দেশের জাতীয় উৎসবকে স্মরণীয় করে রাখার এমন উপলক্ষ বারবার আসে না। বাংলাদেশ নারী ক্রিকেট দল সেই সুযোগটা কাজে লাগিয়েছে দারুণভাবে। বাংলাদেশের ৫২তম বিজয় দিবসের দিন দক্ষিণ আফ্রিকার মাঠে গড়েছে ইতিহাস। ইস্ট লন্ডনের বাফালো পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।
২৫০ রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২.১ ওভারে স্বাগতিকদের স্কোর হয়ে যায় ২ উইকেটে ৯ রান। দুই ওপেনার লরা ভলভার্ট করেন ৫ রান ও তাজমিন ব্রিটস করেন ৪ রান। অধিনায়ক ভলভার্টের উইকেট নিয়েছেন সুলতানা খাতুন এবং ব্রিটসকে ফেরান নাহিদা আক্তার।
চাপে পড়া দক্ষিণ আফ্রিকা এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তৃতীয় উইকেট জুটিতে। তৃতীয় উইকেটে সুন লুস ও অ্যানেকে বস্ক গড়েন ৬১ বলে ৪১ রানের জুটি। স্বাগতিকদের ইনিংসের এটাই সর্বোচ্চ জুটি। ৩৫ বলে ১৬ রান করা বস্ককে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদা আক্তার। বস্কের পর লুসের উইকেটও নিয়েছেন নাহিদা৷ ৩৮ বলে ৩১ রান করা করেছেন লুস।
বস্ক, লুসের উইকেট পড়ার পরই খেই হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। এক পর্যায়ে ২ উইকেটে ৫০ থেকে মুহূর্তেই তাদের স্কোর হয়ে যায় ৮ উইকেটে ৯৫ রান। বাংলাদেশের জয় যেখানে ছিল সময়ের ব্যাপার মাত্র, তখন অপেক্ষা বাড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা৷ নবম উইকেটে এলিজ মারি মার্ক্স ও মাসাবাতা ক্লাস গড়েন ৫৩ বলে ৩৬ রানের জুটি। যা শুধু দক্ষিণ আফ্রিকার পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ক্লাসের উইকেট তুলে জুটি ভাঙেন সুলতানা। আর মার্ক্সকে স্টাম্পিং করে স্বাগতিকদের ইনিংসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন নাহিদা৷ ৩৬.৩ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল৷ ১১৯ রানের বিশাল জয়ে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। নিজেদের ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এটি সর্বোচ্চ ব্যবধানে জয়। তাতে বাংলাদেশ নারী ক্রিকেট দল নিজেদেরই ১২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে। ২০১১ সালে সাভারে আয়ারল্যান্ডকে ৮২ রানে হারিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ম্যাচসেরা হয়েছেন মুর্শিদা খাতুন। ১০০ বলে ১০ চারে ৯১ রান করে অপরাজিত থাকেন মুর্শিদা৷ টস হেরে প্রথমে ব্যাট করা বাংলাদেশ করে ৩ উইকেটে ২৫০ রান। যা বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর।
দেশের জাতীয় উৎসবকে স্মরণীয় করে রাখার এমন উপলক্ষ বারবার আসে না। বাংলাদেশ নারী ক্রিকেট দল সেই সুযোগটা কাজে লাগিয়েছে দারুণভাবে। বাংলাদেশের ৫২তম বিজয় দিবসের দিন দক্ষিণ আফ্রিকার মাঠে গড়েছে ইতিহাস। ইস্ট লন্ডনের বাফালো পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।
২৫০ রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২.১ ওভারে স্বাগতিকদের স্কোর হয়ে যায় ২ উইকেটে ৯ রান। দুই ওপেনার লরা ভলভার্ট করেন ৫ রান ও তাজমিন ব্রিটস করেন ৪ রান। অধিনায়ক ভলভার্টের উইকেট নিয়েছেন সুলতানা খাতুন এবং ব্রিটসকে ফেরান নাহিদা আক্তার।
চাপে পড়া দক্ষিণ আফ্রিকা এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তৃতীয় উইকেট জুটিতে। তৃতীয় উইকেটে সুন লুস ও অ্যানেকে বস্ক গড়েন ৬১ বলে ৪১ রানের জুটি। স্বাগতিকদের ইনিংসের এটাই সর্বোচ্চ জুটি। ৩৫ বলে ১৬ রান করা বস্ককে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদা আক্তার। বস্কের পর লুসের উইকেটও নিয়েছেন নাহিদা৷ ৩৮ বলে ৩১ রান করা করেছেন লুস।
বস্ক, লুসের উইকেট পড়ার পরই খেই হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। এক পর্যায়ে ২ উইকেটে ৫০ থেকে মুহূর্তেই তাদের স্কোর হয়ে যায় ৮ উইকেটে ৯৫ রান। বাংলাদেশের জয় যেখানে ছিল সময়ের ব্যাপার মাত্র, তখন অপেক্ষা বাড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা৷ নবম উইকেটে এলিজ মারি মার্ক্স ও মাসাবাতা ক্লাস গড়েন ৫৩ বলে ৩৬ রানের জুটি। যা শুধু দক্ষিণ আফ্রিকার পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ক্লাসের উইকেট তুলে জুটি ভাঙেন সুলতানা। আর মার্ক্সকে স্টাম্পিং করে স্বাগতিকদের ইনিংসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন নাহিদা৷ ৩৬.৩ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল৷ ১১৯ রানের বিশাল জয়ে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। নিজেদের ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এটি সর্বোচ্চ ব্যবধানে জয়। তাতে বাংলাদেশ নারী ক্রিকেট দল নিজেদেরই ১২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে। ২০১১ সালে সাভারে আয়ারল্যান্ডকে ৮২ রানে হারিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ম্যাচসেরা হয়েছেন মুর্শিদা খাতুন। ১০০ বলে ১০ চারে ৯১ রান করে অপরাজিত থাকেন মুর্শিদা৷ টস হেরে প্রথমে ব্যাট করা বাংলাদেশ করে ৩ উইকেটে ২৫০ রান। যা বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫