নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা কাটছে না। আজ সকালে পাকিস্তানের উড়ানে চড়ার কথা ছিল ক্রিকেটারদের। ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর এখনো বেশ অস্থিতিশীল দেশের পরিস্থিতি। বিমানবন্দরে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণায় আটকে যায় ‘এ’ দলের ক্রিকেটারদের ফ্লাইট।
বিসিবি সূত্রে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে বিসিবি। বিমানবন্দর কয়েক ঘণ্টার বন্ধ ঘোষণায় ‘এ’ দলের ফ্লাইটসূচি নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। ক্রিকেট বোর্ড চেষ্টা করছে দ্রুতই খেলোয়াড়দের পাঠাতে, যাতে পাকিস্তান গিয়ে এক-দুই দিন প্রস্তুতি নিতে পারেন তাঁরা। ধীরে ধীরে বিমানবন্দরের ফ্লাইট স্বাভাবিক হতে শুরু করেছে। দ্রুতই টিকিট পাওয়ার আশা বিসিবির।
চট্টগ্রামে বেশ কিছু দিন ধরে চলা প্রস্তুতি ক্যাম্প শেষে ঢাকায় ফেরেন ক্রিকেটাররা। জাতীয় দলের কোচিং স্টাফদের অধীনে মিরপুরেও কয়েক দিন অনুশীলন করার কথা ছিল ‘এ’ দলের ক্রিকেটারদের। কঠিন পরিস্থিতিতে বাতিল করা হয় ক্যাম্প। জানা গেছে, সব খেলোয়াড়েরা ঢাকায় অবস্থান করছেন। অপেক্ষা শুধু ফ্লাইটের।
দুপুরে পাকিস্তান সফরের জন্য প্রথম চার দিনের ম্যাচে ‘এ’ দলে ডাক পাওয়া স্পিনার নাঈম হাসান মিরপুরে জিম করতে এসেছিলেন। পাকিস্তান সফর নিয়ে আজকের পত্রিকাকে বললেন, ‘আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে সফরের জন্য। আমরা প্রস্তুত আছি। ফ্লাইট টিকিট পাওয়া গেলে আমাদের জানানো হবে।’
সূচি অনুযায়ী আগামী ১০ আগস্ট থেকে পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে প্রথম চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে ১৭ আগস্ট। ওয়ানডে ম্যাচগুলো হবে ২৩,২৫ ও ২৭ আগস্ট। দুই সংস্করণের সব ম্যাচই হবে ইসলামাবাদে।
বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা কাটছে না। আজ সকালে পাকিস্তানের উড়ানে চড়ার কথা ছিল ক্রিকেটারদের। ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর এখনো বেশ অস্থিতিশীল দেশের পরিস্থিতি। বিমানবন্দরে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণায় আটকে যায় ‘এ’ দলের ক্রিকেটারদের ফ্লাইট।
বিসিবি সূত্রে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে বিসিবি। বিমানবন্দর কয়েক ঘণ্টার বন্ধ ঘোষণায় ‘এ’ দলের ফ্লাইটসূচি নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। ক্রিকেট বোর্ড চেষ্টা করছে দ্রুতই খেলোয়াড়দের পাঠাতে, যাতে পাকিস্তান গিয়ে এক-দুই দিন প্রস্তুতি নিতে পারেন তাঁরা। ধীরে ধীরে বিমানবন্দরের ফ্লাইট স্বাভাবিক হতে শুরু করেছে। দ্রুতই টিকিট পাওয়ার আশা বিসিবির।
চট্টগ্রামে বেশ কিছু দিন ধরে চলা প্রস্তুতি ক্যাম্প শেষে ঢাকায় ফেরেন ক্রিকেটাররা। জাতীয় দলের কোচিং স্টাফদের অধীনে মিরপুরেও কয়েক দিন অনুশীলন করার কথা ছিল ‘এ’ দলের ক্রিকেটারদের। কঠিন পরিস্থিতিতে বাতিল করা হয় ক্যাম্প। জানা গেছে, সব খেলোয়াড়েরা ঢাকায় অবস্থান করছেন। অপেক্ষা শুধু ফ্লাইটের।
দুপুরে পাকিস্তান সফরের জন্য প্রথম চার দিনের ম্যাচে ‘এ’ দলে ডাক পাওয়া স্পিনার নাঈম হাসান মিরপুরে জিম করতে এসেছিলেন। পাকিস্তান সফর নিয়ে আজকের পত্রিকাকে বললেন, ‘আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে সফরের জন্য। আমরা প্রস্তুত আছি। ফ্লাইট টিকিট পাওয়া গেলে আমাদের জানানো হবে।’
সূচি অনুযায়ী আগামী ১০ আগস্ট থেকে পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে প্রথম চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে ১৭ আগস্ট। ওয়ানডে ম্যাচগুলো হবে ২৩,২৫ ও ২৭ আগস্ট। দুই সংস্করণের সব ম্যাচই হবে ইসলামাবাদে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫