দেখতে দেখতে ২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষের দিকে। রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স—এই চার দল আগামীকাল মাঠে নামবে প্লে অফের লড়াইয়ে। কে হবে চ্যাম্পিয়ন হবেন, কার হাতে উঠবে টুর্নামেন্ট সেরার পুরস্কার—এসব নিয়ে আলোচনা বেশ জমে উঠেছে। ড্যারেন স্যামির মতে, বিপিএলসেরা হবেন সাকিব আল হাসান।
এবারের বিপিএলের শুরুর দিকে ‘অর্ধেক’ সাকিবকে পেয়েছিল রংপুর রাইডার্স। একাদশে থাকলেও তাঁকে নিয়মিত ব্যাটিংয়ে দেখা যেত না। অথচ তিনি বোলিং করছেন নিয়মিতই। ব্যাটিংয়েও বেশ ধুঁকতে থাকেন। সেই সাকিব এখন আছেন টুর্নামেন্ট সেরার লড়াইয়ে। ১৬৮.২৪ স্ট্রাইকরেট ও ২৭.৬৭ গড়ে করেন ২৪৯ রান। বোলিংয়ে ৬.২৩ ইকোনমিতে নেন ১৭ উইকেট। স্যামির দৃষ্টিতে, সাকিব বিপিএলের সেরা খেলোয়াড়। যেখানে এর আগে বিপিএলে ৯ বারের মধ্যে ৪ বারই টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছেন সাকিব। এক ভিডিও বার্তায় স্যামি বলেন, ‘আপনারা যেহেতু জানেন, আমি একজন অলরাউন্ডার। সাকিব আল হাসানের পক্ষেই আমি থাকছি। ব্যাটিংয়ে রান করছে, বোলিংয়ে উইকেট নিচ্ছে। আমার বিবেচনায় সবচেয়ে মূল্যবান ক্রিকেটার সে। তবে তাওহীদকেও (হৃদয়) আপনি বাদ দিতে পারবেন না। সে যেভাবে ছক্কা মারছে, রান করছে, তাতে সেও একজন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।’
বিপিএল ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। যার মধ্যে সর্বশেষ দুবারের চ্যাম্পিয়ন তারা। কুমিল্লা হ্যাটট্রিক শিরোপা জিতবে বলে মনে করেন স্যামি। যেখানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে খেলবে কুমিল্লা ও রংপুর। ব্যাটিং-বোলিংয়ে কুমিল্লা এবার দুর্দান্ত পারফর্ম করছে। স্যামির ভাষ্য, ‘আমার মতে, চ্যাম্পিয়ন হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তারা এই মুহূর্তে অনেক দারুণ খেলছে। আমার পছন্দ তাই কুমিল্লা ভিক্টোরিয়ানস।’
১৭ উইকেট নিয়ে সাকিব আছেন সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় দুইয়ে। সবার ওপরে থাকা শরীফুল ইসলাম পেয়েছেন ২২ উইকেট। যেখানে শরীফুলের দল দুর্দান্ত ঢাকা এবারের বিপিএল থেকে আগেভাগে ছিটকে গেছে। অন্যদিকে আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে সাকিবের রংপুর খেলবে কুমিল্লার বিপক্ষে। যদি আগামীকাল রংপুর হেরেও যায়, তাতেও আরেকটা সুযোগ রংপুর পাচ্ছে। স্যামি বলেন, ‘শরীফুল ইসলাম এই মুহূর্তে উইকেট শিকারির তালিকায় সবার ওপরে। তবে তার দল তো বাদ পড়ে গেছে। আমার বাজি সাকিবের পক্ষে। এবারের সর্বোচ্চ উইকেটশিকারি সে হবে।’
এবারের বিপিএলে পাল্লা দিয়ে রান করছেন তাওহীদ হৃদয়। যেখানে ১৪৯.৬৯ স্ট্রাইক রেট ও ৩৮.৩ গড়ে ৩৮৩ রান করে বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে আছেন হৃদয়। ২০ ছক্কা মেরে তানজিদ হাসান তামিমের সঙ্গে যৌথভাবে শীর্ষে তিনি। সর্বোচ্চ ছক্কা কে মারবে, সেই প্রসঙ্গে স্যামি বলেন, ‘এবারের বিপিএলে অনেক ছক্কা হয়েছে। আমার মতে, কুমিল্লা ভিক্টোরিয়ানসের তাওহীদ এবার সবচেয়ে বেশি ছক্কার পুরস্কার জিতবে।’
আরও পড়ুন:
দেখতে দেখতে ২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষের দিকে। রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স—এই চার দল আগামীকাল মাঠে নামবে প্লে অফের লড়াইয়ে। কে হবে চ্যাম্পিয়ন হবেন, কার হাতে উঠবে টুর্নামেন্ট সেরার পুরস্কার—এসব নিয়ে আলোচনা বেশ জমে উঠেছে। ড্যারেন স্যামির মতে, বিপিএলসেরা হবেন সাকিব আল হাসান।
এবারের বিপিএলের শুরুর দিকে ‘অর্ধেক’ সাকিবকে পেয়েছিল রংপুর রাইডার্স। একাদশে থাকলেও তাঁকে নিয়মিত ব্যাটিংয়ে দেখা যেত না। অথচ তিনি বোলিং করছেন নিয়মিতই। ব্যাটিংয়েও বেশ ধুঁকতে থাকেন। সেই সাকিব এখন আছেন টুর্নামেন্ট সেরার লড়াইয়ে। ১৬৮.২৪ স্ট্রাইকরেট ও ২৭.৬৭ গড়ে করেন ২৪৯ রান। বোলিংয়ে ৬.২৩ ইকোনমিতে নেন ১৭ উইকেট। স্যামির দৃষ্টিতে, সাকিব বিপিএলের সেরা খেলোয়াড়। যেখানে এর আগে বিপিএলে ৯ বারের মধ্যে ৪ বারই টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছেন সাকিব। এক ভিডিও বার্তায় স্যামি বলেন, ‘আপনারা যেহেতু জানেন, আমি একজন অলরাউন্ডার। সাকিব আল হাসানের পক্ষেই আমি থাকছি। ব্যাটিংয়ে রান করছে, বোলিংয়ে উইকেট নিচ্ছে। আমার বিবেচনায় সবচেয়ে মূল্যবান ক্রিকেটার সে। তবে তাওহীদকেও (হৃদয়) আপনি বাদ দিতে পারবেন না। সে যেভাবে ছক্কা মারছে, রান করছে, তাতে সেও একজন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।’
বিপিএল ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। যার মধ্যে সর্বশেষ দুবারের চ্যাম্পিয়ন তারা। কুমিল্লা হ্যাটট্রিক শিরোপা জিতবে বলে মনে করেন স্যামি। যেখানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে খেলবে কুমিল্লা ও রংপুর। ব্যাটিং-বোলিংয়ে কুমিল্লা এবার দুর্দান্ত পারফর্ম করছে। স্যামির ভাষ্য, ‘আমার মতে, চ্যাম্পিয়ন হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তারা এই মুহূর্তে অনেক দারুণ খেলছে। আমার পছন্দ তাই কুমিল্লা ভিক্টোরিয়ানস।’
১৭ উইকেট নিয়ে সাকিব আছেন সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় দুইয়ে। সবার ওপরে থাকা শরীফুল ইসলাম পেয়েছেন ২২ উইকেট। যেখানে শরীফুলের দল দুর্দান্ত ঢাকা এবারের বিপিএল থেকে আগেভাগে ছিটকে গেছে। অন্যদিকে আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে সাকিবের রংপুর খেলবে কুমিল্লার বিপক্ষে। যদি আগামীকাল রংপুর হেরেও যায়, তাতেও আরেকটা সুযোগ রংপুর পাচ্ছে। স্যামি বলেন, ‘শরীফুল ইসলাম এই মুহূর্তে উইকেট শিকারির তালিকায় সবার ওপরে। তবে তার দল তো বাদ পড়ে গেছে। আমার বাজি সাকিবের পক্ষে। এবারের সর্বোচ্চ উইকেটশিকারি সে হবে।’
এবারের বিপিএলে পাল্লা দিয়ে রান করছেন তাওহীদ হৃদয়। যেখানে ১৪৯.৬৯ স্ট্রাইক রেট ও ৩৮.৩ গড়ে ৩৮৩ রান করে বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে আছেন হৃদয়। ২০ ছক্কা মেরে তানজিদ হাসান তামিমের সঙ্গে যৌথভাবে শীর্ষে তিনি। সর্বোচ্চ ছক্কা কে মারবে, সেই প্রসঙ্গে স্যামি বলেন, ‘এবারের বিপিএলে অনেক ছক্কা হয়েছে। আমার মতে, কুমিল্লা ভিক্টোরিয়ানসের তাওহীদ এবার সবচেয়ে বেশি ছক্কার পুরস্কার জিতবে।’
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫