নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৭৬ রানে বিধ্বস্ত হওয়ার পর আজ আর মিরপুরমুখী হয়নি বাংলাদেশ দল। হোটেলেই সময়টা কাটিয়েছেন সাকিব-মোস্তাফিজরা। তবে এমন হারের পর বসে থাকার সুযোগ কোথায়?
তাসকিন–সৌম্যরা হোটেলেই নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছেন। সময় কাটিয়েছেন জিমে। টিম হোটেলে জিম করতে করতে তাঁরা টিভিতে চোখ রাখছিলেন ভারত–ইংল্যান্ড টেস্টের দিকে।
শেষদিনে জমে উঠেছে ভারত-ইংল্যান্ড টেস্ট। ওভালে বিনা উইকেটে ৭৭ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ওপেনার হাসিব হামিদ ও ররি বার্নস। ১১০ রানে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনেই তুলে নেন ফিফটি। অবশ্য বার্নসের পর দ্রুতই ডেভিড মালান ফিরে যাওয়ায় কিছুটা চাপে পড়েছেন ইংলিশরা।
বিসিবির পাঠানো ছবি ও ভিডিওতে দেখা গেছে লিটন, সোহান, মোসাদ্দেক, সৌম্য, তাসকিন ও মোস্তাফিজ জিম করছেন আর চোখ রাখছেন টিভি পর্দায়। সেখানে চলছিল ভারত–ইংল্যান্ড টেস্ট। টিভিতে তখন ইংল্যান্ডের স্কোর দেখাচ্ছিল ১১৮/১। বোলিং প্রান্তে তখন রবীন্দ্র জাদেজা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে যাওয়া ইংল্যান্ডের সংগ্রহ ১৩১ রান। জিততে হলে ৬৩ ওভারে আরও ২৩৮ রান নিতে হবে ইংল্যান্ডকে। আর ভারতের দরকার ৮ উইকেট।
এমন জমজমাট টেস্ট দেখে মোস্তাফিজ-লিটনরা হয়তো বুঝতে চাইছেন, কঠিন ম্যাচে কীভাবে সামলাতে হয় চাপ! গতকাল নিউজিল্যান্ডের কাছে ৫২ রানের বড় ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশের সামনে যে এখন চাপ সামলানোর চ্যালেঞ্জও।
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৭৬ রানে বিধ্বস্ত হওয়ার পর আজ আর মিরপুরমুখী হয়নি বাংলাদেশ দল। হোটেলেই সময়টা কাটিয়েছেন সাকিব-মোস্তাফিজরা। তবে এমন হারের পর বসে থাকার সুযোগ কোথায়?
তাসকিন–সৌম্যরা হোটেলেই নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছেন। সময় কাটিয়েছেন জিমে। টিম হোটেলে জিম করতে করতে তাঁরা টিভিতে চোখ রাখছিলেন ভারত–ইংল্যান্ড টেস্টের দিকে।
শেষদিনে জমে উঠেছে ভারত-ইংল্যান্ড টেস্ট। ওভালে বিনা উইকেটে ৭৭ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ওপেনার হাসিব হামিদ ও ররি বার্নস। ১১০ রানে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনেই তুলে নেন ফিফটি। অবশ্য বার্নসের পর দ্রুতই ডেভিড মালান ফিরে যাওয়ায় কিছুটা চাপে পড়েছেন ইংলিশরা।
বিসিবির পাঠানো ছবি ও ভিডিওতে দেখা গেছে লিটন, সোহান, মোসাদ্দেক, সৌম্য, তাসকিন ও মোস্তাফিজ জিম করছেন আর চোখ রাখছেন টিভি পর্দায়। সেখানে চলছিল ভারত–ইংল্যান্ড টেস্ট। টিভিতে তখন ইংল্যান্ডের স্কোর দেখাচ্ছিল ১১৮/১। বোলিং প্রান্তে তখন রবীন্দ্র জাদেজা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে যাওয়া ইংল্যান্ডের সংগ্রহ ১৩১ রান। জিততে হলে ৬৩ ওভারে আরও ২৩৮ রান নিতে হবে ইংল্যান্ডকে। আর ভারতের দরকার ৮ উইকেট।
এমন জমজমাট টেস্ট দেখে মোস্তাফিজ-লিটনরা হয়তো বুঝতে চাইছেন, কঠিন ম্যাচে কীভাবে সামলাতে হয় চাপ! গতকাল নিউজিল্যান্ডের কাছে ৫২ রানের বড় ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশের সামনে যে এখন চাপ সামলানোর চ্যালেঞ্জও।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫