নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত বছরের ফেব্রুয়ারিতে বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছিলেন জেমি সিডন্স। দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। এক বছরের কিছু বেশি সময় কাজ করার পর সিডন্স আর এ দায়িত্বে থাকছেন না।
জাতীয় দলের আশপাশে থাকা ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের সঙ্গে কাজ করবেন সিডন্স। সামাজিক যোগাযোগমাধ্যমে আজ সকালে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। সিডন্স লেখেন, সংক্ষিপ্ত বিরতির পর আমি ঢাকায় ফিরেছি। আমি আর জাতীয় দলের সঙ্গে থাকছি না। কারণ আমি মনে করি, বিসিবিতে আমার সেরা কাজ হবে পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের দেখভাল করা এবং তাদের সেরা প্রস্তুতির মাধ্যমে জাতীয় দলের জন্য গড়ে তোলা।’
সিডন্স তাঁর পোস্টে আরও লেখেন, আমি তরুণ ক্রিকেটারদের স্কিল নিয়ে কাজ করতে ভালোবাসি। আমি ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে ‘এ’ দল ও টাইগার্সের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি। জাতীয় দলের সঙ্গে কাজ করাও আমি পছন্দ করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্কিলে উন্নতি।’
এই মুহূর্তে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন সিডন্স।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেছেন, ‘জেমি সিডন্সের নিয়োগটা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে। তিনি এত দিন জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। এখন জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই কাজ করবেন টাইগার্স ও ‘এ’ দলের প্রোগ্রামে। জাতীয় দলের সঙ্গে সব সময় সফর করবেন না। প্রয়োজন হলে করবেন, না হলে করবেন না। তাঁর মূল কাজ হচ্ছে জাতীয় দলের জন্য ক্রিকেটার তৈরি করা। এখন যেমন ওয়ানডে দল ইংল্যান্ডে চলে গেছে, টেস্ট ক্রিকেটাররা দেশে আছে। এরাও জাতীয় দলের ক্রিকেটার। এদের নিয়ে জেমি এখন টাইগার্স প্রোগ্রামে কাজ করবে। জাতীয় দলের ক্রিকেটার, এর আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়েই হবে তাঁর কাজ। দেশে থেকেই এদের প্রস্তুতিতে সহায়তা করবেন। কারণ, সফরে গেলে ক্রিকেটারদের ডেভেলপমেন্টে কাজ করা যায় না।’
গত বছরের ফেব্রুয়ারিতে বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছিলেন জেমি সিডন্স। দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। এক বছরের কিছু বেশি সময় কাজ করার পর সিডন্স আর এ দায়িত্বে থাকছেন না।
জাতীয় দলের আশপাশে থাকা ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের সঙ্গে কাজ করবেন সিডন্স। সামাজিক যোগাযোগমাধ্যমে আজ সকালে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। সিডন্স লেখেন, সংক্ষিপ্ত বিরতির পর আমি ঢাকায় ফিরেছি। আমি আর জাতীয় দলের সঙ্গে থাকছি না। কারণ আমি মনে করি, বিসিবিতে আমার সেরা কাজ হবে পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের দেখভাল করা এবং তাদের সেরা প্রস্তুতির মাধ্যমে জাতীয় দলের জন্য গড়ে তোলা।’
সিডন্স তাঁর পোস্টে আরও লেখেন, আমি তরুণ ক্রিকেটারদের স্কিল নিয়ে কাজ করতে ভালোবাসি। আমি ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে ‘এ’ দল ও টাইগার্সের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি। জাতীয় দলের সঙ্গে কাজ করাও আমি পছন্দ করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্কিলে উন্নতি।’
এই মুহূর্তে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন সিডন্স।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেছেন, ‘জেমি সিডন্সের নিয়োগটা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে। তিনি এত দিন জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। এখন জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই কাজ করবেন টাইগার্স ও ‘এ’ দলের প্রোগ্রামে। জাতীয় দলের সঙ্গে সব সময় সফর করবেন না। প্রয়োজন হলে করবেন, না হলে করবেন না। তাঁর মূল কাজ হচ্ছে জাতীয় দলের জন্য ক্রিকেটার তৈরি করা। এখন যেমন ওয়ানডে দল ইংল্যান্ডে চলে গেছে, টেস্ট ক্রিকেটাররা দেশে আছে। এরাও জাতীয় দলের ক্রিকেটার। এদের নিয়ে জেমি এখন টাইগার্স প্রোগ্রামে কাজ করবে। জাতীয় দলের ক্রিকেটার, এর আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়েই হবে তাঁর কাজ। দেশে থেকেই এদের প্রস্তুতিতে সহায়তা করবেন। কারণ, সফরে গেলে ক্রিকেটারদের ডেভেলপমেন্টে কাজ করা যায় না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫