ওয়েলচকে দ্রুত হারিয়ে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ২১.৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান।
হঠাৎ খেই হারানো জিম্বাবুয়ের হাল ধরেন অধিনায়ক ক্রেগ আরভিন ও শন উইলিয়ামস। চতুর্থ উইকেটে ৯০ বলে ৪১ রানের জুটি গড়েন আরভিন ও উইলিয়ামস। এই জুটিও ভেঙেছেন নাহিদ রানা। উইকেটটা বাংলাদেশ আদায় করেছে রিভিউ নিয়ে। ৩৭তম ওভারের তৃতীয় বলে রানার হঠাৎ লাফিয়ে ওঠা বল ছাড়তে যান আরভিন। জাকের ক্যাচের আবেদন করলেও আম্পায়ার আমলে নেননি। শান্ত রিভিউ নিলে দেখা যায়, এজ ধরা পড়েছে। ৮ রান করা আরভিন বিদায় নিলে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ৩৬.৩ ওভারে ৪ উইকেটে ১২৯ রান।
আরভিনের বিদায়ের পর লাঞ্চ বিরতির আগে খেলা হয়েছে ৯ বল। প্রথম ইনিংসে ৩৮ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান করে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে সফরকারীরা। অভিজ্ঞ শন উইলিয়ামস ৫৭ বলে ৩৩ রানে ব্যাটিং করছেন। সদ্য ব্যাটিংয়ে আসা ওয়েসলি মাধেভেরে করেন ৪ রান।
আরও পড়ুন:
টেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
বাংলাদেশ অধিনায়ক শান্তর কথারই প্রতিদান সিলেটে দিচ্ছেন নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ঘণ্টায় ১৪০ কিলোমিটারেরও বেশি গতির বোলিংয়ের সঙ্গে বাউন্সার দিচ্ছেন তিনি। আজ দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে জিম্বাবুয়ে যে ৪ উইকেট হারিয়েছে, তিনটিই দিয়েছেন বাংলাদেশের এই গতিতারকা।
প্রথম ইনিংসে ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৭ রান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। দিনের খেলা শুরুর দ্বিতীয় ওভারেই সফরকারীদের উইকেট তুলে নিলেন নাহিদ রানা। ১৭তম ওভারের পঞ্চম বলে রানার বাউন্সারে হতভম্ব হয়ে যান বেন কারেন। এজ হওয়া বল শর্ট লেগে ডাইভ দিয়ে ধরেন মুমিনুল হক। কারেন করেছেন ১৮ রান। ব্রায়ান বেনেটের সঙ্গে ১০৩ বলে ৬৯ রানের উদ্বোধনী জুটি গড়েন কারেন।
জিম্বাবুয়ের আরেক ওপেনার বেনেটকেও ফিরিয়েছেন নাহিদ রানা। ২১তম ওভারের শেষ বলে রানার শর্ট বল আপার কাট করতে যান বেনেট। উইকেটরক্ষক জাকের আলী অনিক সেটা সহজেই তালুবন্দী করেন। ৬৪ বলে ১০ চারে বেনেট করেছেন ৫৭ রান। তিন বল পরেই নিক ওয়েলচকে (২) অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন হাসান মাহমুদ। বেনেট, ওয়েলচকে দ্রুত হারিয়ে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ২১.৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান।
হঠাৎ খেই হারানো জিম্বাবুয়ের হাল ধরেন অধিনায়ক ক্রেগ আরভিন ও শন উইলিয়ামস। চতুর্থ উইকেটে ৯০ বলে ৪১ রানের জুটি গড়েন আরভিন ও উইলিয়ামস। এই জুটিও ভেঙেছেন নাহিদ রানা। উইকেটটা বাংলাদেশ আদায় করেছে রিভিউ নিয়ে। ৩৭তম ওভারের তৃতীয় বলে রানার হঠাৎ লাফিয়ে ওঠা বল ছাড়তে যান আরভিন। জাকের ক্যাচের আবেদন করলেও আম্পায়ার আমলে নেননি। শান্ত রিভিউ নিলে দেখা যায়, এজ ধরা পড়েছে। ৮ রান করা আরভিন বিদায় নিলে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ৩৬.৩ ওভারে ৪ উইকেটে ১২৯ রান।
আরভিনের বিদায়ের পর লাঞ্চ বিরতির আগে খেলা হয়েছে ৯ বল। প্রথম ইনিংসে ৩৮ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান করে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে সফরকারীরা। অভিজ্ঞ শন উইলিয়ামস ৫৭ বলে ৩৩ রানে ব্যাটিং করছেন। সদ্য ব্যাটিংয়ে আসা ওয়েসলি মাধেভেরে করেন ৪ রান।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫