অনলাইন ডেস্ক
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরির পর ছিল না এনামুল হক বিজয়ের কোনো উদযাপন। কারণ, দুর্বার রাজশাহী হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই তাঁর মন খারাপ ছিল।ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে কাঁদতে দেখা গেছে। সেঞ্চুরির ২৪ ঘণ্টা না জেতেই হারালেন অধিনায়কত্বও।
দুর্বার রাজশাহী আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজয়কে নেতৃত্ব থেকে সরানোর কথা জানিয়েছে। ব্যাটিংয়ে মনোযোগী হতেই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বলে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছে। টুর্নামেন্টের বাকি অংশে রাজশাহীকে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। তবে সূত্রে জানা গেছে, কদিন আগে টিম হোটেলে দলের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে পারিশ্রমিকসহ বেশ কিছু ইস্যুতে কথা কাটাকাটি হয়েছে বিজয়ের। যেখানে বিজয়, তাসকিন আহমেদ, ইয়াসির আলী চৌধুরী রাব্বিসহ স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করার ব্যাপারটা চট্টগ্রাম পর্ব শুরুর আগেই ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে ১৬ জানুয়ারি ম্যাচ ফির ২৫ শতাংশ দিয়ে দেওয়া হয়েছিল চট্টগ্রাম পর্ব শুরুর দিনই।
৮ ম্যাচে ৩২৪ রান করে এবারের বিপিএলে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক বিজয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৭ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা তাঁর তৃতীয় সেঞ্চুরি। বিজয়ের সেঞ্চুরির রাতে খুলনা জেতে ৭ রানে।
বিজয়ের সতীর্থ তাসকিন আহমেদ এখনো পর্যন্ত এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট নিয়েছেন। ৮ ম্যাচে ৬.৭০ ইকোনমিতে নিয়েছেন ১৮ উইকেট। যেখানে এক ম্যাচে ৭ উইকেট নিয়ে রেকর্ড বই ওলটপালট করে দেন। ৮ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে রাজশাহী পয়েন্ট তালিকার পাঁচে অবস্থান করছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে দুর্বার রাজশাহী-চিটাগং কিংসের ম্যাচ।
আরও পড়ুন:
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরির পর ছিল না এনামুল হক বিজয়ের কোনো উদযাপন। কারণ, দুর্বার রাজশাহী হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই তাঁর মন খারাপ ছিল।ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে কাঁদতে দেখা গেছে। সেঞ্চুরির ২৪ ঘণ্টা না জেতেই হারালেন অধিনায়কত্বও।
দুর্বার রাজশাহী আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজয়কে নেতৃত্ব থেকে সরানোর কথা জানিয়েছে। ব্যাটিংয়ে মনোযোগী হতেই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বলে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছে। টুর্নামেন্টের বাকি অংশে রাজশাহীকে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। তবে সূত্রে জানা গেছে, কদিন আগে টিম হোটেলে দলের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে পারিশ্রমিকসহ বেশ কিছু ইস্যুতে কথা কাটাকাটি হয়েছে বিজয়ের। যেখানে বিজয়, তাসকিন আহমেদ, ইয়াসির আলী চৌধুরী রাব্বিসহ স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করার ব্যাপারটা চট্টগ্রাম পর্ব শুরুর আগেই ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে ১৬ জানুয়ারি ম্যাচ ফির ২৫ শতাংশ দিয়ে দেওয়া হয়েছিল চট্টগ্রাম পর্ব শুরুর দিনই।
৮ ম্যাচে ৩২৪ রান করে এবারের বিপিএলে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক বিজয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৭ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা তাঁর তৃতীয় সেঞ্চুরি। বিজয়ের সেঞ্চুরির রাতে খুলনা জেতে ৭ রানে।
বিজয়ের সতীর্থ তাসকিন আহমেদ এখনো পর্যন্ত এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট নিয়েছেন। ৮ ম্যাচে ৬.৭০ ইকোনমিতে নিয়েছেন ১৮ উইকেট। যেখানে এক ম্যাচে ৭ উইকেট নিয়ে রেকর্ড বই ওলটপালট করে দেন। ৮ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে রাজশাহী পয়েন্ট তালিকার পাঁচে অবস্থান করছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে দুর্বার রাজশাহী-চিটাগং কিংসের ম্যাচ।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫