চেন্নাইয়ে ম্যাচ হওয়ায় বাংলাদেশ যে কঠিন প্রতিপক্ষ, তা গতকাল জানিয়েছেন ড্যারিল মিচেল। নিউজিল্যান্ড ব্যাটারের ভয় বাংলাদেশের স্পিনারদের। মিচেলের ভয়ের যথার্থ কারণ চেন্নাইয়ের স্পিন-সহায়ক পিচ। এমন পিচে বাংলাদেশ কতটা ভয়ংকর, তা ভালো করেই জানা কিউইদের।
মিচেলের ভয় শুধু সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজদের ঘূর্ণিতে থাকলেও শেন জার্গেনসন সমীহ করছেন তাঁর সাবেক শিষ্যদেরও। নিজ হাতে গড়া তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের পেস আক্রমণকেও যথেষ্ট চ্যালেঞ্জ মনে করছেন নিউজিল্যান্ডের বোলিং কোচ। সমীহ করার কারণটা গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেসারদের সাফল্য। এ ছাড়া তাঁর সাবেক শিষ্যরা নিজেদের দিনে কতটা ভালো, সেটা কাছ থেকেই দেখেছেন তিনি।
গতকাল চেন্নাইয়ে কিউইদের অনুশীলন শেষে জার্গেনসন বলেছেন, ‘বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ প্রমাণ করেছে তারা কতটা চ্যালেঞ্জিং দল। অতীতে ঘরের মাঠে কিংবা অ্যাওয়েতে তাদের সঙ্গে বেশ কিছু কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আমাদের। তাই কোনো সন্দেহ নেই এবারের ম্যাচটিও আমাদের জন্য কঠিন না হওয়ার। তাদের পেস আক্রমণের অনেক উন্নতি হয়েছে। তারা স্পিনারদের দুর্দান্তভাবে সহায়তা করছে। গত কয়েক বছরের পারফরম্যান্স মনে রেখেই বলছি।’
বাংলাদেশকে যেমন সমীহ করছেন, তেমনি চেন্নাইয়ে নিজেদের সুবিধাও দেখছেন জার্গেনসন। সুবিধাটা হচ্ছে, নিউজিল্যান্ডের বেশ কিছু খেলোয়াড় আইপিএলে নিয়মিত খেলায় কন্ডিশন সম্পর্কে অবগত থাকা। বাংলাদেশের সাবেক বোলিং কোচ বলেছেন, ‘আমরা জানতাম এই ম্যাচগুলো কঠিন হতে চলেছে। আমাদের জন্য সুবিধা হচ্ছে, বেশ কিছু খেলোয়াড় আছে, যারা আইপিএল ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছে। উপমহাদেশে ভালো খেলার কিছু অভিজ্ঞতা আছে আমাদের। মনে করি নিজেদের সেরা প্রস্তুতির জন্য সব রকম সুযোগই পেয়েছি।’
চেন্নাইয়ে ম্যাচ হওয়ায় বাংলাদেশ যে কঠিন প্রতিপক্ষ, তা গতকাল জানিয়েছেন ড্যারিল মিচেল। নিউজিল্যান্ড ব্যাটারের ভয় বাংলাদেশের স্পিনারদের। মিচেলের ভয়ের যথার্থ কারণ চেন্নাইয়ের স্পিন-সহায়ক পিচ। এমন পিচে বাংলাদেশ কতটা ভয়ংকর, তা ভালো করেই জানা কিউইদের।
মিচেলের ভয় শুধু সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজদের ঘূর্ণিতে থাকলেও শেন জার্গেনসন সমীহ করছেন তাঁর সাবেক শিষ্যদেরও। নিজ হাতে গড়া তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের পেস আক্রমণকেও যথেষ্ট চ্যালেঞ্জ মনে করছেন নিউজিল্যান্ডের বোলিং কোচ। সমীহ করার কারণটা গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেসারদের সাফল্য। এ ছাড়া তাঁর সাবেক শিষ্যরা নিজেদের দিনে কতটা ভালো, সেটা কাছ থেকেই দেখেছেন তিনি।
গতকাল চেন্নাইয়ে কিউইদের অনুশীলন শেষে জার্গেনসন বলেছেন, ‘বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ প্রমাণ করেছে তারা কতটা চ্যালেঞ্জিং দল। অতীতে ঘরের মাঠে কিংবা অ্যাওয়েতে তাদের সঙ্গে বেশ কিছু কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আমাদের। তাই কোনো সন্দেহ নেই এবারের ম্যাচটিও আমাদের জন্য কঠিন না হওয়ার। তাদের পেস আক্রমণের অনেক উন্নতি হয়েছে। তারা স্পিনারদের দুর্দান্তভাবে সহায়তা করছে। গত কয়েক বছরের পারফরম্যান্স মনে রেখেই বলছি।’
বাংলাদেশকে যেমন সমীহ করছেন, তেমনি চেন্নাইয়ে নিজেদের সুবিধাও দেখছেন জার্গেনসন। সুবিধাটা হচ্ছে, নিউজিল্যান্ডের বেশ কিছু খেলোয়াড় আইপিএলে নিয়মিত খেলায় কন্ডিশন সম্পর্কে অবগত থাকা। বাংলাদেশের সাবেক বোলিং কোচ বলেছেন, ‘আমরা জানতাম এই ম্যাচগুলো কঠিন হতে চলেছে। আমাদের জন্য সুবিধা হচ্ছে, বেশ কিছু খেলোয়াড় আছে, যারা আইপিএল ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছে। উপমহাদেশে ভালো খেলার কিছু অভিজ্ঞতা আছে আমাদের। মনে করি নিজেদের সেরা প্রস্তুতির জন্য সব রকম সুযোগই পেয়েছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫