নভেম্বরে আবুধাবি টি-টেন লিগের জন্য স্টুয়ার্ট ল’কে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলা টাইগার্স। এর আগে সাকিব আল হাসান-তামিম ইকবালদের কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের।
ল’র পাশাপাশি বাংলা টাইগার্সের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন পল নিক্সন ও শন টেইট। টি-টেন লিগে বাংলাদেশের এই দলটির ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন সাবেক ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান নিক্সন। বোলিং কোচ হিসেবে থাকছেন সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার টেইট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলা টাইগার্স কর্তৃপক্ষ। এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে দলের আইকন ও অধিনায়ক হিসেবে এ মৌসুমের জন্য দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০০৯ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর শ্রীলঙ্কার সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন ল। ২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ দলের কোচ হিসেবেও কাজ করেন ৫২ বছর বয়সী এই কোচ। ল’র ঝুলিতে আছে জেসন হোল্ডার-ক্রিস গেইলদের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা।
বাংলা টাইগার্সের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত ল। কোচের দায়িত্ব পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘বিশ্বজুড়ে কোচ হিসেবে কাজ করাটা আমি দারুণ উপভোগ করেছি। প্রতিবারই কিছু না কিছু নতুন করে শিখেছি। টি-টেনের মতো অভিনব টুর্নামেন্ট স্বাভাবিকভাবেই আগ্রহী করে তুলেছে। আমি বাংলা টাইগার্সে সেরা কিছু খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
বাংলা টাইগার্সকে সেরা একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে দাঁড় করানোর আশার কথাও জানিয়েছেন ল। টি-টেন লিগে এবারের মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লস, শ্রীলঙ্কার ইসুরু উদানা, আফগানিস্তানের কাইস আহমেদ ও আরব আমিরাতের চিরাগ সুরিকে দলে রেখে দিয়েছে বাংলা টাইগার্স। প্লেয়ার্স ড্রাফট থেকে আরও কিছু খেলোয়াড় কেনার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে ২০১৯ সালে টুর্নামেন্টটিতে প্রথমবার অংশ নিয়ে রানার্সআপ হয়েছিল বাংলা টাইগার্স। পরের বার অবশ্য পঞ্চম হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তবে এবার আবার নিজেদের সেরাটা দিয়ে ভালো কিছু করে দেখাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। ১৯ নভেম্বর আবুধাবিতে শুরু হবে টুর্নামেন্টটির ষষ্ঠ আসর।
নভেম্বরে আবুধাবি টি-টেন লিগের জন্য স্টুয়ার্ট ল’কে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলা টাইগার্স। এর আগে সাকিব আল হাসান-তামিম ইকবালদের কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের।
ল’র পাশাপাশি বাংলা টাইগার্সের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন পল নিক্সন ও শন টেইট। টি-টেন লিগে বাংলাদেশের এই দলটির ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন সাবেক ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান নিক্সন। বোলিং কোচ হিসেবে থাকছেন সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার টেইট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলা টাইগার্স কর্তৃপক্ষ। এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে দলের আইকন ও অধিনায়ক হিসেবে এ মৌসুমের জন্য দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০০৯ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর শ্রীলঙ্কার সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন ল। ২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ দলের কোচ হিসেবেও কাজ করেন ৫২ বছর বয়সী এই কোচ। ল’র ঝুলিতে আছে জেসন হোল্ডার-ক্রিস গেইলদের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা।
বাংলা টাইগার্সের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত ল। কোচের দায়িত্ব পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘বিশ্বজুড়ে কোচ হিসেবে কাজ করাটা আমি দারুণ উপভোগ করেছি। প্রতিবারই কিছু না কিছু নতুন করে শিখেছি। টি-টেনের মতো অভিনব টুর্নামেন্ট স্বাভাবিকভাবেই আগ্রহী করে তুলেছে। আমি বাংলা টাইগার্সে সেরা কিছু খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
বাংলা টাইগার্সকে সেরা একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে দাঁড় করানোর আশার কথাও জানিয়েছেন ল। টি-টেন লিগে এবারের মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লস, শ্রীলঙ্কার ইসুরু উদানা, আফগানিস্তানের কাইস আহমেদ ও আরব আমিরাতের চিরাগ সুরিকে দলে রেখে দিয়েছে বাংলা টাইগার্স। প্লেয়ার্স ড্রাফট থেকে আরও কিছু খেলোয়াড় কেনার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে ২০১৯ সালে টুর্নামেন্টটিতে প্রথমবার অংশ নিয়ে রানার্সআপ হয়েছিল বাংলা টাইগার্স। পরের বার অবশ্য পঞ্চম হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তবে এবার আবার নিজেদের সেরাটা দিয়ে ভালো কিছু করে দেখাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। ১৯ নভেম্বর আবুধাবিতে শুরু হবে টুর্নামেন্টটির ষষ্ঠ আসর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫