ক্রীড়া ডেস্ক
টানা ৮ ম্যাচ জিতে সবার আগে এবারের বিপিএলে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। সেই দলটি এখন জিততেই ভুলে গেছে। এবার তারা হেরে গেল চিটাগং কিংসের কাছেও। আকিফ জাভেদকে টানা চার ছক্কা মেরে রংপুরকে শেষ করে দিয়েছেন হায়দার আলী।
উড়তে থাকা রংপুর রাইডার্স পূর্ণ করল হারের হ্যাটট্রিক। যার মধ্যে দুর্বার রাজশাহীর কাছে দুই ম্যাচের দুটিতেই হেরেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর। মিরপুরে চিটাগং কিংসের কাছে আজ ৫ উইকেটে হেরেছেন সোহানরা। এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান খুইয়ে দুইয়ে নেমে গেছে রংপুর। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। শীর্ষে থাকা বরিশালেরও পয়েন্ট ১৬। পার্থক্য শুধু নেট রানরেটে। রংপুরকে হারিয়ে চিটাগং টপকে গেল দুর্বার রাজশাহীকে। সমান ১২ পয়েন্ট নিয়ে চিটাগং ও রাজশাহী অবস্থান করছে তিন ও চার নম্বরে।
১৪৩ রানের লক্ষ্যে নেমে চিটাগং কিংস এগোতে থাকে ধীরে-সুস্থে। একই সঙ্গে তাদের উইকেটও পড়তে থাকে। ১০ ওভারে ৩ উইকেটে ৬৩ রানে পরিণত হয় দলটি। চতুর্থ উইকেটে এরপর ৩৪ বলে ৪৩ রানের জুটি গড়তে অবদান রাখেন হায়দার আলী ও পারভেজ হোসেন ইমন। ১৬তম ওভারের চতুর্থ বলে ইমনকে কট এন্ড বোল্ড করে জুটি ভাঙেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৪৩ বলে ২টি করে চার ও ছক্কায় ৪১ রান করেন ইমন।
ইমনের বিদায়ের ঠিক তার পরের ওভারে চিটাগং হারায় আরও এক উইকেট। হায়দারের ডাকে সাড়া দিয়ে ৩ রান নিতে গিয়ে রান আউটের ফাঁদে কাটা পড়েন শামীম পাটোয়ারী। ২ বলে ২ চারে ৮ রান করেন শামীম। দ্রুত ২ উইকেট হারিয়ে চিটাগংয়ের স্কোর হয়ে যায় ১৬.১ ওভারে ৫ উইকেটে ১১৮ রান। এরপর সাত নম্বরে নামা রাহাতুল ফেরদৌসকে দর্শক বানিয়ে তাণ্ডব চালাতে থাকেন হায়দার। ষষ্ঠ উইকেটে রাহাতুলের সঙ্গে ৯ বলে ৩০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রাখেন হায়দার। যেখানে ১৮তম ওভারের প্রথম চার বলে চার ছক্কা মারেন হায়দার। ১৮ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।
১৪ বল হাতে রেখে চিটাগংয়ের ৫ উইকেটের জয়ে হায়দার হয়েছেন ম্যাচসেরা। পাকিস্তানি এই ব্যাটার মেরেছেন ৬ ছক্কা ও ১ চার। রংপুরের সাইফউদ্দিন, জাভেদ নিয়েছেন দুটি করে উইকেট।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৩ রান করেছে রংপুর রাইডার্স। ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করেন ইফতিখার আহমেদ। ৪৭ বলের ইনিংসে ৭ চার ও ৩ ছক্কা মেরেছেন। চার নম্বরে নেমে তিনি ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
চিটাগংয়ের সৈয়দ খালেদ আহমেদ নিয়েছেন ২ উইকেট। তবে ৪ ওভারে ৪৪ রান দিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারী। রংপুরের সৌম্য সরকার হয়েছেন রানআউট।
টানা ৮ ম্যাচ জিতে সবার আগে এবারের বিপিএলে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। সেই দলটি এখন জিততেই ভুলে গেছে। এবার তারা হেরে গেল চিটাগং কিংসের কাছেও। আকিফ জাভেদকে টানা চার ছক্কা মেরে রংপুরকে শেষ করে দিয়েছেন হায়দার আলী।
উড়তে থাকা রংপুর রাইডার্স পূর্ণ করল হারের হ্যাটট্রিক। যার মধ্যে দুর্বার রাজশাহীর কাছে দুই ম্যাচের দুটিতেই হেরেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর। মিরপুরে চিটাগং কিংসের কাছে আজ ৫ উইকেটে হেরেছেন সোহানরা। এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান খুইয়ে দুইয়ে নেমে গেছে রংপুর। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। শীর্ষে থাকা বরিশালেরও পয়েন্ট ১৬। পার্থক্য শুধু নেট রানরেটে। রংপুরকে হারিয়ে চিটাগং টপকে গেল দুর্বার রাজশাহীকে। সমান ১২ পয়েন্ট নিয়ে চিটাগং ও রাজশাহী অবস্থান করছে তিন ও চার নম্বরে।
১৪৩ রানের লক্ষ্যে নেমে চিটাগং কিংস এগোতে থাকে ধীরে-সুস্থে। একই সঙ্গে তাদের উইকেটও পড়তে থাকে। ১০ ওভারে ৩ উইকেটে ৬৩ রানে পরিণত হয় দলটি। চতুর্থ উইকেটে এরপর ৩৪ বলে ৪৩ রানের জুটি গড়তে অবদান রাখেন হায়দার আলী ও পারভেজ হোসেন ইমন। ১৬তম ওভারের চতুর্থ বলে ইমনকে কট এন্ড বোল্ড করে জুটি ভাঙেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৪৩ বলে ২টি করে চার ও ছক্কায় ৪১ রান করেন ইমন।
ইমনের বিদায়ের ঠিক তার পরের ওভারে চিটাগং হারায় আরও এক উইকেট। হায়দারের ডাকে সাড়া দিয়ে ৩ রান নিতে গিয়ে রান আউটের ফাঁদে কাটা পড়েন শামীম পাটোয়ারী। ২ বলে ২ চারে ৮ রান করেন শামীম। দ্রুত ২ উইকেট হারিয়ে চিটাগংয়ের স্কোর হয়ে যায় ১৬.১ ওভারে ৫ উইকেটে ১১৮ রান। এরপর সাত নম্বরে নামা রাহাতুল ফেরদৌসকে দর্শক বানিয়ে তাণ্ডব চালাতে থাকেন হায়দার। ষষ্ঠ উইকেটে রাহাতুলের সঙ্গে ৯ বলে ৩০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রাখেন হায়দার। যেখানে ১৮তম ওভারের প্রথম চার বলে চার ছক্কা মারেন হায়দার। ১৮ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।
১৪ বল হাতে রেখে চিটাগংয়ের ৫ উইকেটের জয়ে হায়দার হয়েছেন ম্যাচসেরা। পাকিস্তানি এই ব্যাটার মেরেছেন ৬ ছক্কা ও ১ চার। রংপুরের সাইফউদ্দিন, জাভেদ নিয়েছেন দুটি করে উইকেট।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৩ রান করেছে রংপুর রাইডার্স। ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করেন ইফতিখার আহমেদ। ৪৭ বলের ইনিংসে ৭ চার ও ৩ ছক্কা মেরেছেন। চার নম্বরে নেমে তিনি ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
চিটাগংয়ের সৈয়দ খালেদ আহমেদ নিয়েছেন ২ উইকেট। তবে ৪ ওভারে ৪৪ রান দিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারী। রংপুরের সৌম্য সরকার হয়েছেন রানআউট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে