বাংলা টাইগার্সের দরকার ১৮ বলে ৭৩ রান। সেই মুহূর্তে স্কোরবোর্ডে দেখা গেল অধিনায়ক সাকিব আল হাসানের রান ৯ বলে ৩ রান। পরবর্তী সময় টেস্টের খোলস ছেড়ে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছেন ঠিকই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
শেখ জায়েদ স্টেডিয়ামে পড়ন্ত বিকেলে আজ সাকিব ১৯ বলে ২৯ রান করে অপরাজিত থেকেছেন। কিন্তু তাঁর এই স্কোর জয় তো দূরে থাক, আজমান বোল্টসের স্কোরের ধারেকাছেও বাংলা টাইগার্সকে নিয়ে যেতে পারেনি। আবুধাবি টি-টেনের চলতি মৌসুমে এবার সাকিবের দল হেরেছে ৩১ রানে।
১৩৪ রানের লক্ষ্যে নামা বাংলা টাইগার্সের স্কোর একপর্যায়ে হয়ে যায় ৭ ওভারে ৫ উইকেটে ৬১ রান। হাত থেকে ম্যাচ প্রায় ফস্কে যাওয়ার পর ঘুম ভাঙল সাকিবের দলের। শেষ তিন ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রান যোগ করে বাংলা টাইগার্স। নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১০২ রানে থেমে যায় দলটির ইনিংস। বাংলা টাইগার্সের ইনিংস সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন সাকিব। ১৯ বলের ইনিংসে ৪ চার ও ১ ছক্কা মারেন তিনি। আজমান বোল্টসের মুহাম্মদ মোহসিন নিয়েছেন ২ উইকেট। ২ ওভার বোলিং করে খরচ করেন ২৪ রান।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা টাইগার্স। প্রথমে ব্যাটিং পাওয়া আজমান বোল্টস নির্ধারিত ১০ ওভারে ১ উইকেটে ১৩৩ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৭৫ রান করেন অ্যালেক্স হেলস। ৩০ বলের ইনিংসে ৬টি করে চার ও ছক্কা মারেন তিনি। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন। একমাত্র উইকেটটি পেয়েছেন সাকিব। আজমানের ওপেনার শেভন দানিয়েলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন সাকিব। বাংলা টাইগার্স অধিনায়ক ২ ওভার বোলিংয়ে খরচ করেন ১৭ রান।
প্রথম দুই ম্যাচ হেরে এবারের আবুধাবি টি-টেন শুরু করেছিল বাংলা টাইগার্স। সেখান থেকে টানা দুই ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সাকিবের দল। জয়ের ধারায় থাকা টাইগার্স আজ আবার হেরে বসল। ৫ ম্যাচে ২ জয় ও ৩ পরাজয়ে ৪ পয়েন্ট এখন সাকিবের দলের।
বাংলা টাইগার্সের দরকার ১৮ বলে ৭৩ রান। সেই মুহূর্তে স্কোরবোর্ডে দেখা গেল অধিনায়ক সাকিব আল হাসানের রান ৯ বলে ৩ রান। পরবর্তী সময় টেস্টের খোলস ছেড়ে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছেন ঠিকই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
শেখ জায়েদ স্টেডিয়ামে পড়ন্ত বিকেলে আজ সাকিব ১৯ বলে ২৯ রান করে অপরাজিত থেকেছেন। কিন্তু তাঁর এই স্কোর জয় তো দূরে থাক, আজমান বোল্টসের স্কোরের ধারেকাছেও বাংলা টাইগার্সকে নিয়ে যেতে পারেনি। আবুধাবি টি-টেনের চলতি মৌসুমে এবার সাকিবের দল হেরেছে ৩১ রানে।
১৩৪ রানের লক্ষ্যে নামা বাংলা টাইগার্সের স্কোর একপর্যায়ে হয়ে যায় ৭ ওভারে ৫ উইকেটে ৬১ রান। হাত থেকে ম্যাচ প্রায় ফস্কে যাওয়ার পর ঘুম ভাঙল সাকিবের দলের। শেষ তিন ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রান যোগ করে বাংলা টাইগার্স। নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১০২ রানে থেমে যায় দলটির ইনিংস। বাংলা টাইগার্সের ইনিংস সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন সাকিব। ১৯ বলের ইনিংসে ৪ চার ও ১ ছক্কা মারেন তিনি। আজমান বোল্টসের মুহাম্মদ মোহসিন নিয়েছেন ২ উইকেট। ২ ওভার বোলিং করে খরচ করেন ২৪ রান।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা টাইগার্স। প্রথমে ব্যাটিং পাওয়া আজমান বোল্টস নির্ধারিত ১০ ওভারে ১ উইকেটে ১৩৩ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৭৫ রান করেন অ্যালেক্স হেলস। ৩০ বলের ইনিংসে ৬টি করে চার ও ছক্কা মারেন তিনি। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন। একমাত্র উইকেটটি পেয়েছেন সাকিব। আজমানের ওপেনার শেভন দানিয়েলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন সাকিব। বাংলা টাইগার্স অধিনায়ক ২ ওভার বোলিংয়ে খরচ করেন ১৭ রান।
প্রথম দুই ম্যাচ হেরে এবারের আবুধাবি টি-টেন শুরু করেছিল বাংলা টাইগার্স। সেখান থেকে টানা দুই ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সাকিবের দল। জয়ের ধারায় থাকা টাইগার্স আজ আবার হেরে বসল। ৫ ম্যাচে ২ জয় ও ৩ পরাজয়ে ৪ পয়েন্ট এখন সাকিবের দলের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে