এবারের বিপিএলের প্রথম অংশে রংপুর রাইডার্স সেভাবে পায়নি ব্যাটার সাকিব আল হাসানকে। এক অঙ্কের ঘরে আউট হয়েছেন বারবার। এরপর বিপিএল যতই শেষের দিকে এগোচ্ছে, আরও জ্বলে উঠছেন ব্যাটার সাকিব। ব্যাট হাতে ঝড় তুলছেন নিয়মিত।
বিপিএল শেষ হচ্ছে ১ মার্চ। ৪ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে কিছুক্ষণ আগে। সেখানে সীমিত ওভারের ক্রিকেটের কোনো দলেই জায়গা হয়নি সাকিবের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এখন খেলছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। টস জিতে ব্যাটিং নিয়েছেন রংপুর অধিনায়ক সোহান। প্রথমে ব্যাটিং পাওয়া রংপুরের স্কোর হয়ে যায় ৩.২ ওভারে ২ উইকেটে ২৪ রান। সাকিব সেখানে ব্যাটিংয়ে নেমেছেন তিন নম্বরে। রংপুর চাপে পড়লেও সাকিবের যেন সেদিকে ভ্রূক্ষেপই ছিল না। উল্টো খুলনা টাইগার্সের ওপর চড়াও হয়েছেন। সাকিবের একের পর এক বাউন্ডারিতে যেন খেই হারিয়ে ফেলে খুলনা। ২০ বলে ফিফটি তুলে নিয়েছেন সাকিব। ফিফটি তোলার পথে ৪ চার ও ৫ ছক্কা মেরেছেন। তৃতীয় উইকেটে শেখ মেহেদী হাসানের সঙ্গে ৪৮ বলে ১০৯ রানের জুটি গড়তে অবদান রেখেছেন সাকিব। ১২ তম ওভারের দ্বিতীয় বলে লুক উডকে তুলে মারতে যান সাকিব। মিস টাইমিং হওয়া বল এক্সট্রা কাভারে ক্যাচ ধরেন এভিন লুইস। ৩১ বলে ৬টি করে চার ও ছক্কায় সাকিব করেন ৬৯ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ৩ উইকেটে ১৫৭ রান করেছে রংপুর। ৩৩ বলে ৫৮ রানে অপরাজিত মেহেদী। জিমি নিশাম ব্যাটিং করছেন ৭ বলে ৩ রান করে। ৮ ম্যাচে ৬ জয় ও ২ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে এখনো পয়েন্ট তালিকার শীর্ষে রংপুর।
এবারের বিপিএলের প্রথম অংশে রংপুর রাইডার্স সেভাবে পায়নি ব্যাটার সাকিব আল হাসানকে। এক অঙ্কের ঘরে আউট হয়েছেন বারবার। এরপর বিপিএল যতই শেষের দিকে এগোচ্ছে, আরও জ্বলে উঠছেন ব্যাটার সাকিব। ব্যাট হাতে ঝড় তুলছেন নিয়মিত।
বিপিএল শেষ হচ্ছে ১ মার্চ। ৪ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে কিছুক্ষণ আগে। সেখানে সীমিত ওভারের ক্রিকেটের কোনো দলেই জায়গা হয়নি সাকিবের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এখন খেলছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। টস জিতে ব্যাটিং নিয়েছেন রংপুর অধিনায়ক সোহান। প্রথমে ব্যাটিং পাওয়া রংপুরের স্কোর হয়ে যায় ৩.২ ওভারে ২ উইকেটে ২৪ রান। সাকিব সেখানে ব্যাটিংয়ে নেমেছেন তিন নম্বরে। রংপুর চাপে পড়লেও সাকিবের যেন সেদিকে ভ্রূক্ষেপই ছিল না। উল্টো খুলনা টাইগার্সের ওপর চড়াও হয়েছেন। সাকিবের একের পর এক বাউন্ডারিতে যেন খেই হারিয়ে ফেলে খুলনা। ২০ বলে ফিফটি তুলে নিয়েছেন সাকিব। ফিফটি তোলার পথে ৪ চার ও ৫ ছক্কা মেরেছেন। তৃতীয় উইকেটে শেখ মেহেদী হাসানের সঙ্গে ৪৮ বলে ১০৯ রানের জুটি গড়তে অবদান রেখেছেন সাকিব। ১২ তম ওভারের দ্বিতীয় বলে লুক উডকে তুলে মারতে যান সাকিব। মিস টাইমিং হওয়া বল এক্সট্রা কাভারে ক্যাচ ধরেন এভিন লুইস। ৩১ বলে ৬টি করে চার ও ছক্কায় সাকিব করেন ৬৯ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ৩ উইকেটে ১৫৭ রান করেছে রংপুর। ৩৩ বলে ৫৮ রানে অপরাজিত মেহেদী। জিমি নিশাম ব্যাটিং করছেন ৭ বলে ৩ রান করে। ৮ ম্যাচে ৬ জয় ও ২ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে এখনো পয়েন্ট তালিকার শীর্ষে রংপুর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫