নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার প্রথম সন্তানের বাবা হয়েছেন। ছেলের মুখ দেখেই শ্রীলঙ্কাগামী বিমানে চেপেছেন। সেখানে গিয়ে তো ব্যস্ত হয়ে উঠলেন ক্রিকেট নিয়ে।
এই ব্যস্ততার মাঝেও ভুলে যাননি ছেলের কথা। আজ আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করার পর ছেলেকে দুই হাতে নিয়ে দোলানোর ভঙ্গিতে করলেন উদ্যাপন। হয়তো সেঞ্চুরিটাও উৎসর্গ করলেন সদ্য পৃথিবীতে আসা ছেলে ইজহান ইজহান মালিক আরাফকে।
আগের ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি ছাড়িয়ে সেঞ্চুরি দিকেও এগিয়ে গিয়েছিলেন। কিন্তু ৮৯ রানে আউট হয়ে গিয়েছিলেন। সেদিন সেঞ্চুরি করলে হয়তো ‘ছেলে দোলানো’ উদ্যাপনটাও দেখা যেতে সেদিন। কিন্তু অনেকটা পথ এগিয়েও সেঞ্চুরি না পাওয়ায় আর সেটা হয়নি। আজ ক্যান্ডিতে আফগান বোলার মুজিব উর রহমানের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করার পর চিরাচরিত শূন্য মুষ্টি ছুড়ে লাফিয়ে ওঠা উদ্যাপনে দেখা যায়নি তাঁকে। করেছেন ‘ছেলে দোলানো’ উদ্যাপন।
২৯ ওয়ানডের ক্যারিয়ারে এটি দ্বিতীয় সেঞ্চুরি নাজমুল হোসেন শান্তর। এর আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে এদিন শান্ত সেঞ্চুরি করেছেন চার নম্বরে ব্যাটিং করে। রানের তিন অঙ্ক ছুঁতে বল খেলেছেন ১০১টি। ৯টি চার আর ২টি ছক্কায় সাজানো ইনিংসটি গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে বড় ভূমিকা রেখেছে। সেঞ্চুরি করছেন মেহেদী হাসান মিরাজও। দুজনে ১৯০ বল খেলে গড়েছেন ১৯৪ রানের জুটি। যা তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ।
ওয়ানডে ক্রিকেটে একই ইনিংসে বাংলাদেশের পক্ষে দুই ব্যাটারের সেঞ্চুরি পাওয়ার এটি মাত্র পঞ্চম ঘটনা। এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। রিভার্স সুইপ করে রানের জন্য দৌড় শুরু করেছিলেন, তবে বল সরাসরি ফিল্ডারের কাছে যাওয়ায় ক্রিজে ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু ঘুরে দাঁড়াতে গিয়ে পিছলে পড়ে গেলে আর ফেরা হয়নি তাঁর। রানআউট। ১০৫ বলে ১০৪ রানের দারুণ ইনিংস থেমেছে সেখানেই।
এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার প্রথম সন্তানের বাবা হয়েছেন। ছেলের মুখ দেখেই শ্রীলঙ্কাগামী বিমানে চেপেছেন। সেখানে গিয়ে তো ব্যস্ত হয়ে উঠলেন ক্রিকেট নিয়ে।
এই ব্যস্ততার মাঝেও ভুলে যাননি ছেলের কথা। আজ আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করার পর ছেলেকে দুই হাতে নিয়ে দোলানোর ভঙ্গিতে করলেন উদ্যাপন। হয়তো সেঞ্চুরিটাও উৎসর্গ করলেন সদ্য পৃথিবীতে আসা ছেলে ইজহান ইজহান মালিক আরাফকে।
আগের ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি ছাড়িয়ে সেঞ্চুরি দিকেও এগিয়ে গিয়েছিলেন। কিন্তু ৮৯ রানে আউট হয়ে গিয়েছিলেন। সেদিন সেঞ্চুরি করলে হয়তো ‘ছেলে দোলানো’ উদ্যাপনটাও দেখা যেতে সেদিন। কিন্তু অনেকটা পথ এগিয়েও সেঞ্চুরি না পাওয়ায় আর সেটা হয়নি। আজ ক্যান্ডিতে আফগান বোলার মুজিব উর রহমানের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করার পর চিরাচরিত শূন্য মুষ্টি ছুড়ে লাফিয়ে ওঠা উদ্যাপনে দেখা যায়নি তাঁকে। করেছেন ‘ছেলে দোলানো’ উদ্যাপন।
২৯ ওয়ানডের ক্যারিয়ারে এটি দ্বিতীয় সেঞ্চুরি নাজমুল হোসেন শান্তর। এর আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে এদিন শান্ত সেঞ্চুরি করেছেন চার নম্বরে ব্যাটিং করে। রানের তিন অঙ্ক ছুঁতে বল খেলেছেন ১০১টি। ৯টি চার আর ২টি ছক্কায় সাজানো ইনিংসটি গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে বড় ভূমিকা রেখেছে। সেঞ্চুরি করছেন মেহেদী হাসান মিরাজও। দুজনে ১৯০ বল খেলে গড়েছেন ১৯৪ রানের জুটি। যা তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ।
ওয়ানডে ক্রিকেটে একই ইনিংসে বাংলাদেশের পক্ষে দুই ব্যাটারের সেঞ্চুরি পাওয়ার এটি মাত্র পঞ্চম ঘটনা। এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। রিভার্স সুইপ করে রানের জন্য দৌড় শুরু করেছিলেন, তবে বল সরাসরি ফিল্ডারের কাছে যাওয়ায় ক্রিজে ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু ঘুরে দাঁড়াতে গিয়ে পিছলে পড়ে গেলে আর ফেরা হয়নি তাঁর। রানআউট। ১০৫ বলে ১০৪ রানের দারুণ ইনিংস থেমেছে সেখানেই।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫