ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টিতে যুগের সঙ্গে তাল মিলিয়ে ব্যাটিংয়ের অভ্যাস যে গড়েই তুলতে পারেনি বাংলাদেশ। পাল্লেকেলেতে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের শুরু ও শেষটা ভালো হলেও স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা করতে পারেনি। বারবার ম্যাচ হেরে বাজে ব্যাটিংয়ের খেসারত দিতে হচ্ছে তাদের।
পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ টস হেরে প্রথমে ব্যাটিং পেয়েছিল। সপ্তম থেকে ১৬—এই ১০ ওভারে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ যোগ করেছে ৬২ রান। এই সময় তারা হারিয়েছে ৩ উইকেট। টি-টোয়েন্টিতে বাংলাদেশের রানরেট হঠাৎ করে ওয়ানডের মতো হয়ে যাওয়ার কারণ মূলত নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিং। পঞ্চম উইকেটে মিরাজ-নাঈম গড়েছেন ৩৬ বলে ৪৬ রানের জুটি। নাঈম শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও তিনি করেছেন ২৯ বলে ৩২ রান। মিরাজের স্ট্রাইকরেট ছিল ১২৬.০৮।
শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হারের পর গত রাতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। মিরাজ-নাঈমের ধীরগতির ব্যাটিং যে বাংলাদেশের সর্বনাশ করেছে, সেই প্রশ্ন এসেছে মুশতাকের কাছে। যদিও মুশতাক তাঁদের (মিরাজ-নাঈম) আগলে রেখেছেন। বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, ‘না। ক্রিকেট তো ক্রিকেট। ক্রাইম এখানে নিয়ে আসবেন না। ক্রাইম অনেক খারাপ শব্দ। তারা (মিরাজ-নাঈম) সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। তারা প্রতি বলে আক্রমণ করার চেষ্টা করে গেছে। কোচ হিসেবে এটা দেখেছি আমি। তারাও হতাশ।’
১৫৫ রানের লক্ষ্যে নেমে ৪.৪ ওভারে ১ উইকেটে ৭৮ রান হয়ে যায় শ্রীলঙ্কার স্কোর। লঙ্কানদের দ্রুত ম্যাচ জেতা তখন ছিল সময়ের অপেক্ষা। তবে স্বাগতিকদের ম্যাচ জিততে অপেক্ষা করতে হয়েছে ১৯ ওভার পর্যন্ত। ১৯তম ওভারের শেষ বলে তানজিম হাসান সাকিবকে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। মুশতাকের মতে স্কোরবোর্ডে আরও কিছু রান যোগ হলে বাংলাদেশ ম্যাচটা জিততেও পারত। বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, ‘৪ ওভারে ৮০ রান ছিল শ্রীলঙ্কার। পরে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। যদি আমরা ১৭০ রান করতাম, তাহলে কী হতো? ফলে আমাদের দ্রুত শিখতে হবে এবং দ্রুত মুভ অন করতে হবে। এখান থেকে এগিয়ে যেতে হবে।’
শ্রীলঙ্কার এক ওভার হাতে রেখে ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন কুশল মেন্ডিস। ৫১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৭৩ রান করেন তিনি। টি-টোয়েন্টিতে বাংলাদেশে মেন্ডিসের মতো ব্যাটার দরকার বলে মনে করছেন মুশতাক। বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, ‘সঠিক বলেছেন। আমাদের মধ্যে থেকে যারা ফর্মে আছে, ৩০-৪০ রান করে আউট হয়ে যাচ্ছে। তাদের মধ্যে কাউকে মেন্ডিসের মত করে আমাদের হয়ে কাজটা করে দিতে হবে। আমাদের ব্যাটিংয়ের জন্য এটা জরুরি।’
টি-টোয়েন্টি সিরিজ জিততে হলে বাংলাদেশের এখন সিরিজের বাকি দুই ম্যাচই জিততে হবে। ১৩ জুলাই ডাম্বুলায় হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ-শ্রীলঙ্কাকে বদলাতে হবে ভেন্যু। কলম্বোর প্রেমাদাসায় ১৬ জুলাই হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।
টি-টোয়েন্টিতে যুগের সঙ্গে তাল মিলিয়ে ব্যাটিংয়ের অভ্যাস যে গড়েই তুলতে পারেনি বাংলাদেশ। পাল্লেকেলেতে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের শুরু ও শেষটা ভালো হলেও স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা করতে পারেনি। বারবার ম্যাচ হেরে বাজে ব্যাটিংয়ের খেসারত দিতে হচ্ছে তাদের।
পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ টস হেরে প্রথমে ব্যাটিং পেয়েছিল। সপ্তম থেকে ১৬—এই ১০ ওভারে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ যোগ করেছে ৬২ রান। এই সময় তারা হারিয়েছে ৩ উইকেট। টি-টোয়েন্টিতে বাংলাদেশের রানরেট হঠাৎ করে ওয়ানডের মতো হয়ে যাওয়ার কারণ মূলত নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিং। পঞ্চম উইকেটে মিরাজ-নাঈম গড়েছেন ৩৬ বলে ৪৬ রানের জুটি। নাঈম শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও তিনি করেছেন ২৯ বলে ৩২ রান। মিরাজের স্ট্রাইকরেট ছিল ১২৬.০৮।
শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হারের পর গত রাতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। মিরাজ-নাঈমের ধীরগতির ব্যাটিং যে বাংলাদেশের সর্বনাশ করেছে, সেই প্রশ্ন এসেছে মুশতাকের কাছে। যদিও মুশতাক তাঁদের (মিরাজ-নাঈম) আগলে রেখেছেন। বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, ‘না। ক্রিকেট তো ক্রিকেট। ক্রাইম এখানে নিয়ে আসবেন না। ক্রাইম অনেক খারাপ শব্দ। তারা (মিরাজ-নাঈম) সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। তারা প্রতি বলে আক্রমণ করার চেষ্টা করে গেছে। কোচ হিসেবে এটা দেখেছি আমি। তারাও হতাশ।’
১৫৫ রানের লক্ষ্যে নেমে ৪.৪ ওভারে ১ উইকেটে ৭৮ রান হয়ে যায় শ্রীলঙ্কার স্কোর। লঙ্কানদের দ্রুত ম্যাচ জেতা তখন ছিল সময়ের অপেক্ষা। তবে স্বাগতিকদের ম্যাচ জিততে অপেক্ষা করতে হয়েছে ১৯ ওভার পর্যন্ত। ১৯তম ওভারের শেষ বলে তানজিম হাসান সাকিবকে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। মুশতাকের মতে স্কোরবোর্ডে আরও কিছু রান যোগ হলে বাংলাদেশ ম্যাচটা জিততেও পারত। বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, ‘৪ ওভারে ৮০ রান ছিল শ্রীলঙ্কার। পরে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। যদি আমরা ১৭০ রান করতাম, তাহলে কী হতো? ফলে আমাদের দ্রুত শিখতে হবে এবং দ্রুত মুভ অন করতে হবে। এখান থেকে এগিয়ে যেতে হবে।’
শ্রীলঙ্কার এক ওভার হাতে রেখে ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন কুশল মেন্ডিস। ৫১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৭৩ রান করেন তিনি। টি-টোয়েন্টিতে বাংলাদেশে মেন্ডিসের মতো ব্যাটার দরকার বলে মনে করছেন মুশতাক। বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, ‘সঠিক বলেছেন। আমাদের মধ্যে থেকে যারা ফর্মে আছে, ৩০-৪০ রান করে আউট হয়ে যাচ্ছে। তাদের মধ্যে কাউকে মেন্ডিসের মত করে আমাদের হয়ে কাজটা করে দিতে হবে। আমাদের ব্যাটিংয়ের জন্য এটা জরুরি।’
টি-টোয়েন্টি সিরিজ জিততে হলে বাংলাদেশের এখন সিরিজের বাকি দুই ম্যাচই জিততে হবে। ১৩ জুলাই ডাম্বুলায় হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ-শ্রীলঙ্কাকে বদলাতে হবে ভেন্যু। কলম্বোর প্রেমাদাসায় ১৬ জুলাই হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে