নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল ৯টা থেকে কন্ডিশনিং ক্যাম্পের খেলোয়াড়েরা অনুশীলন করছিলেন। এর ফাঁকেই বিশ্বকাপ ট্রফি হাতে মাঠে দেখা গেল মুশফিকুর রহিমকে। মাঠের এক কোণে রাখা হলো ট্রফি। এরপর ক্রিকেটাররা সবাই একসঙ্গে তুললেন ছবি। কেউ আবার একক পোজও দিলেন আলোকচিত্রীকে।
স্বপ্নের বিশ্বকাপ ট্রফি কাছে পেয়ে চুমু এঁকে দিতেও ছাড়লেন না শামীম পাটোয়ারি। সেটি আবার মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। তানজিদ হাসান তামিম বা তানজিম হাসান সাকিবের মতো একেবারে তরুণ ক্রিকেটারদের সঙ্গে থাকলেন মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা। তাঁদের সঙ্গে যুক্ত হন মাঠে থাকা কোচিং স্টাফের সদস্যরা। কোচ চন্ডিকা হাথুরুসিংহে না থাকলেও ছিলেন সহকারী কোচ নিক পোথাস। তবে দেখা গেল না কদিন আগে ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া তামিম ইকবালকে।
এরপর ট্রফি নেওয়া হয় মিডিয়া সেন্টারের সামনে। সেখানে সাবেক ক্রিকেটার, বিসিবি সংশ্লিষ্টরা, নারী দলের ক্রিকেটার, বিকেএসপির শিক্ষার্থী, সংবাদমাধ্যম ও সমর্থকেরাও ছবি তুললেন। নির্বাচক হাবিবুল বাশার সুমনও ছিলেন সেখানে। ছবি তোলার পর বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে।
অনেক দিন ধরেই ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স করছে বাংলাদেশ। তাই এই বিশ্বকাপে দলের কাছে ভালো কিছু আশা করছেন সুমন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নির্বাচক বলেন, ‘বিশ্বকাপ খেলাটাই আসলে বিশেষ একটা কিছু। প্রতিটা বিশ্বকাপ আসে আশা নিয়ে, দিনে দিনে আশা বাড়ছে। আমরা যখন প্রথম শুরু করেছিলাম, আর এবারের বিশ্বকাপটা আবার শুরু করছি। আশা প্রতিবার পরিবর্তন হচ্ছে। আর এবার আমার মনে হয় আশাটা সবারই একটু বেশি। কারণ গত দুই বছর ধরে খুব ভালো খেলছি আমরা ৫০ ওভারের সংস্করণে।’
এবার শুধু খেলতে নয়, ট্রফির কাছাকাছি যেতে চায় বাংলাদেশ দল। দলের সেই স্বপ্নই যেন সংবাদমাধ্যমের কাছে তুলে ধরলেন এই নির্বাচক, ‘আমি এবার শুধু ভালো খেলতে চাই না, ভালো কিছু করতে চাই। ট্রফির কাছাকাছি যেতে চাই। এর আগেও আমরা ভালো খেলেছি বিশ্বকাপে। সেভাবে আশানুরূপ হয়নি ফল। ফলটা চাই অবশ্য (এবার)।’
তবে ট্রফির সঙ্গে ছবি তুলে তৃপ্ত নন সুমন। বিশ্বকাপ জিতে খোলা ট্রফিটা ধরতে চান তিনি। রোমাঞ্চিত বিসিবি নির্বাচক বললেন, ‘ট্রফিটা ছুঁতে পেরে খুব ভালো লাগছে, একটা স্বপ্ন তো থাকে। যদি খোলা ট্রফিটা ধরতে পারতাম জেতার পরে, তাহলে আরও ভালো লাগবে। একটু রোমাঞ্চ অনুভব করছি। আমাদের জন্য বিশ্বকাপ মনে হচ্ছে আজকে শুরু হয়ে গেল।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল ৯টা থেকে কন্ডিশনিং ক্যাম্পের খেলোয়াড়েরা অনুশীলন করছিলেন। এর ফাঁকেই বিশ্বকাপ ট্রফি হাতে মাঠে দেখা গেল মুশফিকুর রহিমকে। মাঠের এক কোণে রাখা হলো ট্রফি। এরপর ক্রিকেটাররা সবাই একসঙ্গে তুললেন ছবি। কেউ আবার একক পোজও দিলেন আলোকচিত্রীকে।
স্বপ্নের বিশ্বকাপ ট্রফি কাছে পেয়ে চুমু এঁকে দিতেও ছাড়লেন না শামীম পাটোয়ারি। সেটি আবার মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। তানজিদ হাসান তামিম বা তানজিম হাসান সাকিবের মতো একেবারে তরুণ ক্রিকেটারদের সঙ্গে থাকলেন মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা। তাঁদের সঙ্গে যুক্ত হন মাঠে থাকা কোচিং স্টাফের সদস্যরা। কোচ চন্ডিকা হাথুরুসিংহে না থাকলেও ছিলেন সহকারী কোচ নিক পোথাস। তবে দেখা গেল না কদিন আগে ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া তামিম ইকবালকে।
এরপর ট্রফি নেওয়া হয় মিডিয়া সেন্টারের সামনে। সেখানে সাবেক ক্রিকেটার, বিসিবি সংশ্লিষ্টরা, নারী দলের ক্রিকেটার, বিকেএসপির শিক্ষার্থী, সংবাদমাধ্যম ও সমর্থকেরাও ছবি তুললেন। নির্বাচক হাবিবুল বাশার সুমনও ছিলেন সেখানে। ছবি তোলার পর বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে।
অনেক দিন ধরেই ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স করছে বাংলাদেশ। তাই এই বিশ্বকাপে দলের কাছে ভালো কিছু আশা করছেন সুমন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নির্বাচক বলেন, ‘বিশ্বকাপ খেলাটাই আসলে বিশেষ একটা কিছু। প্রতিটা বিশ্বকাপ আসে আশা নিয়ে, দিনে দিনে আশা বাড়ছে। আমরা যখন প্রথম শুরু করেছিলাম, আর এবারের বিশ্বকাপটা আবার শুরু করছি। আশা প্রতিবার পরিবর্তন হচ্ছে। আর এবার আমার মনে হয় আশাটা সবারই একটু বেশি। কারণ গত দুই বছর ধরে খুব ভালো খেলছি আমরা ৫০ ওভারের সংস্করণে।’
এবার শুধু খেলতে নয়, ট্রফির কাছাকাছি যেতে চায় বাংলাদেশ দল। দলের সেই স্বপ্নই যেন সংবাদমাধ্যমের কাছে তুলে ধরলেন এই নির্বাচক, ‘আমি এবার শুধু ভালো খেলতে চাই না, ভালো কিছু করতে চাই। ট্রফির কাছাকাছি যেতে চাই। এর আগেও আমরা ভালো খেলেছি বিশ্বকাপে। সেভাবে আশানুরূপ হয়নি ফল। ফলটা চাই অবশ্য (এবার)।’
তবে ট্রফির সঙ্গে ছবি তুলে তৃপ্ত নন সুমন। বিশ্বকাপ জিতে খোলা ট্রফিটা ধরতে চান তিনি। রোমাঞ্চিত বিসিবি নির্বাচক বললেন, ‘ট্রফিটা ছুঁতে পেরে খুব ভালো লাগছে, একটা স্বপ্ন তো থাকে। যদি খোলা ট্রফিটা ধরতে পারতাম জেতার পরে, তাহলে আরও ভালো লাগবে। একটু রোমাঞ্চ অনুভব করছি। আমাদের জন্য বিশ্বকাপ মনে হচ্ছে আজকে শুরু হয়ে গেল।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫