এ যেন ‘এক ঢিলে দুই পাখি’ মারল বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ধবলধোলাই এড়িয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিউজিল্যান্ডের মাঠে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে বাংলাদেশ খেলে ২০০৭-এর ডিসেম্বর। এরপর ১৬ বছরে বাংলাদেশ তাদের মাঠে তাদের বিপক্ষে সব মিলে ১৮ ওয়ানডে খেলেছিল ঠিকই। তবে কোনোটিতেই জয় পায়নি বাংলাদেশ। যার মধ্যে রয়েছে এবারের নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ওয়ানডে। সিরিজ খুইয়ে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিল আরও একটি ধবলধোলাই। সেখানে আজ নেপিয়ারের ম্যাকলিন পার্কে দাপুটে এক জয় পেয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৩১.৪ ওভারে ৯৮ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে ১৫.১ ওভারে ১ উইকেটে ৯৯ রান করে ফেলে বাংলাদেশ। ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানজিম হাসান সাকিব।
নাজমুল হোসেন শান্ত ওয়ানডেতে অধিনায়কত্বের অভিষেকে জয় পেয়েছেন ষষ্ঠ ম্যাচে এসে। এবার নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ওয়ানডেতে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। তৃতীয় ওয়ানডেতে আজ ৪২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। নিজের ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘এই ম্যাচ আমি দীর্ঘদিন মনে রাখব। দলকে ধন্যবাদ ও অভিনন্দন।’ এরপর তিনি বাংলাদেশের পতাকার ছবি দিয়েছেন।
বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডেতে। দুই ইনিংস মিলে ম্যাচ হয়েছে ৪৬.৫ ওভার। ম্যাচ যখন শেষ, নেপিয়ারে তখন দুপুর আর ঢাকায় সকাল। বাংলাদেশের মানুষদের শুভ সকাল জানিয়ে মুশফিকুর রহিম ফেসবুক পেজে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয়ে বাঘেরা ওয়ানডে সিরিজ শেষ করেছে। আশা করি, সামনে তোমাদের ভালো দিন আসছে।’ মেহেদী হাসান মিরাজ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘শেষ ম্যাচে বিশাল জয়ে বাঘের গর্জন শোনা গেছে।’
নিউজিল্যান্ডের ১০ উইকেটের প্রত্যেকটিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। ৩টি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব, শরীফুল ইসলাম ও সৌম্য সরকার। ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। এর মধ্যে লাথামের উইকেট নিয়ে শরীফুল নিউজিল্যান্ডের ইনিংসের ভাঙন ধরানোর সূচনা করেন। বাংলাদেশের বাঁহাতি পেসার ফেসবুকে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ’
এ যেন ‘এক ঢিলে দুই পাখি’ মারল বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ধবলধোলাই এড়িয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিউজিল্যান্ডের মাঠে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে বাংলাদেশ খেলে ২০০৭-এর ডিসেম্বর। এরপর ১৬ বছরে বাংলাদেশ তাদের মাঠে তাদের বিপক্ষে সব মিলে ১৮ ওয়ানডে খেলেছিল ঠিকই। তবে কোনোটিতেই জয় পায়নি বাংলাদেশ। যার মধ্যে রয়েছে এবারের নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ওয়ানডে। সিরিজ খুইয়ে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিল আরও একটি ধবলধোলাই। সেখানে আজ নেপিয়ারের ম্যাকলিন পার্কে দাপুটে এক জয় পেয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৩১.৪ ওভারে ৯৮ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে ১৫.১ ওভারে ১ উইকেটে ৯৯ রান করে ফেলে বাংলাদেশ। ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানজিম হাসান সাকিব।
নাজমুল হোসেন শান্ত ওয়ানডেতে অধিনায়কত্বের অভিষেকে জয় পেয়েছেন ষষ্ঠ ম্যাচে এসে। এবার নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ওয়ানডেতে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। তৃতীয় ওয়ানডেতে আজ ৪২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। নিজের ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘এই ম্যাচ আমি দীর্ঘদিন মনে রাখব। দলকে ধন্যবাদ ও অভিনন্দন।’ এরপর তিনি বাংলাদেশের পতাকার ছবি দিয়েছেন।
বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডেতে। দুই ইনিংস মিলে ম্যাচ হয়েছে ৪৬.৫ ওভার। ম্যাচ যখন শেষ, নেপিয়ারে তখন দুপুর আর ঢাকায় সকাল। বাংলাদেশের মানুষদের শুভ সকাল জানিয়ে মুশফিকুর রহিম ফেসবুক পেজে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয়ে বাঘেরা ওয়ানডে সিরিজ শেষ করেছে। আশা করি, সামনে তোমাদের ভালো দিন আসছে।’ মেহেদী হাসান মিরাজ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘শেষ ম্যাচে বিশাল জয়ে বাঘের গর্জন শোনা গেছে।’
নিউজিল্যান্ডের ১০ উইকেটের প্রত্যেকটিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। ৩টি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব, শরীফুল ইসলাম ও সৌম্য সরকার। ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। এর মধ্যে লাথামের উইকেট নিয়ে শরীফুল নিউজিল্যান্ডের ইনিংসের ভাঙন ধরানোর সূচনা করেন। বাংলাদেশের বাঁহাতি পেসার ফেসবুকে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে