Ajker Patrika

চট্টগ্রাম টেস্টে নেই সাকিব, নিউজিল্যান্ড সফরে নেই তামিম

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম টেস্টে নেই সাকিব, নিউজিল্যান্ড সফরে নেই তামিম

সাকিব আল হাসানকে রেখেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও তারকা অলরাউন্ডারকে রাখা হয়েছে তাঁর হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার শর্তে। 

আজ সাকিবের এমআরআই করা হলেও তাঁকে নিয়ে তেমন সুখবর মেলেনি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘প্রথম টেস্টে সে (সাকিব) খেলতে পারবে না।’ 

টেস্ট খেলতে আজ বিকেলে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান দল। এ দিকে আঙুলের চোটে পড়া আরেক তারকা তামিম ইকবালকে নিউজিল্যান্ড সফরেও পাওয়া যাচ্ছে না বলে নিশ্চিত করেছেন নান্নু ও বিসিবির পরিচালক আকরাম খান। তার মানে, দেশসেরা ওপেনারকে এ বছর আর পাওয়া যাচ্ছে না। 

কিউইদের বিপক্ষে আগামী বছরের প্রথম দিনেই টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তামিম সর্বশেষ টেস্ট খেলেছেন গত এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে। 

অবাক মনে হলেও সত্যি, সাকিব-তামিম একসঙ্গে কোনো টেস্ট খেলেছিলেন সেই ২০১৭ সালের সেপ্টেম্বরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামে! 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত