পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নামেননি মুশফিকুর রহিম। তাঁর বদলি হিসেবে ফিল্ডিং করেছেন নাঈম হাসান। এই অভিজ্ঞ ক্রিকেটারের চোট কি তবে গুরুতর, পারবেন তো দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে?
মুশফিককে ফিল্ডিংয়ে না দেখে এমন চিন্তা ক্রিকেটপ্রেমীদের মধ্যে জেগে ওঠা স্বাভাবিক। যদিও বিসিবির সূত্রে জানা গেছে, মুশফিক খেলার জন্য ফিট আছেন। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের ম্যাচে খেলেছিলেন ১৯১ রানের অসাধারণ এক ইনিংস। হাতে তুলেছিলেন ম্যাচসেরা পুরস্কার।
দ্বিতীয় টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসের ৫৩তম ওভারে ঘটে বিপত্তি। হাসান মাহমুদের ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করলেন মোহাম্মদ রিজওয়ান। মিড অফে ডাইভ দিয়েছিলেন মুশফিক। বলের নাগাল পাননি, উল্টো আঘাত পেয়েছেন ডান কাঁধে। বল চলে যায় সীমানায়। কাঁধে হাত দিয়ে কিছু সময় মাটিতে শুয়ে থাকেন মুশফিক। দ্রুত ছুটে আসেন ফিজিও ও সতীর্থরা।
প্রাথমিক চিকিৎসার পরও অবস্থা সুবিধাজনক ছিল না মুশফিকের। মাঠ ছাড়েন বাঁহাত দিয়ে ডান কাঁধ চেপে ধরে। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমেছিলেন, কিন্তু সুবিধা করতে পারেননি। ৯ বলে ৩ রান করে ড্রেসিংরুমে ফেরেন মির হামজার দারুণ এক বলে। করা দশম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন মুশফিক।
দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমেছে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে এরই মধ্যে তাঁরা তুলেছেন ৪২ রান। জাকির হাসান ৩১, সাদমান ইসলাম ৯ রানে অপরাজিত আছেন। দারুণ শুরুর মধ্যেই আলোক স্বল্পতার কারণে হঠাৎ খেলা বন্ধ হয়ে যায়, এরপর নামে বৃষ্টি। ফিট মুশফিককে পাওয়া নিয়েও থাকছে শঙ্কা।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নামেননি মুশফিকুর রহিম। তাঁর বদলি হিসেবে ফিল্ডিং করেছেন নাঈম হাসান। এই অভিজ্ঞ ক্রিকেটারের চোট কি তবে গুরুতর, পারবেন তো দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে?
মুশফিককে ফিল্ডিংয়ে না দেখে এমন চিন্তা ক্রিকেটপ্রেমীদের মধ্যে জেগে ওঠা স্বাভাবিক। যদিও বিসিবির সূত্রে জানা গেছে, মুশফিক খেলার জন্য ফিট আছেন। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের ম্যাচে খেলেছিলেন ১৯১ রানের অসাধারণ এক ইনিংস। হাতে তুলেছিলেন ম্যাচসেরা পুরস্কার।
দ্বিতীয় টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসের ৫৩তম ওভারে ঘটে বিপত্তি। হাসান মাহমুদের ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করলেন মোহাম্মদ রিজওয়ান। মিড অফে ডাইভ দিয়েছিলেন মুশফিক। বলের নাগাল পাননি, উল্টো আঘাত পেয়েছেন ডান কাঁধে। বল চলে যায় সীমানায়। কাঁধে হাত দিয়ে কিছু সময় মাটিতে শুয়ে থাকেন মুশফিক। দ্রুত ছুটে আসেন ফিজিও ও সতীর্থরা।
প্রাথমিক চিকিৎসার পরও অবস্থা সুবিধাজনক ছিল না মুশফিকের। মাঠ ছাড়েন বাঁহাত দিয়ে ডান কাঁধ চেপে ধরে। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমেছিলেন, কিন্তু সুবিধা করতে পারেননি। ৯ বলে ৩ রান করে ড্রেসিংরুমে ফেরেন মির হামজার দারুণ এক বলে। করা দশম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন মুশফিক।
দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমেছে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে এরই মধ্যে তাঁরা তুলেছেন ৪২ রান। জাকির হাসান ৩১, সাদমান ইসলাম ৯ রানে অপরাজিত আছেন। দারুণ শুরুর মধ্যেই আলোক স্বল্পতার কারণে হঠাৎ খেলা বন্ধ হয়ে যায়, এরপর নামে বৃষ্টি। ফিট মুশফিককে পাওয়া নিয়েও থাকছে শঙ্কা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫